সচলায়তন ছোট গল্প সংকলন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: রবি, ৩০/০৯/২০০৭ - ২:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

কমবেশী দশ/পনেরটি গল্পের একটি ছোট গল্প সংকলন তৈরীর কাজ শুরু করলাম। আপনারা আপনাদের পছন্দ মত গল্পজুড়ে দিতে পারেন।

প্রথমে লেখালেখি ক্লিক করুন। বইয়ের পৃষ্ঠা ক্লিক করুন। তারপর শিরোনাম দিয়ে প্যারেন্ট বা মূল বই হিসেবে "সচলায়তন ছোট গল্প সংকলন" সিলেক্ট করুন। 'রচনা' ঘরটিতে আপনার গল্পটি লিখে ফেলুন। পুরো গল্পটা একটা রচনা হিসেব প্রকাশ করুন। তারপর সংরক্ষণ করুন।

এই বইটি আবার পুনুরুজ্জীবিত করা হল।


মন্তব্য

কনফুসিয়াস এর ছবি

গ্রেট আইডিয়া!!
হাসি

-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অরূপ এর ছবি

চলুক
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

ধুসর গোধূলি এর ছবি

হাততালি
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

অমিত আহমেদ এর ছবি

তিনটা গল্পে থেমে গেল কেন?

************************
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনারে মাইর দিমু। আর হিমুরে ছেচন।
====
মানুষ চেনা দায়!

হিমু এর ছবি

হবে, সবই হবে। জ্বরটা ভালো হয়ে যাক।


হাঁটুপানির জলদস্যু

কারুবাসনা এর ছবি

কাম কি হইব?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কারুবসনা জুড়ে দিন একটা গল্প।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

গত কদিন থেকে গল্প লিখবো লিখবো করছি, লেখা আর হয়ে উঠছে না।

কাল-পরশুর মধ্যে একটা দিয়ে দিবো... সবার দোয়া প্রার্থী...

************************
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

হাসান মোরশেদ এর ছবি

এই পদ্ধতি ফলো না করে 'ব্লগ লিখুন' এ লেখা হয়ে গেছে এরকম গল্প কি সংযোজন করার সুযোগ আছে ।

আমি আমার 'তক্ষক' গল্পটা সংযুক্ত করতে চাইছি ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপাতত একভাবে পাবলিশড লেখা আরেকভাবে পাবলিশ করার অপশন নেই। কষ্ট করে সম্পাদনা ক্লিক করে ভিতরের পুরোটা কপি করে বই হিসেবে পাবলিশ করুন প্লীজ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইশতিয়াক রউফ এর ছবি

লেখা কি ব্লগারদের নিজেরই সংযোজন করতে হবে, নাকি আপনারা করবেন? আমার তেমন কিছু নেই, তবে 'লেখালেখি'তে কিছু দেখছি না বই-সংক্রান্ত, তা জানিয়ে রাখলাম।

অয়ন এর ছবি

সুমন রহমানের
এই
ছোট গল্পটি এখানে জুড়ে দেয়ার অনুরোধ জানাচ্ছি।

অমিত আহমেদ এর ছবি

সুমন ভাই, আপনিও সার্কুলার দিয়ে দেন আরিফ ভাইয়ের মত। সুন্দর প্রচ্ছদ-অলংকরণ সহ একটা বই হয়ে যাক।


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

বিপ্লব রহমান এর ছবি

শুভ উদ্যোগ। জয় হোক!

(অফটপিক: মায়ানমার বিষয়ক ব্যানারটা খুব পচ্ছন্দ হয়েছে।)


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

হিমু এর ছবি

পুরনো গল্প, যা ইতিমধ্যে সচলে প্রকাশিত হয়েছে, যোগ করার কায়দা কি? একটা দিতে গেলাম, দেখি আবার প্রথম পাতায় চলে আসে। এক পোস্ট তো দু'বার দিতে চাই না।


হাঁটুপানির জলদস্যু

মাশীদ এর ছবি

এটা আমারো হল। পুরনো পোস্ট দিতে গেলাম আর প্রথম পাতায় চলে গেল। এর থেকে মুক্তির উপায় কি?


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

নিজ ব্লগে প্রকাশ সিলেক্ট করে পোস্ট দিতে হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরিফ জেবতিক এর ছবি

মোহাহাহাহাহা.......মোহহহহাাা

জ্বিনের বাদশা এর ছবি

গায়ের জোরেই টুলু-ভুলুকে ঢুকিয়ে দিলাম হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

অমিত আহমেদ এর ছবি

আমার কোন গল্প পছন্দ হলে সম্পাদক জুড়ে দিতে পারেন। তা নাহলে পরের গল্পটা (কখন আসবে জানিনা) আমি জুড়ে দেব নিজ দায়িত্বে।


ব্লগস্পট | অর্কুট | ফেসবুক | ইমেইল

আরিফ জেবতিক এর ছবি

এটাকে কি পিডিএফ করে সংরক্ষন করা যায় না ?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।