পুড়ে গেছে নি:শ্বাসের সকল অম্লজান
হিটার টার্ন অন দীর্ঘক্ষন । তীব্র শীত
ইচ্ছের কাঁপন । ক'পেগ ভডকা উইথ রেডবুল
'ক্যাটরিন-কাম অন বেইব-ইটস হার্ড নাও!'
শ্বেতাঙ্গিনী সহসা উধাও । তেরশ নদীর চুল
আঁকড়ে ধরে- স্মৃতি ও শমন,ছায়া নাভীমুল ।
নাভীত...পুড়ে গেছে নি:শ্বাসের সকল অম্লজান
হিটার টার্ন অন দীর্ঘক্ষন । তীব্র শীত
ইচ্ছের কাঁপন । ক'পেগ ভডকা উইথ রেডবুল
'ক্যাটরিন-কাম অন বেইব-ইটস হার্ড নাও!'
শ্বেতাঙ্গিনী সহসা উধাও । তেরশ নদীর চুল
আঁকড়ে ধরে- স্মৃতি ও শমন,ছায়া নাভীমুল ।
নাভীতে ভস্ম, পুড়ছে স্বদেশ,শরীর আমার
নি:শ্বাসে কষ্ট এখন--'প্লিজ,অফ দ্যা হিটার' ।
বাইরে বরফকুচি -পড়ছে, পড়ুক । ভেতরে
ঝরেনি বৃষ্টি কতো দীর্ঘদিন ; স্বদেশের বুক
আর আমার শরীর- পুড়ে খাক আগুনের মেঘ ;
ক্যাটরিন ,ইউ বিচ--'গিভ মি ওয়ান মোর পেগ' ।
--------
২০০৬ এর নভেম্বর ২২ । বিলাতী সময় ১টা বেজে ২৫,মধ্যরাত
মন্তব্য
সচলায়তনের প্রথম দিকে পোষ্ট করেছিলাম । সেই পোষ্ট থেক মন্তব্য গুলো নিয়ে এলাম । বড়ো আদরের সব মন্তব্যসকলঃ
------------------------------------------------------
------------------------------------------------------
ঝরাপাতা | বুধ, ২০০৭-০৬-২৭ ০১:২৭
শুরু হয়ে গেছে পানপর্ব। এখন পেয়ালা শুধু অধরে ধরে রইবো।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
অরূপ (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৭-০৬-২৭ ০১:২৮
আর গলায় নামবে তরল আগুন?
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
হাসান মোরশেদ | বুধ, ২০০৭-০৬-২৭ ০১:৩১
দেখি পুরনোগুলোর বাড়ী বলদের ফাঁকে নতুন কিছু নাযিল হয় কিনা?
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
সুজন চৌধুরী | বুধ, ২০০৭-০৬-২৭ ০৩:১৫
বাহ !!!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
শুভ | বুধ, ২০০৭-০৬-২৭ ০৮:৪৮
পানপর্বে আসলে কি ঘটে? হিক...হিক
....
'গিভ মি ওয়ান মোর পেগ'...
লার্জ! @হাসান মোরশেদ
-----------------------
পোকামানব
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন