শিকারী বিরহী শেয়াল

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: শুক্র, ২২/০৬/২০০৭ - ২:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঝুমঝুমি বরষায় ভিজে যায় মাঠ পথ
জংলায় জলা
কাচুমাচু অবশ বদনে
শিকারী বিরহী শেয়াল
অধোগতি তাল
উন্মুক্ত বক্ষার মত সুনসান পেলবি স্বপ্ন হয়
মায়াকাড়া কাজলে ভেজা বিরহী জল

সেইসব দিন ভর জীবনীর ছলাকল
সময়ের ডাকে ভাঙা তন্দ্রার ঘোর
তবুও হয়নি যেন পুরোটাই ভোর

আলেয়ার হাঁকডাকে বিব্রত অনাগত কাল
চকচকে চোখে চায় শিকারী বিরহী শেয়াল


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

শিয়াল বেশ ইন্টারেস্টিং প্রানী। দলবদ্ধতায় বিশ্বাসী। ভুলেও রোদ পোহায় না।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অছ্যুৎ বলাই এর ছবি

রোদ পোহালে সমস্যা কি?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি

কুত্তায় আপত্তি করে
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভালো।
====
মানুষ চেনা দায়!

ঝরাপাতা এর ছবি

আপনে খালি উন্নত বক্ষ দেখেন ...
_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অছ্যুৎ বলাই এর ছবি

উন্নতর লগে যোগ হইলো উন্মুক্ত। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এখানে শেয়াল বলতে কবি কী বুঝাইতে চাহিয়াছেন? মানে কাকে বুঝাইতে চাহিয়াছেন? তা ছাড়া কবি কেন শেয়ালকে বিরহী ভাবিলেন? বিরহী শেয়াল কী শিকার করিতে চায়?

প্রসঙ্গ উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সুমন চৌধুরী এর ছবি

খুব খিয়াল কইরা...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অছ্যুৎ বলাই এর ছবি

১০ মার্কস।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অছ্যুৎ বলাই এর ছবি

এটি একটি দেশপ্রেমটাইপ কবিতাও হইতে পারে। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।