বাঙালির উন্নতি হয় না, কারণ, বাঙালি কথা বেশি কয়, কাজ করে কম। সুতরাং দেশের উন্নতির জন্য বাঙালির মুখ বন্ধ করা উচিত।
বাঙালির শৃঙ্খলা নাই। রাত তিনটায় ঘুমায়, উঠে সকাল ১১ টায়, অফিসে লেট করে যায়, অফিসে গিয়াও ঘুমায়। সুতরাং বাংলাদেশের সমস্ত অফিসে বাঙালির নিয়োগ বন্ধ করা উচিত।
বাঙালি সরকারের টাকায় ফ্রি ফ্রি পড়ে। ফ্রি পড়ে বলে টের পায় না, কত ধানে কত চাল। প্রাইমারী স্কুলে থাকতে স্কুল পালায়, মাধ্যমিকে গিয়া খালি নকল আর নকল করে। শিক্ষকরা আরেক ধাপ উপরে। ক্লাসে কিছুই পড়ায় না, বাসায় ব্যাচের পর ব্যাচ। এই অনিয়ম দূর করতে অবিলম্বে স্কুলগুলো বন্ধ করে দেয়া হোক।
যার হয় না ন'য়ে, তার হয় না নব্বইয়েও। বাঙালি নকল-টকল করে কোনোমতে একবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলেই হলো। পড়াশুনা বাদ দিয়া টিউশনি করে। রাজনীতি করে, ভাঙচুর, হরতাল করে, ছিনতাই করে, অপহরণ করে, পরীক্ষা পিছায়, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়। শিক্ষকরাও পলিটিক্স করে, লাল-নীল-সাদা রঙের বায়াত গ্রহণ করে। আর আছে খ্যাপ মারা। নিজের ক্লাস নেয়ার নাম নাই, প্রাইভেটে গিয়া খ্যাপ মেরে পকেট ভারী করে। বুয়েট নিয়া চিল্লান। বুয়েটের পোলাপাইনও চোথা মেরে পাস। কোনোদিন বই ছুঁয়ে দেখেছে? তারপর পড়াশুনা শেষ করে বিদেশে যায়। যায় তো যায়, আর আসে না। অ্যাগো পিছনে সরকারের টাকাগুলা খামাখা মাটি হয়। সুতরাং অবিলম্বে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করা হোক।
বাঙালি জাতি হিসেবে খুব খারাপ। সব শালা 'পাবলিক'। গণতন্ত্রের বুলি আওড়ায়। কিন্তু তত্ত্বফেরেশতারা আসার আগের ১৫ বছর সেই গণতন্ত্রের রূপ অনেক দেখা হইছে। দুর্ণীতি দুর্ণীতিতে চিঁড়ে-চ্যাপটা হয়ে গেছে দেশ। কথায় কথায় হরতাল, জ্বালাও পোঁড়াও, গাড়ি ভাঙ্গো, দ্যাশের অর্থনীতি পুরা পঙ্গু করে দিয়েছে। সুতরাং গণতন্ত্র নিপাত যাক।
এত দুরাশার মাঝেও আমাদের আশা একমাত্র দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে। তারা শৃঙ্খলা বুঝে, সকাল বিকাল প্যারেড করে, ট্রেনিং করে, সিডরে ত্রাণ দেয়, রাস্তা বানানোর প্রজেক্ট করে, জাতিসংঘ মিশনে গিয়ে দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার জোয়ার বইয়ে দেয়, যা সবার কল্পনারও বাইরে ছিলো, ন্যাশনাল আইডিকার্ডের মত সেই অসম্ভবকেও সম্ভব করেছে আমাদের সেনাবাহিনী। একাত্তরে স্বাধীনতা যুদ্ধ করেছে, এরশাদ সাহেবের মত অনেকেই প্রাণের মায়া ত্যাগ করে শত্রুশিবির পাকিস্তানে অবস্থান করেছেন তাদের গতিবিধি 'পর্যবেক্ষণ' করার জন্য। শেখ মুজিবের অপশাসনে বিপর্যস্ত দেশকে জনগণের স্বার্থেই তারা রক্ষা করেছেন। সাপের পোলা সাপ হয়, তাই রাসেল-টাসেলকেও বাঁচিয়ে না রাখার কাজ সূচারুরূপে সম্পন্ন করেছেন আমাদের দূরদর্শীতাসম্পন্ন সেনাবাহিনী। তার পরের পনের বছরের ইতিহাস শুধু নতুন বাংলাদেশ গড়ার। সুতরাং স্কুলগুলো বন্ধ করা হোক, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করা হোক, সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করা হোক, প্রকৃত দেশপ্রেমিকেরা দলে দলে সামরিক বাহিনীতে যোগ দিন।
