ফেরেশতা দর্শন

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: মঙ্গল, ০৯/০৯/২০০৮ - ৮:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফেরেশতা নূরের তৈরি, জ্বিন আগুনের, মানুষ মাটির। জ্বিনেরা এজন্যই বজ্জাত হয়, মানুষ নরম তবে জ্বিন ভর করলে মেজাজের বারোটা বেজে যায়। ফেরেশতারা এই দিক দিয়া আসলেই ফেরেশতার মত, নূরের তৈরি শুনলে তাদের সম্পর্কে কেমন ঠান্ডা ঠান্ডা আরামদায়ক একটা ভাব তৈরি হয়। তারা আল্লাহর অনুগত বান্দা। আল্লাহর হুকুম ছাড়া যেমন গাছের পাতা পড়ে না, ফেরেশতারাও নড়ে না। সেই ফেরেশতারাও আদমকে সিজদা করেছে আল্লাহর আদেশে। মাটির মানুষ আল্লাহর সবচাইতে পেয়ারের।

আমি তারাবীহর নামায জামাতে পড়ি না, খতম তারাবীহ তো ভয়ঙ্কর জিনিস। ইমাম সাহেব ছত্রের পর ছত্র কুরানের আয়াত মুখস্ত আবৃত্তি করে যাবেন, ভুলভাল হলে সহকারী ইমাম সাহেব আওয়াজ দিবেন, মুসল্লিরা নাভিতে হাত বেঁধে ঠায় দাড়িয়ে থাকবে আর কখন সিজদার হুকুম নাজিল হয়, তা গেস করার চেষ্টা করবে। পা ব্যথা হয়ে যায়, মশায় কামড়ায়, ঘুমে ভেঙ্গে আসে চোখ, আল্লাহর সাথে দীদার তেমন আরামপ্রদ হয় না, অনেকে আবার কোনোমতে সিজদায় গিয়ে সুবহানা রাব্বিআল আ'লা পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে, পাশের জন গুঁতা দিয়ে জাগায়, হাই তুলতে তুলতে আবার দাঁড়িয়ে পড়ে। নিদ্রাজনিত বা বায়ুত্যাগজনিত কারণে ভাঙ্গা ওযুকে অনেকেই প্রেস্টিজ ইস্যু মনে করে ইগনোর করে যায়। আমি অলস মানুষ। তারাবীহর নামাজ জামাতে পড়ার উৎসাহ পাই না।

তবে শবে কদরের মাজেজা আলাদা। আগেকার দিনে মানুষ শ' শ' হাজার হাজার বছর বাঁচতো। আমরা শেষ নবীর উম্মত। শ' পুরাইতে পারলেই আশেপাশে দশগ্রামে খবর হয়ে যায়। সুতরাং আমাদের আক্ষেপ, নেকির হিসাবে আমরা ব্যাপক পিছনে পইড়া যামু। সবকিছুরই শর্টকাট সিস্টেম আছে। আর কর্তৃপক্ষ পক্ষে থাকলে তো কোনো সমস্যাই প্রবলেম না। আল্লাহ আমাদের জন্য বিশেষ নেয়ামতস্বরূপ শব-এ-ক্বদরের রাত্রি দিয়েছেন। এ রাতে ইবাদত সহস্র বছরের ইবাদতের সমান বা তারচেয়েও উত্তম। এমন নেকি অর্জনের সুযোগ মিস করা যায় না। সুতরাং মসজিদে দল বেঁধে নামাজ পড়তে যাই। আরো ছোটো থাকতে তবারক খেয়েই নোয়াখালি ক্যারেক্টার প্রদর্শন করে ভাগা দিতাম। তবে একটু বয়স হলে বুঝলাম, তবারকের চাইতে নেকির দাম কোনো অংশে কম না।

এরকম এক শব-এ-ক্বদরের রাতে নামাজ পড়া শেষে রাত ১টার দিকে বাড়িতে ফিরছি। গ্রামের কাঁচা রাস্তা। অন্ধকার। তার মধ্যে আবার বৃষ্টি হয়ে গেছে বেশ জোরে শোরে। হারিকেনের মিটমিটে আলো হাতে একজন রয়েছে সবার পেছনে। আগে আগে হাঁটছি। অন্ধকার। তার মধ্যেই দেখি থোকা থোকা আলো জ্বলছে। রাস্তার ওপরে, পাশে ঝোঁপের মধ্যে। হঠাৎ মনে পড়ে গেলো, ফেরেশতা নূরের তৈরি। আমি তখন নিশ্চিত এইগুলা ফেরেশতা। রহমতের ফেরেশতা। এতক্ষণ নামাজ পড়ে আল্লাহকে খুশী করতে পেরেছি। তাই আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়েছেন পথে পাহারাদার হিসেবে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে।

চুপচাপ হাঁটি। কাউকে কিছু বলি না। ফেরেশতা সবাই দেখতে পাচ্ছে না। সবাই যার যার কথায় ব্যস্ত। আমি নিশ্চিতভাবেই আল্লাহর প্রিয় বান্দা, সিলেক্টেড ওয়ান। বাড়িতে পৌঁছেই চুপি চুপি মায়ের কাছে বলি, "মা, আজ রাস্তায় ফেরেশতা দেখেছি।" মায়ের উদ্বেগ বাড়ে। ফেরেশতা দেখা শুভ লক্ষণ নয়। পাপী বান্দা হলে আযাবের ফেরেশতা আর নেক বান্দা হলে রহমতের ফেরেশতা মৃত্যুর আগে আশেপাশে ঘুর ঘুর করেন।

মা ডিটেলসে জিগান। বলি রাস্তার ওপরে, পাশে থোকা থোকা নড়মান আলোক কুন্ডলীর কথা। মা খিল খিল করে হেসে ওঠেন। অন্ধকারে কেঁচোকে নাকি খুব জ্বলজ্বলে দেখায়।


মন্তব্য

দেবোত্তম দাশ এর ছবি

"ইউ আর দি ওয়ান"
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অছ্যুৎ বলাই এর ছবি

হুম, তবে অল্পের জন্য মিস হইয়া গেলো। মন খারাপ

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অতিথি লেখক এর ছবি

ভাই আপনি তারাবী আর তবারকের নোয়াখালী চরিএ সম্পরকে যা বলেছেন তা একদম ঠিক। আর আপনার ফেরেশ্তা দর্শন এর অনুভুতি আর আপনার মায়ের তা ইউটার্ন মূলক ব্যাখ্যাটা মচৎকার ।
নিবিড়

অছ্যুৎ বলাই এর ছবি

নিবিড় ভাই, থ্যংক্স। আমার নোয়াখালির দোস্তরা অবশ্য আমারে গণপিটুনী দিতে পারে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

রায়হান আবীর এর ছবি

হো হো হো

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

অছ্যুৎ বলাই এর ছবি

হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নিরিবিলি এর ছবি

কোন সন্দেহ নাই আপনেই আল্লাহর প্রিয় বান্দা "সিলেক্টেড ওয়ান":D

অছ্যুৎ বলাই এর ছবি

হা হা হা

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তানবীরা এর ছবি

বলাইদা, হাসতে হাসতে গড়াগড়ি। নিজে পড়লাম আর কয়েকজনকে লিঙ্ক দিলাম।
আমার ভাই প্রায়ই তারাবীহ এর পর আব্বুর বকা খেতো। হুজুর যখন সূরা পড়ে তখন নাকি ওর তপন চৌধুরীর গান মনে পড়তো। ও মনে মনে গান করতো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলতো যেটা দেখে আব্বুর পাড়ায় আব্বুর প্রেস্টিজ পাংচার হয়ে যেতো।
ওয়েল ডান এন্ড কীপ ইট আপ।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অছ্যুৎ বলাই এর ছবি

তবু ভালো আয়াতের পরিবর্তে তপন চৌধুরীর গান গেয়ে ফেলেনি। আমি একবার রাত জেগে গান শুনতে শুনতে ফিজিক্সের নোট করছিলাম। পরে সেই নোট পড়তে গিয়ে দেখি গানের দুই লাইন তুলে দিয়েছি।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হাসান মোরশেদ এর ছবি

পীরে কামেল হওয়ার এমন মওকা মিস করলেন? ধুর মিয়া!
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অছ্যুৎ বলাই এর ছবি

অল্পের জন্য। মন খারাপ

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

জ্বিনের বাদশা এর ছবি

মহান জ্বীন জাতিকে নিয়ে এমন কুৎসা রটনার জন্য আপনাকে মাইনাচ চোখ টিপি

আমি ভাবছি জোনাকি পোকা দেখছেন
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

অছ্যুৎ বলাই এর ছবি

জোনাকি পোকা জ্বলে আর নিভে, কেঁচো ননস্টপ জ্বলে থাকে। কেঁচো যে অন্ধকারে জ্বলে, এইটা আগে জানতাম না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নজমুল আলবাব এর ছবি

বলাই একটাই। পিসখান জব্বর, সেই কবেই কেঁচো বাবারা তা প্রমাণ করে দিয়েছে।

ভুল সময়ের মর্মাহত বাউল

অছ্যুৎ বলাই এর ছবি

কেঁচো শুনলেই আমার কেঁচোর তেলের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় মজমায় অনেক শুনেছি। তবে এই ঘটনায় কেঁচো বাবা না হলেও ফেরেশতা বাবা হওয়ার একটা চান্স ছিলো।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তারেক এর ছবি

কেঁচোর চোরের দর্শনে আপনার তো জীবন রোশনাই হইয়া গেলো... দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অছ্যুৎ বলাই এর ছবি

রোশনাই আর হইলো কই? ফেরেশতারা কেঁচো হয়ে গিয়েই তো যত ঝামেলা বাঁধলো। দেঁতো হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তারেক এর ছবি

আমি কেঁচোর নূর লিখতাম চাইছিলাম। চোর ক্যাম্নে হইলো? ইয়ে, মানে...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অছ্যুৎ বলাই এর ছবি

ব্যাপার না। নূর আর চোর একই। দুইটা মিলে নূরানী চোর। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

টিটো রহমান এর ছবি

মজা

কীর্তিনাশা এর ছবি

অতিব মজাদার লেখা।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
আপনার ফেরেশতা দর্শনে পুলকিত হইলাম।
কেঁচো যে রাতে জ্বলে, জানতাম না তো !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পরিবর্তনশীল এর ছবি

খুব মজা পাইলাম বলাইদা। আপনি সিলেক্টেড ওয়ান। দেঁতো হাসি
--------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অছ্যুৎ বলাই এর ছবি

আয় হায়, আমি এখন তাইলে পীর বিজনেস শুরু করুম?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

পরিবর্তনশীল এর ছবি

মুরীদ হমু।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ঝরাপাতা এর ছবি

আন্ধারে লইটা মাছ দেইখা কখনো ভাবেন নাই তো নুরের বাত্তি দেখছেন?


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।