কুয়াশাশিশু

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: সোম, ২২/১০/২০০৭ - ৩:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

তুমি আসবেই
ফুটফুটে কুয়াশায়
একাকী শিয়ালের মত
হিংস্রতা ভুলে সাধকের জটা খুলে

আকাশের ক্লান্তি কত
অবিরাম অবিরত
অক্ষত মস্তিষ্কে অনাবিল স্বপ্নের দোষ
একদিন পেরোবেই
হারাবেই
গড়াবেই আমাদের সাথে

পথে পথে বিসন্ন ক্রোধ
শক্তির শোধ
চাপাচাপি গাদাগাদি
নতবাক ঘর্মাক্ত রূপসী
একদিন কুয়াশায় বিধ্বস্ত তুমি
ছুঁড়ে ফেলে অনাবাদী অক্ষত অপকামী মাংশাসী অভিমান


মন্তব্য

সৌরভ এর ছবি

আপনার কবিতাগুলো মিস করি।


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

শেখ জলিল এর ছবি

হু। আসবেই।
ভাল্লাগছে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নজমুল আলবাব এর ছবি

সৌরভের লগে আমিও একমত। বলাইদার কাব্য মিস করি। আরামদায়ক সহজ কাব্য লিখেন আপনে।
ভুল সময়ের মর্মাহত বাউল

অছ্যুৎ বলাই এর ছবি

অনেক ধন্যবাদ। শীতনিদ্রায় ভুগতেছি। কাটায়ে উঠার প্রচেষ্টা!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনেকদিন পর। শীতনিদ্রা কেটে যাক। কবিতা পড়ে মুগ্ধ হই।

ইরতেজা এর ছবি

দারুন ...দারুন

_____________________________
টুইটার

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।