------
এই পোস্ট লিখতে লিখতে মাথা ব্যথা হয়ে গেলো। ডাক্তারের কাছে যাইতেছি। কেউ ডাক্তারকে এই পোস্টের কথা বইলেন না, তাইলে সে আমার মাথা কেটে সেখানে বাঁদরের পা লাগানো প্রেসক্রাইব করতে পারে। যা দিনকাল পড়েছে, বাঁদরের পা এখন বাংলাদেশে হীরার চেয়ে দামি।
মন্তব্য
এইটা কি লিখলেন !! কেলানি আর বন্ধ হইতেছে না। এমুন "গুরুত্বপূর্ণ" একখান বিষয়ে হাসি তামাশা করতাছি মাইন্ড খাইয়েন না।
লেখালেখিটা এত কমায় দিলেন কেন চুর ভাই?
--------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
কামলা দিতে দিতে জান যায় রে বইন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
একমত
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
হ। সবতে সেনাবাহিনীতে যোগ দেওনই বালা।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
তাইলে দেশপ্রেমের সমস্যা মিটে যায়।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
হায়দার হোসেনের এক্টা গান আছে না ..."তুমি আমার সীনা বাহিনি"
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
সোনা বাহিনী
বানান ভুল?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
- আসল বানান হইলো শোনা বাহিনী।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ক্যাচাল এড়াতে গোলড বাহিনী নাম দেয়া হইলো।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
-
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
শুনেছি ওখানে যাইতে বয়স লাগে হিসেব মত.....আমার কি হইব। আমি তো সরকারের খাতাতে বাতিল.......এখন কি করি। যদি ওই খানে যাওয়ার পাস দিতে পারেন আমি যামু এরশাদ হবা আশায়।
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
বয়স নিয়ে টেনশন করবেন না । আমাদের মতো 'এক্সপায়ার্ড' দের ও গতি হয়ে যাবে । বাক্সপ্যাটরা টানতে লোক লাগবেনা? ঐটার ও দাম আছে ।
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হ্যাঁ, বয়স কোনো সমস্যা নয়। ঈমানের যেমন বিভিন্ন স্তর আছে, দেশপ্রেমেরও তেমন স্তর আছে। মনে করেন, তাগো লন্ড্রী-টন্ড্রীতে সিভিল সার্ভিস দিয়া আমরা দুর্বল ঈমানের ইকুইভ্যালেন্ট দুর্বল দেশপ্রেমের সার্টিফিকেট পেতে পারি। দেশপ্রেম থাকলেই হইলো।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
পোস্ট সেরম হইছে ।
লেফট রাইট দিলাম ।
পুরা মার্চপাস্ট ।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
বলাইদা, বাংলাদেশে এখন কোন ধরনের ছেলেদের পাত্র বাজারে কদর জানেনতো?
