পানপর্ব-৫

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: সোম, ০৮/১০/২০০৭ - ৮:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নীল চোখের স্কচমেয়ে জোয়ানা ক্যাটরিনা
শিখিয়েছিলো, লিক্যুয়ার কফির প্রনালী ও প্রক্রিয়া;
স্ফটিক পেয়ালায় 'জেমিসন',কিংবা 'টিয়া মারিয়া'
হায় ক্যাটরিনা, শেখা আমার শেষ হলোনা ।

কালো কফি কুচকুচে, সাদা ক্রীম তার উপর
সহবাসে সন্নিহিত,তবু দেখি আলাদা পরস্পর;
আমি প্রাচ্যযুবা বংগদেশের,শিখিনি ব্যাকরন
শরীর দিলে কি প্রকারে আটকে রাখি মন?

মনতো নিষাদ,ঠুকরে বের করে স্মৃতি ও সন্তাপ
কিছুই আলাদা নয়,আলাদা নেই পুণ্য ও পাপ ;
পেয়ালা শুন্যপ্রায় ,বাতি নিভিয়ে চলে যাও ক্যাটরিনা
আমার পরিত্রান নেই, তারপরে আর কিছুই থাকেনা ।

------------
জুলাই ১২,২০০৭ দ্বিতীয় প্রহর


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

অপালা | বিষ্যুদ, ২০০৭-০৭-১২ ০৪:৪০

আমার পরিত্রান নেই, তার পর আর কিছুই থাকে না

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | জবাব | আপত্তি জানান | | লেখককে মেসেজ

আনোয়ার সাদাত শিমুল | বিষ্যুদ, ২০০৭-০৭-১২ ০৪:৫১

ক্যাটরিনা। সৃষ্টি এবং ধ্বংস - - -

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | জবাব | আপত্তি জানান | | লেখককে মেসেজ

ইমরুল হাসান | বিষ্যুদ, ২০০৭-০৭-১২ ০৫:০৮

তারপরে আর কিছুই থাকেনা ।

তারপরে আর কিছুই থাকেনা ?

তারপরে আর কিছুই থাকেনা ।

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | জবাব | আপত্তি জানান | | লেখককে মেসেজ

নজমুল আলবাব | বিষ্যুদ, ২০০৭-০৭-১২ ০৭:৫৭

বেটায় পুরা গেছেরে... একেবারে আউলা

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | জবাব | আপত্তি জানান | | লেখককে মেসেজ

ভাস্কর | বিষ্যুদ, ২০০৭-০৭-১২ ০৮:৪৯

তারপরও কিয়ের জানি একটা রেশ থাইকা যায়...

--------------------------------------------------------------------------------
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | জবাব | আপত্তি জানান | | লেখককে মেসেজ

মাশীদ | বিষ্যুদ, ২০০৭-০৭-১২ ০৯:৪৬

পুরো কবিতাটাই ভাল লাগল খুব। বিশেষ করে এই লাইনগুলো -

সহবাসে সন্নিহিত,তবু দেখি আলাদা পরস্পর

মনতো নিষাদ,ঠুকরে বের করে স্মৃতি ও সন্তাপ
কিছুই আলাদা নয়,আলাদা নেই পুণ্য ও পাপ ;

চলতে থাকুক এরকম পানপর্ব!
আগ্রহ নিয়ে পড়ছি, আরো পড়ব।

--------------------------------------------------------------------------------
ভাল আছি, ভাল থেকো।

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | জবাব | আপত্তি জানান | | লেখককে মেসেজ

ঝরাপাতা | বিষ্যুদ, ২০০৭-০৭-১২ ২৩:৪০

পানপর্বের কবিতাগুলোতে দেখি প্রথম প্যারায় প্রথম ও চতুর্থ, দ্বিতীয় ও তৃতীয় লাইনের মধ্যে অন্ত্যমিল। পরবর্তী প্যারাতে ধারাবাহিক অন্ত্যমিল। এটা কি ইচ্ছাকৃতভাবেই করেন? নাকি পেছনে কোন উদ্দেশ্য আছে?

আরো পান করতে চাই।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।

উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | জবাব | আপত্তি জানান | | লেখককে মেসেজ

হাসান মোরশেদ | শুক্র, ২০০৭-০৭-১৩ ০০:২৪

কৃতজ্ঞতা সম্মানিত বোদ্ধাগন ।

ঝরাঃ
আমি আসলে নিজেই খেয়াল করিনি । কবিতার এইসব মাপজোক আমি জানি ও না আসলে । ছন্দ,মাত্রার ব্যাকরনে অশিক্ষিত ।
আরেকটা সত্য হলো, এই পর্বের লেখাগুলো যখন হয় তখন আসলে ঐ সব ভাবার সুযোগ ও থাকেনা :)। একটা বোধকে ধরার চেষ্টা করি, হলে হয়ে গেলো । না হলে ছেড়ে দেই । তবে একবার নিজে পাঠক হয়ে পড়ি,কোথাও হোঁচট খাচ্ছি কিনা ।রিফার্বিশিং টা হয়ে উঠেনা প্রায় সময়ই ।
খেয়াল করার জন্য কৃতজ্ঞতা ।

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।