এইসব জিনিসগুলো কাঁপায় না আমায় আর
চোখের জলে মিশলেই নোনা হবে বিষ্টির জল?
দুয়ে দুয়ে চার
হয় নি বহুবার
ভগ্নাংশের প্লাস মাইনাসে নোম্যান'স ল্যান্ডে ভূপাতিত আবেগের তীঁর
হতে হতে বীর
নিঃশব্দকে সাথে করে ফিরে আসা সময়
দস্তখতে দাসখত লিখে নেওয়া
অব্যক্ত অবোঝা ঋণের বোঝায়
আকণ্ঠ ঘুমাতে ঘুমাতে জাগার ছন্দে
উন্মাতাল রক্তের হ্রি রন্দ্রে রন্দ্রে
এখনো জাগতে জাগতে চাখা সময়ের শব
মুছে যায় সব
কাঁপাতে চায়, কাঁপি না
নাচি না
বেঁচি না আবেগ
শকুনের চোখে খুঁজি না ভব্যতার অবশেষ
মন্তব্য
দর্শন ভালো...বা ভালো দর্শন...
বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
বলাই মাঝে মাঝেই কবিতা বলে
তবে ভাস্কর বলে দর্শনটা চলে
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
মানুষের চোখের জলে জমেনা শৈবাল
--------------------------
আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
বিবশ প্রেম পুড়ে ছাই, মৃত্তিকার অবশেষ।
_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
মন্তব্যগুলা দেইখা চিন্তায় পইড়া যাইতেছি।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
বলাইর মাঝে সহজাত কবি প্রতিভা আছে।
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মন্তব্য বিষয়ক চিন্তা নিয়া আরেকটা কবিতা হোক!
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
সর্বোনাশ!
আমি অহনই রাগ ইমনরে ইনভাইট করতেছি।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
বলাইদার হইছে কি? বিরহে ধরছে নাকি? নতুন লেখা নাই ক্যান?
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
হইছে কি? লেখা বন্ধ কেন? রেস্টুতে আছেন নাকি?
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন