হ্যাপি ড্যাড ডে

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: সোম, ১৮/০৬/২০০৭ - ৮:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

রফিক আমার ন্যাংটাকালের বন্ধু। সম্পর্কে ভাইগনা। সমবয়সী। অয় ছিলো আবার আমার ঢিল মারা গুরু। বয়স আর কত হবে তখন? ৮ থেকে ১০। পাশের গ্রামের সাথে ব্যবধান ছিলো একটি খালের। আমাদের প্রতিদিন বিকেলের রুটিন কাজ ছিলো, খালের ওপারের পোলাপাইনের লগে চৈত্র মাসের কড়কড়া ঢিলা দিয়া ফাইট।

এই কামে পরথম দিকে আমি ছিলাম এক্কেরে দুধভাত। ঢিল ছুড়তাম মেয়েদের মত। রেঞ্জ ছিলো বড়জোর ২০ গজ। আর এই ফিলডে রফিক ছিলো যাকে বলে চ্যাম্পিয়ন। কত্ত দূরের দূরের পোলাপাইন ঝোঁপের আড়াল থাইকা একটু বাইরাইলেই সই কইরা কপাল ফাটায়া দিতো। অয় নিজের হাতে দেখায়া দেখায়া শিখালো কিভাবে হাত বাঁকা করে ছুড়লে রেঞ্জ বাড়ে, কিভাবে সই করলে ঠিক টার্গেট মত গিয়া লাগে। ঠিকঠাক ঘষতে পারলে ভিজা কাষ্ঠেও আগুন লাগে, আর তো ঢিল মারা বিদ্যা! আমারও হ্যান্ড-আই কো-অর্ডিনেশন বাড়তে লাগলো। কিছুদিনের মধ্যে আমিও এক্সপার্ট ঢিলবাজ হয়ে ওঠলাম।

রফিকের বাবা ছিলেন ঘর জামাই। খাস বরিশাইলা ভাষায় কথা কইতেন। তার মধ্যে আবার ছিলো ধবধবে রোদে পোঁড়া ফর্সা। লগে মানানসই কটকটা চুল। পোলাপাইন 'কট বাঙাল' কইয়া খেপাইতো। কিন্তু লোক ছিলেন দুর্দান্ত চামবাজ। হাটবারে চাউলের ব্যবসা বাদে বাকি সময়টা আমার কয়েকজন বয়োজ্যেষ্ঠ চাচাতো-খালাতো ভাইয়ের সাথে তাস পিটাতেন, মজার মজার রসিকতা করতেন।

আমাগো পোলাপাইনের মধ্যে আরেকটা মজার ব্যাপার ছিলো শক্তির পরীক্ষা; সেটা কুস্তি ফাইটও হতে পারে, আবার ঘুষাঘুষি। কিছু কিছু আনস্মার্ট পোলাপাইন ছিলো আবার খাঁমচিতে ওস্তাদ। তবে সবার মধ্যে অলিখিত চুক্তি ছিলো, যতোই মার খাওয়া হোক, কাঁদা যাইবো না। কাঁদলেই মানসম্মান শ্যাষ। এই কামে উৎসাহ শুধু ছোটদের না, বড়দেরও ছিলো। আমাদেরকে মারপিটে লাগিয়ে দিয়ে তারা তাল দিতেন আর মজা পেতেন।

একবার রফিকের বাবার লগে আমার এক খালাতো ভাইয়ের বেট হইলো, রফিকের লগে আমার ফাইট নিয়া। টাইম ঠিক হইলো পরদিন বিকাল। আমি গায়েগতরে একটু মোটাতাজা হইলেও অয় ছিলো পুরা চাল্লু, আর সেই রকম স্পিড। ঘুষাঘুষি ফেয়ার হইলে আমি শ্যাষ। খালাতো ভাই সাহস দিয়া নিজে প্লান করতে বইসা গেলো।

