আজ খালেদার কততম জন্মদিন?

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: শুক্র, ১৫/০৮/২০০৮ - ৪:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার নিজের বার্থডে গেলো ২ দিন আগে। এইডা জেনুইন। মাবাপে পুরা দিন তারিখ ঘন্টামিনিটসহ লিইখ্যা সুঁতাদিয়া সেলাই কইরা বাইন্ধা রাখছে:

"অছ্যুৎ বলাই, জন্ম ১৩ই আগস্ট, শুক্রবার, দুপুর ১২:৪৫ মিনিট, ইংরেজি **** সাল, বাংলা ২৮শে শ্রাবণ, **** সাল, হিজরী ১১ই শাবান। "

কিন্তু অনেক বঙ্গসন্তানের মতই স্কুলের রেজিস্ট্রেশনে আমার জন্মতারিখ নিয়ে স্যারদের গবেষণার ফলাফলস্বরূপ কাগজে-কলমে ঠেলতে ঠেলতে নিয়া সেই ডিসেম্বর-জানুআরির সাইকেলে উঠায় দিছে।

গতবার ডিসেম্বরে দেশে ছিলাম। তার আগেরবার যখন অফিশিয়াল বার্থ ডে তে পরফেসর আইসা একখান কার্ড হাতে দিয়া শুভ জন্মদিন জানাইয়া কইলো, "যাক, এখনো ত্রিশ হও নাই!", তখন আমি বিগলিত হাসিমুখ নিয়া তাকে 'ডাঙ্কে শ্যুন' জানাইয়া মনে মনে ভাবলাম, "ত্রিশ? হা হা হা! সেই কবে!"

তবে দেশে যে কথা মনে কইরা বয়স কমানো হয়, সেই দিক দিয়া চিন্তা করলে ব্যাপক লসে আছি। বিসিএস দেয়ার সৌভাগ্য হয় নাই, সরকারী চাকুরীও করতে যাই নাই যে বয়স নিয়া টানাটানি পড়বে, মাঝখানে এই বিদেশ বিভূঁইয়ে কামলার বেতন সার্টিফিকেটের কম বয়সের কল্যাণে যা পাই, অরিজিনাল বয়স থাকলে তার চেয়ে মাসে নিদেনপক্ষে এক-দেড় শ' ইউরো বেশি পাইতাম। এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা লসের জন্য স্কুলের অপরিণামদর্শী স্যারেরা দায়ী কি না, সে প্রসঙ্গে ভবিষ্যত ক্যাচালের জন্য তুলে রেখে আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দিকে দৃষ্টিপাত করি।

সর্বশেষ এফিডেবিট মতে, আজ খালেদার জন্মদিন। ১৫ই আগস্ট, ১৯৪৫। এইদিকে শিক্ষাবোর্ডের রেকর্ডে আছে নাকি সেপ্টেম্বর ৫, ১৯৪৬। খালেদার টীচারেরা নিশ্চিত তার ভবিষ্যতকে আন্ডার-এস্টিমেট কইরা ভাবছিলো তাকেও বিসিএস ক্যাডারে পরীক্ষা দিতে হইতে পারে, বয়স নিয়া টানাটানি পড়তে পারে। ১৯৯১ সালের বিএসএস এজেন্সির মতে সেইডা নাকি আবার আগস্টের ১৯। (তথ্যসূত্র)

একজনের অনেকগুলো জন্মদিবস হইতেই পারে। স্কুলের টীচারদের ভূমিকার বাইরেও অনেক কারণে এটা হয়। যেমন, আমার হল-দোস্ত স্বপ্নীলের অনেক সময় এক মাসেই দুই-তিনবার বার্থ ডে থাকতো। সে ছিলো মহা ছলনাময় প্রেমিক পুরুষ। গাড়িওয়ালা মাইয়াগুলা হলে আইসা তাকে লইয়া গিয়া বার্থডে সেলিব্রেট করতো কখনো সলিডে, কখনো লিকুইডে। আমরাও মাঝে মাঝে দাওয়াত পাইতাম, সলিড-লিকুইডের ভাগ পাইতাম, তবে বার্থডে গিফটগুলা সে কখনোই শেয়ার করতো না। (একবার অবশ্য একটা আফটার শেভ চামেচিকনে মেরে দিয়েছিলাম।)

আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বার্থডে নিয়াও এরকম অনেক কিছু কল্পনা করা যায়। যেমন, ১৯৭৫ এ যখন শেখ মুজিবের দুঃশাসন থেকে দেশপ্রেমিক সেনাবাহিনী দেশকে মুক্ত করলো, তখন সেই মুক্তিকে উদযাপন করতে ক্যান্টনমেন্টে কোনো সেনা কর্মকর্তার বাসায় শোকরানা পার্টি হতে পারে, কোনো বহিরাগত সাংবাদিক চামেচিকনে সেখানে ঢুকে পার্টির কারণ জিগাইতে পারে। কারো মৃত্যুতে শোকরানা জিনিসটা কইতে খারাপ শুনায়, অতএব, আজ খালেদা ভাবীর বার্থ ডে, তাই পার্টি - এরকমটা বলা হতে পারে। নাদান সাংবাদিক সেইটার প্যাঁচ না বুইঝা ফলাও কইরা "খালেদার বার্থ ডে ১৫ই আগস্টে সেনাকুঞ্জে পার্টি" নিয়া প্রতিবেদন করতে পারে।

আবার এমনও হইতে পারে, ঘটনা ১৯৭৫ সালের না, ১৯৯২ সালের। প্রধানমন্ত্রীর বার্থ ডে উদযাপন না করলে দেশেবিদেশে মুখ দেখানো যাবে না বিধায় উপদেষ্টাবর্গ থেকে হাহাকার উঠতে পারে। সেই হাহাকারে খালেদার মন গলে গিয়ে তিনি গভীর তপস্যায় নিয়োজিত হইতে পারেন, তার বার্থ ডে কি হওয়া উচিত এই টা নিয়া। অনেক চিন্তা করিয়া তিনি বোধি পাইতে পারেন, আজ তার প্রধানমন্ত্রীত্বের মূলে সমস্ত কৃতিত্ব ৭৫এর ১৫ই আগস্টের সেই ঘটনার। সুতরাং আগে জন্ম যে বারেই হোক, তার নবজন্ম এই ১৫ই আগস্টে। ভাবনায় যুক্তি আছে বটে!

তবে যুক্তি দিয়া কচকচি কইরা তো লাভ নাই। আমরা সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে চাই। তিনি ১৫ই আগস্ট বলেছেন, তাহাই সই। তবে জন্ম সালটা ঠিক কবে? ৪৫, ৭৫, না ৯২? ধুর, এত ক্যাচালে কাজ কি? সবগুলা ডেটই সই। বাংলার প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ৬৩-তম, ৩৩-তম এবং/অথবা ষোড়শ জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা।

-----
পুনশ্চ: ইতিহাসের এই কালো দিনে জাতির জনকের প্রতি অনেক শ্রদ্ধা। আরেকজন মুজিব আমরা আর কখনোই পাই নাই!


মন্তব্য

তানবীরা এর ছবি

'ডাঙ্কে শ্যুন' জানাইয়া মনে মনে ভাবলাম
ডাঙ্কে শ্যুন মানে , জার্মানে আছেন, হুমম প্রেতিবেশী।
বিভূঁইয়ে কামলার বেতন সার্টিফিকেটের কম বয়সের কল্যাণে যা পাই, অরিজিনাল বয়স থাকলে তার চেয়ে মাসে নিদেনপক্ষে এক-দেড় শ' ইউরো বেশি পাইতাম। এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা লসের জন্য স্কুলের
আরো একটা ব্যাপার আছে বলাইদা, বেশী দিন চাকরী করতে হবে, আসল বয়স ৬৮ হলেও, ৬৫ এর আগে পেনশন হবে না

বাকী লেখা টুকু এক কথায় জটিল। আমি ভাবলাম আপনি বলবেল, খালেদার গভীর ভাবনার সময় "ওহী" নাযিল হয়েছিল বুঝি।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অছ্যুৎ বলাই এর ছবি

আরে! জার্মানিতে তো তাইলে বেশ বড়সড় সচল সমাবেশ করা যায়।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

পুতুল এর ছবি

জটিল!

