ঘটনাস্থল: হিন্দি মুভি 'চাক দে ইন্ডিয়া'
ইন্ডিয়ান মহিলা-হকি টীমের জন্য বাছাইকৃত খেলোয়াড়দের পরিচয় পর্ব চলছে। কোচ শাহরুখ। একের পর এক প্রশ্ন করে যাচ্ছে।
তুমি কোন দলের?
তামিল নাড়ু!
আউট! তুমি?
পাঞ্জাব।
আউট! নেক্সট?
আসাম।
আউট! ইউ?
বেঙ্গল।
আউট!
........
ঘটনাস্থল: মসজিদ, জুমা'র নামাযের খুতবা শুরুর ঠিক আগে
ইমাম সাহেব নবগঠিত মসজিদ উন্নয়ন কমিটির সাথে পরিচিত হচ্ছেন।
আসসালামু আলাইকুম। ভাইসাহেব, উপস্থিত মুসল্লিদের সামনে আপনার পরিচয়খানা পেশ করতে মর্জি হয়।
আমি আলহাজ্জ্ব সৈয়দ করিমুল্লাহ বেপারী। মসজিদ কমিটির সভাপতি। খাঁটি সুন্নী মুসলমান।
ইমাম সাহেব একখান গোপন কাগজে কি যেন লিখেন, আর মুখে বলেন, সুবহানাল্লাহ। আপনি?
আলহাজ্জ্ব ফখরুদ্দিন সোলায়মান। সেক্রেটারী। আপনাগো দয়ায় মসজিদে এইবার এক লাখ টেকা অনুদান দিয়েছি। আমার শরীরে নবীর বংশের রক্ত আছে। শিয়া মুসলমান।
ইমাম সাহেব আবারো কাগজে দাগ কাটেন।
ভাইসাহেব, আপনি?
আমি নগণ্য মানুষ। ইসলামের সেবাই আমার সব। নাম মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী। হানাফি মাযহাবের অনুসারী।
ইমাম সাহেবের চোখ চকচক করে। তাতে বিষণ্ণতার আভাস থাকলেও কৌতুক বোধ করেন বুঝাই যায়। তিনি কমিটির একেবারে পিছনে দাঁড়িয়ে থাকা স্বল্প শশ্রূমন্ডিত ফিটফাট কেতাদূরস্ত মানুষটিকে ইংগিত করেন। জনাবের পরিচয়টা তুলে ধরবেন একটু?
আমি আবদুল হান্নান মিয়া। সাধারণ সদস্য। কাদিয়ানী মুসলমান।
ইমাম সাহেব মুচকি হাসেন শুধু। আসরের নামাযে এসে মুসল্লীরা আর ইমাম সাহেবের পাত্তা পান না, তিনি চিরতরে নিরুদ্দেশ হন।
------
শোনা যায়, এই ইমাম সাহেব ছিলেন ছদ্মবেশে জিবরাইল। তার রিপোর্টের খাতা দেখে নবী (সাঃ) বেহেশতের অজ্বর পরিবেশেও হার্টফেল করতে করতে কোনমতে সামলিয়ে নেন। রিপোর্টের খাতায় একের পর এক লিখা ছিলো, "আউট, আউট, আউট"!
মন্তব্য
জব্বর হইছে
মন্তব্য নিঃষ্প্রয়োজন।
(ক্লান্ত পথিক)
...........................................................................................
যদি এতদিন পর মনে হয়
দেরি হোক, যায়নি সময়।
কঠিন বস!
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
- শাহরুখ ভাই 'ইন' করছিলো তাইলে কারে?
হুজুরেরটা জিগামু না, ঐখানে 'আউট' নিয়াই আমি কনফিউজড!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
চাক দে ইফেক্ট। কবে মুস্লিম হয়ে উঠবে মানুষ এ আশায় দিন গুনে কি হবে?
-------------------------------------------------------
বাংলায় হাগি, মুতি, বাঁচি
------------------------------------
আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।
আমিও একটু কনফিউজড। সবাই যদি আউট হয় তাহলে ইন কে?
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
ঠিক বুঝলাম না। সমস্যাটা কোথায়? সবাই আউট কেন? আরেকটু ব্যাখ্যা করার দরকার ছিল। বলে দিলেই চলতো সবাই অলআউট(অনিবার্য কারণ বশত)
চির আমি
ভাল লিখেছেন। এদের আউটই হওয়া উচিত।
দিনকে দিন টিউবলাইট হয়ে যাচ্ছি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
গল্পের মাজেজাটা ঠিক বুঝলাম না।
চাক দে ইন্ডিয়া'র আইডিয়াটা মনে হয় Miracle ছবি থেকে চুরি করা (কাকতালীয় ? মনে হয় না !)
http://www.imdb.com/title/tt0349825/
মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।
গল্পের মাজেজা একটু বুঝায়া বলি। চাক দে ইন্ডিয়া মুভিতে অধিকাংশই নিজ নিজ রাজ্যের নাম বলছিলো, 'ইন্ডিয়ান' টীমে খেলতে হলে রাজ্যের ওপরে দেশকে স্থান দেয়া দরকার - শাহরুখ মিয়া এইটাই বুঝাইছে।
এই গল্পে মুসলমানদের শ্রেণী বিভাজন নিয়ে বলা হয়েছে। আল্লাহ যে ইসলাম দিয়েছেন, তাকে কলুষিত করা হয়েছে যুগের পর যুগ ধরে। এ কলুষিত করার প্রধান ধাপ হচ্ছে, হাদিস নামধারী বাক্যগুলো নবী(সাঃ) এর মুখে তুলে দেয়া। এরপর এসেছে 'তাফসীর' নামে কোরআনের কথাকে বিকৃত করার অপচেষ্টা। বিভিন্ন ইমামের বিভিন্ন ফতোয়া, এক এক পীরের এক এক রকম আদেশ। এইসব ইমাম, পীর, তথাকথিত ধর্মীয় গুরুদের কথা মেনেই মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে। এগুলোর কোনোটাই আসলে ইসলাম নয়, নবী (সাঃ) এর মাধ্যমে দেয়া আল্লাহর 'উপদেশ' মেনে চলাই প্রকৃত ইসলাম।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
- এইটা একটা 'বস্' তাফসীর হইছে!
শেষের ঘটনায় কি আগের ঘটনার মতো দল থেকে আউট নাকি টিম তথা দুনিয়া থেকেই আউট! কনফিউশনটা আছিলো ঐটা নিয়ে।
জিব্রাইলের জাগা আজরাইল হৈলে কনফিউশনটা ইট্টু কম হইতো!
হালাগোরে পশ্চাৎদেশে বিশাল মুগুরের আঘাত করতে করতে 'আউট' করা উচিৎ আছিলো।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আরে না। জিবরাইল খুব সুশীল পোলা। দুনিয়ায় কিছু কয় নাই, যায়গামতো গিয়া ধরাইয়া দিছে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
খাইছে!!!
আমি বৈচিত্রে বিশ্বাসী। সব মেয়ে ঐশ্বরিয়া রায়ের মত হলে বিরক্তি ধরে যেত।
তাইলে আপনার জন্য ৭০ খান ভিন্ন ভিন্ন পদের হুর অর্ডার দেয়া হোক। একজন লায়লা আলী, একজন বেম্মদত্যি, একজন ব্যোমকালী - এরম।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
এই মন্তব্যে (বিপ্লব)
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
বিপ্লব ভাই কার হলো? বলাইয়ের, না বজলু ভাইয়ের?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
নতুন মন্তব্য করুন