কবিতা-০৯

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বুধ, ০৩/১০/২০০৭ - ৭:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই রাত ভুলে গেছে সমস্ত সোহাগ
গার্হস্থ আলোছায়ায় প্রতি সন্ধ্যায় সৃষ্টির যাবতীয় করুণ
স্যাঁতসেঁতে ঘরে তারা প্রদীপজ্বালা তার নরোম হাতে
নৈসর্গিক ক্ষতচিহ্ন কাঁপে অনিবার্য জন্মধারায়-
উত্তরে ধাবমান তুষারজল ঢলে ভাসায় ফসলিয়া দক্ষিনাঞ্চল,
দেবীমূর্তি-
মানুষজন্ম ছেড়ে স্বেচ্ছায় উথালপাথাল বিবর্তনে এই আশ্বিনে
মেঘাভ্র উদারতায় করজোড়ে চেয়ে নেবো কুকুরীজন্ম-
বিদায় বেলায় কেন কাঁদে চৌকাঠ, মর্মর দেয়াল
কতো আর মায়ায় লেপ্টে রাখি ভঙ্গুর দৃশ্যপট বাহুমূলে
কতোবার ফিরে ফিরে যাবো, নীলকন্ঠ আগুনে জ্বালাবো
ভেতর বাহির
প্রাকৃতিক আলোছায়ায় অবিমিশ্র তৃণভোজী মাটি ও আকাশে
পদসংক্রমণ
নৃত্যপর বাউলের একতারায় টুকরো টুকরো বিরোধী বিশ্ব
একীভূত সংগীতে বেজে ওঠে অন্তরীক্ষে ও অন্তঃজ জলে
মনে হলো মিশে যাই তার অবিনাশী একতারায়
তার আগে মানুষজন্ম এই কুকুরীজন্ম।

১৯৮০


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।