**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

দেবোত্তম দাশ এর ছবি

খালি প্যাঁচাল পাইড়া লাভ নাই , ক্যাঁচাল করেও কিছু হবে না ।

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অতন্দ্র প্রহরী এর ছবি

হাহাহা। ষোড়শী খালেদার জন্মদিনে অনেক শুভকামনা চোখ টিপি

রায়হান আবীর এর ছবি

মজা হৈছে।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মেয়েদের বয়স জিগ্যেস করা ঠিক না।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

سؤال المراه في سن غير مسموح

সুমন চৌধুরী এর ছবি
আ. সা. শিমুল (غير متصل) এর ছবি

مثل راتب الرجل. انها مسألة خاصة.

সবজান্তা ( লগানোর ইচ্ছা নাই ) এর ছবি

وماذا عن نتيجة للطلاب؟

আ. সা. শিমুল (نعسان) এর ছবি

صحيح!
العديد من الناس يمكن أن الكتابة العربية. ومن المدهش. بارك الله فيكم

দ্রোহী এর ছবি
সুমন চৌধুরী এর ছবি

دائما عن الحقيقة ، بل المريره



অজ্ঞাতবাস

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দেঁতো হাসি المدهش
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুমন চৌধুরী এর ছবি
রাফি এর ছবি

খাইছে, আরবী ক্লাস শুরু হয়ে গেল দেখি!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍Что это такое!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুমন চৌধুরী এর ছবি

водка не может быть плохим, ни хорошим или отлично!



অজ্ঞাতবাস

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍Откуда такие знания? হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুমন চৌধুরী এর ছবি

знание это власть দেঁতো হাসি



অজ্ঞাতবাস

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍... и сила тоже হাসি
Явно кто-то помогает писать. Точно догадываюсь দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুমন চৌধুরী এর ছবি

.. придется попал на работу сейчас ... продовольствие за работу!



অজ্ঞাতবাস

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

Такова жизнь! Никто не будет кормить бесплатно! মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুমন চৌধুরী এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

После прочтения всех тех русских, я ощущение холода. Нужна-то особенное из Украины. Святой в семье, вы можете мне помочь?

অছ্যুৎ বলাই এর ছবি

停止爭吵或我向調解人报告

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

Alle er boksen. Jeg kan ikke lese.

সৌরভ এর ছবি

ভয় পাইসি। এতো ভাষা দেইখা।
সন্ন্যাসীর রাশান ছাড়া আর কোনটারও অর্থ বুঝি নাই। লেখকেরা নিজেরাও বুঝে নাই।


আবার লিখবো হয়তো কোন দিন

অভিজিৎ এর ছবি

দ্যাখেন এইডা...



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

অছ্যুৎ বলাই এর ছবি

দারুণ গোছানো লেখা। লিংকের জন্য ধন্যবাদ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নিঝুম এর ছবি

মানুষ যখন অতীত ভুলে যায় , তখন তার অবস্থা হয় মন ছাড়া মানুষের মতন । ভেতর টা ফাঁপা । যাকে অনেকেই বলে থাকেন অন্তঃসার শূন্য । বেগম জিয়া হয়ত ভুলে গেছেন , একসময় তিনি বঙ্গবন্ধুকে পিতা বলে আখ্যায়িত করেছিলেন । আজ রাজনীতির দুষ্টকলে খামাকা নিজেকে বিষিয়ে তুলে পৃথিবীর কোন জিনিস টা তিনি উদ্ধার করলেন ঠিক বোঝা গেলো না । আজ তিনি কারাগারে একা একা বসে থাকেন । অথচ পৃথিবী আজও পিতার জন্য কাঁদে । ধরনী এখনো তাঁকে বুকে পেতে নেয় । মানুষ আজও তাঁকে মনে করেন এই দেশের স্রষ্ঠা হিসেবে । এই দেশের প্রাণ হিসেবে ।

