সেদিনও এমন আটপৌরে রুপোলি বাসন্তী
ঝির ঝিরি হাওয়ার সিন্দুকে বন্ধক রেখে সমস্ত চেতন
তোমার দূরাকাশী মন
আমাতে নাই হওয়া তারপর
ছোট্ট অবয়বের স্বপ্নে ভরপুর জীবনের ঝুড়ি
যদি হয়ে যাও বুড়ি
আমিও একলব্য অশীতিপর
ঝির ঝিরি হাওয়ারা আবার
ঝুম ঝুমি গেঁয়ো পথে উদাসী কুহু
থমকানো কেঁচো নদে চমকানো চাঁদের মায়া
আমি ছেড়ে দিতে পারি সব
তুমিও
এইখানে এইক্ষণে এই আজন্ম অভিমানী নিশিতৃষ্ঞায়
তারপরে ভোর হয়
আলোর অভিশাপে ব্যস্তসমস্ত রঙচঙা ঘুড়ি
তুমি আবারো ছুড়ি
আমি রঙবাজ নিশাহত নিষিদ্ধ কাঙাল
জংলায় খুঁজে ফিরি হরিণ শাবক
সেদিনও এমনই এক আটপৌরে রুপোলি বাসন্তী
মন্তব্য
আজ কি কি হলো?
আজ এখন চোখ জ্বলতেছে। তবে কামকাইজ প্রায় শ্যাষ। এখন ক্রিকেট খেলা হবে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সর্বনাশ! এইটা কী? কাব্য নাকি?
যাক বাপ্পারে দেন, ভালো গান হবে মনে হচ্ছে, অবশ্য গানের নাম দিতে হবে "তোমার দুরাকাশী মন"।
যদি প্রশ্ন করেন গান? কেমতে? তাহলে নিচে দেখেন, লাইনগুলো ভাঙলাম।
সেদিনও এমন
আটপৌরে রূপালী বাসন্তী
ঝিরি ঝিরি হাওয়ার সিন্দুকে
বন্ধক রেখে সমস্ত চেতন
তোমার দুরাকাশী মন।।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
বুঝলাম
মনে রং লাগছে...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
শোহেইল ভাই, দুর্দান্ত আইডিয়া। গানটা পরে অলৌকিক ভাইয়ের মুভি অথবা আলভী ভাইয়ের নাটকে ইমপোর্ট করা যায়। নাটক / মুভির নাম হইবো 'তোমার দুরাকাশী মন'
সুমন, জুলাই মাসের সকাল বেলায় ট্রামে বইসা বাসন্তী চাঁদনি রাইতের 'গান' লিখতে হইলে মনে হোলিখেলা জমাইয়া দেয়া ছাড়া উপায় নাই। অফিসে আইজকা খুন করে ফেলার মত কাজের চাপ!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
কে জানি কৈছিল..কাজের চাপেই প্রেম চ্যাগাইয়া উঠে..
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
বিষয়টার মনে হয় শারীরবৃত্তীয় ব্যাখ্যা আছে। সবই ইলেকট্রন-প্রোটনের খেইল।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
দারুন!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আমারো পড়েই গান মনে হল। কমেন্টে দেখি বস্ও তাই বলে!
ভাল লাগল খুব। দুর্দান্ত।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
তারেক ও মাশীদকে অসংখ্য ধন্যবাদ। একজন সুরকার দরকার...
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সুরকার পাওয়া গেল? নাইলে আমি ট্রাই করতে পারি অকেশনাল অভিজ্ঞতা আছে!
সুরকারের অভিমত: "সিন্ধুক" আর "বন্ধক" গানের বেলায় চলবে না। শ্বাসাঘাত তৈয়ার করতেছে।
সুরকারের সাজেশন নির্দ্বিধায় মানিয়া লওয়া হইবেক।
নতুন শব্দ প্রস্তাব করেন।
অবশ্য সেইরম সুরকার হইলে শ্বাসঘাতকেও জয় করিয়া সুরপ্রদান সম্ভব হইতে পারে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সেইরম সুরকার, রেহমান বংশ, সন্দেহ আছে নিকি? শ্বাসাঘাতকে জয় করিয়া সুরপ্রদান সম্ভব, কিন্তু ইহাতে গীতিকার যে নাজেহালের হাত থিকা বাঁচিয়া যান! একজন ভাল সুরকারের কামই হৈল গীতিকার যে খামোখা পয়সা নিতেছে, সেইটা প্রতিপাদন করা।
হা হা হা! তাইলে গান শেষপর্যন্ত সুরকারই লিখে।
গীতিকার শুধু একটা টেমপ্লেট দিয়া দেয়।
এই টেমপ্লেট কোনো প্রকার দাবী না রাখিয়া সম্প্রদান করিলাম; আপনি ইচ্ছামত বদলাইতে পারেন। শিল্পী হিসেবে হিমুকে বিবেচনা করা যায়।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সুরকার ভাই,দয়া করে তবলার তাল রাইখেন সাথে।
তুমি আবারো ছুড়ি
আমি রঙবাজ নিশাহত নিষিদ্ধ কাঙাল
জংলায় খুঁজে ফিরি হরিণ শাবক
সেই রূপালী বাসন্তি তে
বাপ্পার একটা গান আছে না, তুমি হবে বুড়ি। কবিতা ভালৈছে।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
নতুন মন্তব্য করুন