কবিতা-২৯

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বুধ, ০৩/১০/২০০৭ - ৬:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কোনো কোনোদিন স্নান করার আগে একঘন্টা
শর্বাণী, তোমাকে অসহ্য মনে হয়
যাবতীয় কোমলতা দাঁতে টুকরোটুকরো ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয়
নিমর্ম রক্তস্রোতে
পৃথিবীর মেকআপ ধুয়ে মুছে খসে পড়ে
ময়ুরীর পালক পুড়ে যায় সবুজের সুনীল অগ্নুৎপাতে,
একঘন্টা আত্মহত্যার আগের প্রতিটি চুল
কালনাগিণী অনুভব লক্ষ্যভেদী ফণা তোলে
উদ্ধত আঙুলগুলো আপন গলার দিকে ধাবিত-
অপ্রেম-উত্তাপে জলহীন
রাধা যায় যমুনার ঘাটে
কোনো কোনোদিন স্নান করার আগে একঘন্টা আমার এরকম কাটে।

১৯৭৮


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।