জন্মদিন বা জন্মদিনের কেক দিয়ে কি পিতা কে অসম্মান কিংবা ভুলিয়ে রাখা সম্ভব ???
--------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

অছ্যুৎ বলাই এর ছবি

প্রতিহিংসা মানুষের কমনসেন্সকে নষ্ট করে দেয়।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সবজান্তা এর ছবি

হে ষোড়শী, হে রূপসী

শুভ জন্মদিন


অলমিতি বিস্তারেণ

ফেরারী ফেরদৌস এর ছবি

আমাদের রাজনীতির নৈতিক দীনতা ও হীনমন্যতার চরম প্রকাশ!

রাফি এর ছবি

খালেদা জন্মদিন করুক আর বিবাহবার্ষিকী করুক; মিডিয়া পাত্তা না দিলেই হয়।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

নিঘাত তিথি এর ছবি

হাসি ভালৈছে।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

তারেক এর ছবি

আপনে ম্যাডামের বয়স জানতে চান ক্যান? ঘটনা কিতা? ইয়ে, মানে...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অছ্যুৎ বলাই এর ছবি

খারাপ কোনো উদ্দেশ্য নাই। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

দৃশা এর ছবি

আপনি খালেদা ম্যাডামের বহু বার্থ ডের সার্টিফিকেটটাই দেখলেন ...উনার দুঃখটা দেখলেন না?? আজ এই শুভ দিনে কে উনার নাকে কম্পাস ধইরা চোখের উপর দুইটা অর্ধবৃত্ত আঁইকা দিব? কে উনার চুল পর্বতসম ফুলাইয়া চাম্বালের ডাকুদের আবাসস্থল বানাইয়া দিব। কোথায় উনার ব্যাংককের সেই সব বিউটিসিয়ানরা?
কেউ বুঝল না উনার কষ্টটা... শুধু দেখল ম্যাডামের বয়সটা ... ধিক ধিক!!
---------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

ফারুক হাসান এর ছবি

হা হা হা। মন্তব্যে জাঝা

অছ্যুৎ বলাই এর ছবি

ম্যাডামের বয়স আর কতো! বাও কি তেও।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

স্বপ্নাহত এর ছবি

আজ এই শুভ দিনে কে উনার নাকে কম্পাস ধইরা চোখের উপর দুইটা অর্ধবৃত্ত আঁইকা দিব?

গড়াগড়ি দিয়া হাসি

---------------------------------

বাঁইচ্যা আছি

নজমুল আলবাব এর ছবি

তারে দেখতে ভাল লাগে। শয়তানী হাসি

ভুল সময়ের মর্মাহত বাউল

অছ্যুৎ বলাই এর ছবি

হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍বহু-জন্মদিবস সম্ভব হলে বহু-মুত্যুদিবসও তো অসম্ভব নয়!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অছ্যুৎ বলাই এর ছবি

সব সম্ভবের দেশ বাংলাদেশ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

দৌবারিক এর ছবি

বীরাঙ্গনা খালেদা জিয়াকে শ্রদ্ধা করি।
চেয়ারপার্সন খালেদা জিয়াকে ঘেন্না করি।

স্বপ্নাহত এর ছবি

খালোদাপুনিকে জন্মদিনের শুভেচ্ছা। (দেরি করে ফেলসি আবার। কিন্তু কিসু করার নাই)

আর বলাইদাকেও শুভেচ্ছা। শুভেচ্ছা জানানোর এরম একটা উপলক্ষ তৈরি করে দেবার জন্য হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

এই পোস্টে ডকুমেন্ট গুলা থাকা উচিত হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।