পরদিন আমি ভাইয়ের সামনে আর রফিক ওর বাবার সামনে দাঁড়ানো। চারিপাশে মজা দেখা লোকজন। ঠিক মাঝখানে দাগ টানা হলো। সিদ্ধান্ত হলো, ওই দাগের কাছে গিয়ে আমাদের ফাইট হবে। মাইরপিটের সময় আমার মধ্যে সেই ছোটবেলা থাইকাই তেমন টেনশন কাম করে না। মাইরপিট আর পরীক্ষার হল - এই দুই ব্যাপারে মাথা সুপার কুল। রফিক আইতাছে। আমিও আগাইলাম। এক্কেরে অরে চোখে চোখে রাইখা। দাগের কাছে গিয়া আর কোনো সুযোগ দিলাম না। কোনো ভূমিকাটুমিকা ছাড়াই খালাতো ভাইয়ের প্লানমাফিক সর্বশক্তি দিয়া নাক জড়ায়া ঘুষি। অয় পইড়া গেলো। নাক দিয়া তখন রক্ত বাইরাতেছে। মরার ওপর খাড়ার ঘা! হাইরা যাওনে অর বাবার মেজাজ তখন চরমে। ছুইটা আইসা অরে তুইলা ধইরা আছাড় মারলো। আমি খালাতো ভাইয়ের লগে চুপচাপ সিন থাইকা ফুটলাম।

রাইতে রফিকরে দেখতে গেছি। জ্বর এসেছে। অনেক। শোয়া। পাশে বসা অর বাবা। ন্যাকড়া ভিজিয়ে মাথায় জলপট্টি দিচ্ছে।


মন্তব্য

আড্ডাবাজ এর ছবি

এই ছবি অশ্লীল। মোছা হোক। ভূজ ব্রাদাররা কই?

অছ্যুৎ বলাই এর ছবি

খাইছে! ভেরনে গিয়া দেখি লোকজন ওপেনে এই ছবিতে হাত দিয়া পোজ মারে। আমার কাছে একটা আছে, যেখানে এক পিচ্চিরে তার বাপে কোলে কইরা নিয়া আইসা ওই ভঙ্গিতে ছবি তুলছে।

তবে ছবি দেইখা পোস্ট থাইকা সবার নজর অন্য দিকে গেলে এখনই ঘ্যাচাং! চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

আমি ভেরনে গেলে আমিও তুলুম ব্যাপার না। কিন্তু কথা হইলো ফটুক ডিছেন তো দিছেন, আবার ঘ্যাচাঙ এর মতো অচলীল কতা কন কা?
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

ধুসর গোধূলি এর ছবি

আপনে খালি খাইস্টা ফটুক দেন বলাই ভাই।
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

অছ্যুৎ বলাই এর ছবি

নাহ! ছবি ডিলিটামুই। কেউ পোস্ট পড়তাছে না। মন খারাপ

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আড্ডাবাজ এর ছবি

হ, এইখানে ভুজ ব্রাদারদের খুব মিস করি। কি আর করা? কেউ যদি প্রক্সি দেয়?

আড্ডাবাজ এর ছবি

দোষ আপনার লেখার না, ছবির। লেখা পড়ার আগে যদি ছবি পড়া শুরু হয়, তাহইলে দোষ কার?

অছ্যুৎ বলাই এর ছবি

দিলাম ঘ্যাচাং!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নজমুল আলবাব এর ছবি

নাউজুবিল্লাহ...
প্রতিবাদ জানাচ্ছি। এখনই যদি এসব প্রতিরোধ না করা হয় তাহলে আগামীতে এখানে কোন ভদ্রলোক থাকবেনা।

______________________________________

হইছেনি? আই মিস ত্রিকোনমিতি

অছ্যুৎ বলাই এর ছবি

একমত! একমত!!
আমাদের দাবী মানতে হবে, মানতে হবে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

এইডা একটা কাম করলেন মিয়া ভাই? মন খারাপ
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

আড্ডাবাজ এর ছবি

ছুত ভাই,
ছবি ছাড়া লেখাটারে পানসা লাগতাছে। ছবিটা ফেরত দেন। না হইলে আন্দোলন করুম।

অছ্যুৎ বলাই এর ছবি

আগে গল্প পড়াইয়া লই। পরে ছবি দরকার হলে ব্যাক করবে। এক পিচ্চির একটা ছবি আছে জুলিয়েটের গায়ে হাত দিয়া। ওইডা আপলোড কইরা দিমু নে। তবে আজ না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

আপনে ওই ফটুক দ্যান নাইলে কইলাম আমি দুস্টু ফটুক দিমু কমেন্টের ঘরে। এক ত্যান্দর পিচ্চির।
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

অছ্যুৎ বলাই এর ছবি

সর্বোনাশ! কমেন্টে ফটক দিলে তো ডিলিট বাটন মডুরামের হাতে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

তাইলে এইবার কন্সিডার করেন ফটুক দেবাইন কি দেবাইন না!
নাইলে কইলাম , এই আমি দিলাম-
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

নজমুল আলবাব এর ছবি

নাও আই মিস ফটুক অলসো মন খারাপ

সৌরভ এর ছবি

কী সেই ছবি, যা নিয়ে এতো কমেন্ট? - জাতির বিবেক জানতে চায়!


