গল্প নিয়ে অণুকবিতা

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: রবি, ০১/০৭/২০০৭ - ৩:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঠান্ডার দেশে আসার আগ পর্যন্ত সর্দির সমস্যাটা ছিলো অনেক প্রবল। ঢাকার ধুলা আর টিউশনির সুবাদে স্কুটারের রেগুলার যাত্রী হওয়াটা সে সমস্যাকে প্রবলতর করেছিলো । সবচেয়ে ঘৃণা করা রোগের মধ্যে সর্দির অবস্থান তাই একেবারেই প্রথম দিকে। সর্দি মানেই আমি শেষ। মাথা পুরা বিকল। পড়াশুনা একদিক দিয়ে করি, আরেকদিক দিয়ে ভুলি। একবার পরীক্ষা দিতে গিয়ে দেখি, একটা প্রশ্নের দ্বিতীয় লাইনে গিয়েই প্রথম লাইনে কি বলেছে বেমালুম ভুলে গেছি।

এখন ঠান্ডাটা হয়েছে শাপে বর। রেগুলার সতর্ক থাকতে হয়। ধুলা-ধোয়ার অনুঘটকও একেবারেই অনুপস্থিত। সর্দি ভেগেছে তাই তল্পিতল্পাসমেত। কিন্তু আসলেই কি ভেগেছে সে? আজ খুব চেষ্টা করলাম, সচলে একটা ছোটখাট গল্প লিখবো। প্লটের অভাব নেই। কিন্তু ঘটনাগুলোকে সাজাতে পারছি না কিছুতেই। স্বচ্ছ্ব গল্পটার প্রথম পর্ব লিখেছিলাম সামহোয়্যারইনে। দ্বিতীয় পর্ব অনেকবার লিখার চেষ্টা করেছি। হয় নি। এখানে এসে জোড়াতালি একটা ২য় পর্ব দিলাম। দিয়ে বুঝলাম, জোর করে কিছু হয় না। আমি হুমায়ূন আহমেদ না!

গল্পগুলোর সাথে টাইমিং সিনক্রোনাইজেশন হচ্ছেই না। ওরা যখন এসে হাজির হয়, তখন আমি ডেডলাইনের শেষ দিনে কোনো রিপোর্টের অসমাপ্ত অর্ধাংশ জোড়াতালি দিয়ে দাড় করাতে হিমশিম খাচ্ছি। আবার আমি যখন ডাকি, ওরা মুখ ভেংচিয়ে চলে যায়। আমি একরাশ অবিন্যস্ত ঘটনার জঞ্জাল চোখের সামনে নিয়ে অসহায় বসে থাকি। মাঝখানের অভিমানের দেয়ালটা ভাঙে না কিছুতেই।

পুরোনো ডায়রীটা খুঁজতে গিয়ে দেখি, গল্পের সাথে আমার এ লুকোচুরি নোতুন নয়!

১.
একটা সুন্দর গল্পের মহাকাশ
গড়ি গড়ি করে হয় নি গড়া;
জীবন যখন নক্ষত্রের বেগ
গল্প তখনই হৃদয় ছাড়া। (১৯.০১.৯৫)

২.
ঘুমিয়ে পৃথিবী।
এসো এই চাঁদনী রাতে
তুমি-আগি গল্প লিখি
নীরবে চুপি চুপি
শেষ হারিয়ে যাওয়ার বুকের তৃষ্ঞায়। (১৩.০২.৯৫)

৩.
তুমি মাত্র একটি ক্ষুদ্র গল্প
উপহার দিও আমায়:
আলিফ লায়লার হাজার গল্পের চে' মহৎ:
প্রেম। (১৩.০২.৯৫)

৪.
আমি নাকি গল্প লিখতে জানি না:
তোমার অভিযোগ।
তোমার ঘুমন্ত হৃদয়ে কত যে গল্প
লিখেছে আমার চোখ!
জিঞ্জেস করো। (০৭.০৩.৯৬)


মন্তব্য

কনফুসিয়াস এর ছবি

ভাল তো, গল্প লিখতে গিয়ে কবিতা মনে পড়লো!
আমার উল্টোটা হয়, কবিতা লিখতে চাই, কিন্তু গল্প হয়ে যায়! মন খারাপ
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সৃজনশীল লেখালেখিও সম্ভবত: একসময় কলম ঠেলা। অনেক সাহিত্যিকই অফিস যাওয়ার মত করে রুটিন বেঁধে লিখেছেন। ঘন্টা বেজে গেলে উঠে সংসারের বাকী কাজে হাত দিয়েছেন।
সুতরাং কলমের টানে পুরা গল্পটা লিখে ফেলুন। তারপর ফেলে রাখুন কিছুদিন। তারপর ফিরে এসে হাত দিন। দেখবেন সংশোধনের পর খুব একটা খারাপ লাগছে না নিজের কাছে।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হাসান মোরশেদ এর ছবি

জোর করার দরকার কি? হলে এমনিতেই হলো ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

উৎস এর ছবি

প্লটগুলো দিয়ে দিন, অন্য কারো কাজে লাগবে।

মুহম্মদ জুবায়ের এর ছবি

হেমন্ত মুখোপাধ্যায় শুনেছি প্রতিদিন সকালে নিয়ম করে দু'ঘণ্টা হারমোনিয়াম নিয়ে বসতেন। বলতেন, সবদিনই যে কাজের কাজ কিছু হয়, সৃষ্টি কিছু হয় তা নয়। কিন্তু ওই নিয়ম করে বসাটা জরুরি। ভালো কাজ একসময় ওখান থেকেই বেরিয়ে আসবে।

বলাই, আপনার সংকট আমি হাড়ে হাড়ে জানি। ভুক্তভোগী যে! হেমন্ত মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টানলাম, নিজেই কি তা মানি? বা মানতে পারি? আসল কথা হলো, সঙ্গীত হেমন্তের পেশা ছিলো, লেখালেখি কিন্তু আমাদের পেশা নয়। আমরা করতে পারিনি। কিন্তু লেখার ইচ্ছেটাকে (খারাপভাবে বললে চুলকানি) বাদও দিতে পারি না। ফলে, ওই আধা-খ্যাঁচড়াই আমাদের নিয়তি।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অছ্যুৎ বলাই এর ছবি

কনফুকে হিংসা হয়। হাসি
এক্সপার্ট কমেন্ট@শোহেইল ভাই।
হাসান ভাই, নীতি ওইটাই। কিন্তু অপেক্ষা করতে করতে...
উৎস, ভালো আইডিয়া। একটা প্লট ব্লগ করা যায় নাকি দেখি। হাসি
জুবায়ের ভাই, এইটাই মনে হয় জীবনের সৌন্দর্য। পারফেকশনের লোভে আধা-খ্যাঁচড়া ছবিগুলো এঁকে যাই, সেগুলোই হয়তো একসময় অন্যরকম সৌন্দর্যে উজ্জ্বলতা পায়।

মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ঝরাপাতা এর ছবি

৪ নাম্বার কোবতেটা জটিলস্য লেগেছে। গল্প লেখার দরকার নেই। রম্য লিখুন বরং।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।