তবে আমি আপনার সাথে একমত । দুনিয়াদারীর জন্য সেনাবাহিনী আর আখেরাতের ফজিলতের জন্য মাদ্রাসা রেখে সব কিছুকে বন্ধ করে দেয়া উচিৎ।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আয় হায়, আমি আখিরাতের দিকটা চিন্তা করি নাই। ঘরে ঘরে অনতিবিলম্বে রাজনৈতিক ইসলাম নিয়া মওদুদীর বই অবশ্যপাঠ্য করা হোক।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
হ। ঠিক ঠিক। এটাই করন উচিত। প্যারেড। এটেনশান!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
শইলও বালা থাকবো, বিয়ার বাজারেও কদর পাওন যাইবো, দ্যাশের ভিত্রেও মাস্তানি করতে ট্যাক্সো দিতে হইবো না। মাঝখান থিকা দ্যাশপেরেমের ছাট্টিফিক্যাটও বগলে ঝুলবো।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ভুটার কাডের ব্যাপারটাও একটু ডিটেইলসে বইলেন
ওইটাই তো লেটিস্ট এচিবমেন্ট।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ওইটার নাম কি ভুটার কার্ড, না ন্যাশনাল আইডি কার্ড। আমি ওই প্রজেক্ট সম্পর্কে তেমন কিছু জানি না। শুধু শুনলাম, আর্মি না হইলে ওই কাজ অন্য কেউ করতে পারতো না।
খরচাপাতির বিষয়, ন্যাশনাল আইডিকার্ডের বাস্তবসম্মত প্রয়োগ নিয়ে কেউ একটা পরিষ্কার এবং নিরপেক্ষ পোস্ট দিলে খুব ভালো হতো।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
- বাই দ্য ওয়ে কারেকশন, আপনারা উভয়েই যত্নের সহিত ভু্ট্টা বানান খানা শিখে নিন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ইস ইকটুর জন্যি মিস হই গেলো! লিখতে লিখতে না হইয়া বাথ্রুমে পইরা মাথায় ব্যাথা পাইলে কম্ম সাবার। আপনের জন্যে আন্দোলনে নাইমা যাইতাম।
পোস্ট পুরাই জাঝাময় হইছে!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
এই রোযা রমজানের দিনে টানা ১৮ ঘন্টা না খাইয়া থাইকা যে সওয়াব কামামু, নিরীহ লোকজনরে পুড়াইয়া মাইরা সেই সওয়াব লস করতে খারাপ লাগবে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
থ্যাংকু, বস।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
একটু ভুল আছে। সেনাবাহিনীতে ঢোকার আগে কেউ দেশপ্রেমিক হবে কিভাবে?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
দারুণ হয়েছে বলাইদা!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ধন্যবাদ। আপনার আশরাফুলের অবস্থা তো পুরা বেড়াছেড়া। এই নিয়ে নতুন লেখা চাই।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
বিশ্ববিদ্যালয় বন্ধ হলে জাতি নানাভাবে উপকৃত হবে।
১ইসলামিক টিভি, ফালুর টিভি, ভাইয়ার টিভি ও বিটিভি বাদে বাকি টিভিগুলি তখন ব্যান করতে হবে।
অবিলম্বে দেশের সকল বিশ্ববিদ্যালয়কে আইপিসহ ব্যান করা হোক।
হাঁটুপানির জলদস্যু
জোয়ান মেয়ে ও জোয়ান ছেলেদের অবিলম্বে সেনাবাহিনীতে নিয়োগ দেয়া হোক।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
- হিমুকে এক সদস্য বিশিষ্ট সেনাবাহিনীর কোচ বানিয়ে দেশের সকল জোয়ান মর্দ্দ গুলোকে সেখানে ভত্তি করানো হোক। আর সকল জোয়ান মেয়েদের আমার কাছে পাঠিয়ে দেয়া হোক এই রমযান মাসে কী করা উচিৎ আর কী করা উচিৎ না, এই বিষয়ে একটা কর্মশালায় 'হাতেকলমে' শিক্ষা গ্রহণের নিমিত্তে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পড়ে দারুণ মজা পেলাম। ঠিকই বলছেন।
মূর্তালা রামাত
অনেক ধন্যবাদ
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
তারাই একমাত্র পবিত্র মানুষ। আর সব চুর, ছ্যাচোর, অচ্ছুত।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ছ্যাচোর নামে নিক খোলার আইডিয়া পেলাম।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
নতুন মন্তব্য করুন