আবার লিখবো হয়তো কোন দিন

সৌরভ এর ছবি

বাপে নিজে নামেনা ক্যান?


আবার লিখবো হয়তো কোন দিন

অছ্যুৎ বলাই এর ছবি

জনগুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাগোরে দিয়া মাইরপিট লাগায়া মজা পাইতো।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অছ্যুৎ বলাই এর ছবি

'জুলিয়েট ভেরনা' দিয়া ইমেজ সার্চ দিলেই পাওন যাইবো।
খামাখা আমি আর ব্যান হওয়ার রিস্কে নাই। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সৌরভ এর ছবি

কে ব্যান করবো? নূরা পাগলা?


আবার লিখবো হয়তো কোন দিন

অছ্যুৎ বলাই এর ছবি

নূরা পাগলা না হইলেও শিয়াল পন্ডিত তো আছেই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

আমি কমেন্টে দিয়া দেই বলাই ভাই? চোখ টিপি
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

অছ্যুৎ বলাই এর ছবি

হোয়াই নট?
ব্যান খাইলে অবশ্য আমি কিছু জানি না। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সৌরভ এর ছবি

দ্যান দ্যান, কোন ছবি বুঝিনা।

Julliete verona দিয়া কিছু পাইলাম না।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

আমি পাইছি, এক ভটকু পোলা ডাইন হাতে ডাইন মাই ধইরা কাছে গিয়া জিব্বা বাইর কইরা রাখছে। হাসি
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

সৌরভ এর ছবি

অ, বুঝছি।
শালার ভোটকা!


আবার লিখবো হয়তো কোন দিন

উৎস এর ছবি

বলাই কোনটা দিয়েছিল, অনেকগুলো ছবি তো আছে ভেরোনার। ছবি মুছতে হলে মডুরামের উচিত ট্যাগ লাইনটাও সংস্কার করা, "চিত্ত যেথা ভয়শুন্য ..."।

আরিফ জেবতিক এর ছবি

ইয়ে ছবি ছিল নাকি?
কই দেন তো,দেইখা কই ভালো না মন্দ।
ছবি না দেইখা পোস্ট পড়ুম না ,আগেই কয়া দিলাম।

সৌরভ এর ছবি

জনসাধারণ তো দেখি ছবির কথা না শুইনাই ছবির প্রেমে পড়ে ডুবোডুবি অবস্থা!
তাইলে লন

কোন্ ছবি, কইয়া দিতে অইবোনা নিশ্চয়ই।
বলাই র পোস্ট, কাজেই কোন্ ছবি হইতে পারে আন্দাজ কইরা লন।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

ঝরাপাতা এর ছবি

হা হা হা !!!! লেখার স্টাইলেই বুঝলাম এইডা কেডা। স্রষ্টার পক্ষে থেকে আপনার কৈয়ফয়ত পড়ার পরে ভাবতেছিলাম ব্লগের মজাই নষ্ট হয়ে গেলো, যামু গা। এখানে পাইয়া ভাল্লাগতেছে। মারামারির অভ্যেসটা এখন তো আর নাই।

_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অছ্যুৎ বলাই এর ছবি

হ, বলাই অতি নিরীহ। হাসি

ভাবতেছি, এই সাধু-অসাধু মিলায়া লিখার স্টাইলটা বাদ দিবো। চোরের পোলার বড়গলা থাইকা এই বদভ্যাসটা পেয়ে বসেছে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নজমুল আলবাব এর ছবি

auto

এইরম একটা ছবিই মনেহয় দেয়া হইছিল।

নজমুল আলবাব এর ছবি

http://travel.webshots.com/photo/1209464745036713645kScNtX

এই লিংকে আছে সেই আলোচিত ছবি হাসি )হো হো হো

অছ্যুৎ বলাই এর ছবি

পারফেক্ট ফাইন্ড চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।