নিরামিষ ভালো আছি

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: বিষ্যুদ, ০৬/০৯/২০০৭ - ৯:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভাসা ভাসা অমাবস্যায় যখন ব্যস্ত সারাটা রাজপথ
তখন আমার সময় হলো শুঁড়িবাসী হয়ে তোমার কটাক্ষে কপোতাক্ষ খোঁজার
দম দমে গম গমে যখন আগুনে বৃষ্টি ভেজায় পোড়ায় জ্বালায় সৃষ্টি-অসৃষ্টি
তখন আমার দোয়াত ভাঙ্গা কলমের উল্লাস
করে হাঁসফাস
তুমি বেফাসে ফাঁসি দাও বারবার
আমি অমাবস্যা গিলি
খিলখিলি হাসি
চোখে জল
নাইট্রাস অক্সাইডের বাণিজ্য নাই হয়ে যায় উদাসী ধবংসের অবকাশে


মন্তব্য

আরশাদ রহমান এর ছবি

জটিল। নিরামিষ ভালো আছি।

অছ্যুৎ বলাই এর ছবি

আরশাদ ভাই, ধন্যবাদ। অনেকদিন পরে দেখা। রেগুলার লিখা চাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মুহম্মদ জুবায়ের এর ছবি

কবি বলে দিয়েছেন ৭০ বা তদুর্ধদের জন্যে এই লেখা। ভাবছি বড়ো হলে পড়বো। হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুমন চৌধুরী এর ছবি

ঠিকা্ছে
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমি চিন্তা করতেছিলাম এরশাদাদু কেউ ইউজ করে না - রাইখ্যা কি লাভ? দেখি আপনে ইউজ করলেন। দেঁতো হাসি
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অয়ন এর ছবি

এরশাদরে কে পাঠাইবো এইটা?

অছ্যুৎ বলাই এর ছবি

একটা ফিচার দেখলাম। দেখেই মাথায় বদবুদ্ধি ভর করলো। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কোনটা?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অছ্যুৎ বলাই এর ছবি

এরশাদাদু বয়স রেঞ্জ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অমিত আহমেদ এর ছবি

সেই রকম লেগেছে লেখাটা।
অসাধারণ, অসাধারণ!
এ যেন একদম আমার কথা!

লেখাটা হয়তো কোন গল্পে ঢুকিয়ে ফেলতে পারি। কবির নাম স্বীকার করেই অবশ্যই।
অনুমতি প্রার্থনা করছি!


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

অছ্যুৎ বলাই এর ছবি

অনেক ধন্যবাদ। গল্পে ঢুকলে তো অকবিরই বেশি উল্লসিত হওয়ার কথা। অনুমতি সানন্দে। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।