কবিতা-৩৬

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বুধ, ০৩/১০/২০০৭ - ৬:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নীলাভ্র মেঘে মেঘে ঢেকে যায় সমাধি ও পাহাড়
আমি এখানে দাঁড়াবো- পরিত্যক্ত জন্মভূমি অমলিন ডালপালায়
ডাকে কৈশোরিক বটছায়ায়, লাল জলে ভীতিপ্রদ ডুবসাঁতার
বাবার প্রাচীন নৌকো খালে খালে ভাসে, অসীম পাথারে;
দোনলা বন্দুক, পাখি শিকার, বুনো উৎসব গৃহস্থ আঙিনায়
সন্ধ্যাঅবধি ধুলোমাখা, উত্তুরে হাওয়ায় কাঁপে বটপাতা
শৈশব-শিহরণে জাগে জন্ম ও জন্মভূমি, দশ বছর পেরুতে না পেরুতেই
নদীর এপার ;

আমাকে পৌঁছুতে হবে দিনাবসানে নীলাঞ্জন
যমুনা কিনারে-রাখাল জন্মে কৃষ্ণমথুরা বৃন্দাবন কই আমার?
ধুলোর সখী পাহাড়ে এসে ভুলে যায় সব
স্মৃতি চিহ্ন লোপাট ডোবাজলে ব্যাঙাচি ধরার উৎসবে;
নীলাভ্র মেঘে মেঘে জাগে বটতলা, বালুচরে শীতল জাজিম,
রৌদ্র-শরে পোড়ে শৈশব, স্মৃতি, নাড়ার দহনের আশেপাশে
যুগলবন্দী মাটি ও আকাশ-হরিপুরের মেলা
দশ বছর পেরুতে না পেরুতেই নদীর এপার
ওপারে সূর্যাস্তে, ঘূর্ণমায়ায় জেগে থাকি রাত্রিদিন জলের কিনারে
যে আসে সে আর ফেরেনা কখনো- আমি এখানে দাঁড়াবো
চন্দ্রাতপে জাগে হিম সংহার অদিতি উৎসব, নদীতীরে তৃষ্ণাশেষে
একদিন যাবো ঠিক কৈশোরক ওপার, ধুলোর জাজিম বটতলা
সূর্যাস্ত আলো ও আঁধার ঢেকে যায় বিপন্ন স্মৃতি এলোচুল
ওড়ে নীলিমায় কেশপাশ ভঙ্গুর বৈশাখী বিদ্রোহে
রৌদ্রাভ প্রবাহে প্রবাহে অমোচনীয় খেলাঘরে প্রকৃত বিবাহ।

১৯৮১


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।