বাস স্টপে ভ্যাবদার মতো দাঁড়িয়ে আছি
চারিদিকে যখন হট্টগোল
কোলাহল
জ্বালাও পোড়াও আকাশের ঋণ
আমি তখনো ক্লান্তিভরা ভ্যাবদা রফিক
দাঁড়িয়ে আছি বাস স্টপে ভুলে স্বপ্নের দিন
তোমরা এত কিঁচির মিঁচিরে
অবসন্ন তিমিরে
বেসুরো পৃথিবীর সাথে সখ্যতা গাও
আমি দেখো চলে যাই
অশোরে অগোচরে অবৈধ স্বাধীনতায়
নাড়িটা কেটে গেছে শুধে কিংবা অনাদায়ে রক্তের ঋণ
বুকের চিনচিন
কিছু নেই আর
ভ্যাবদা রফিকের চারিপাশে এখন শুধু দূরবর্তী ক্ষীণতর চলমান কোলাহল
সহনে দহনে বিঃস্বাদ মননে
একটা কোলাহলে একা হওয়া বাসস্টপই সমস্ত অস্তিত্বের সঞ্চয়
মন্তব্য
এই শব্দের মানে কি?
কবিতার ভিতরে শব্দের সাথে শব্দের বাঁধন চমৎকার । টেনে নিয়ে যায় সাবলীল ।
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হাসান ভাই, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। অশোরে লিখেছিলাম 'শোরগোলহীনতা' বুঝাতে। অভিধান আটকায়া দিবে কিনা নিশ্চিত নই।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
নতুন মন্তব্য করুন