কাকের ইয়ের মত বৃষ্টি

চশমাওয়ালি এর ছবি
লিখেছেন চশমাওয়ালি [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৫/০৮/২০০৯ - ১১:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিকাল চারটে, ব্যাগ কাঁধে আমি
দারুণ তাড়া
ছুটছি পার হব রাস্তা।
মানুষের ভীড়, গাড়ির প্যাঁ পোঁ
হকারের হাঁক
খুব নাজেহাল অবস্থা।

মনে মনে বলি, সব শয়তান
সব বেয়াড়া
সব বেকুবের হদ্দ।
হঠাৎ সে সময়, টুপ করে কী
কপালেতে পড়ে
রচিত হল এই পদ্য।

কপালেতে কিছু, চশমায় কিছু
ছুঁয়ে দেখি হাতে
আঠা আঠা আর ঘন আছে বেশ।
হায় হায় করি, গজগজ করি
অবুঝ খেচর কাকে
ভরে গেছে কেন এই প্রিয় দেশ!

তখনি আবার, গোটা দুই চার
টুপটাপে ভাবি,
হচ্ছে যে কী অনাসৃষ্টি।
ভাল করে দেখি, ওরে ছি ছি
যা ভেবেছি এতো তা নয়
এ শুধু কাকের ইয়ের মত বৃষ্টি।


মন্তব্য

সাইফুল আকবর খান এর ছবি

মজার লেখা। বেশ। ভালো। চলুক। হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

চশমাওয়ালি এর ছবি

এইটা সত্য ঘটনা। তারপরেও মজা লেগেছে শুনে খুশি হলাম।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

ইশতিয়াক রউফ এর ছবি

নাহ, আশাহত হলাম। কী লেখার আশায় ঢুকলাম, আর কী পেলাম! খাইছে

[পদ্যগুণের সাথেও পরিচয় হয়ে গেলো আজকে।ব্রেশ...]

চশমাওয়ালি এর ছবি

ক্যাটেগরী তে এত কিছু লিখলাম। দেখাচ্ছে না কেন বুঝলাম না।
এম্নিতেই রোজা রমজানের মাস, তার উপর পর্দা পুশিদা নাই ব্লগে ঢুকে খালি খাইষ্টা লেখা খুঁজেন - নাহ মনে হয় ছগীরা গুণাহ হয়ে গেছে এতক্ষণে আপনার।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

ইশতিয়াক রউফ এর ছবি

আবার লিখে পোটলাবন্দী করে মডুদের দিকে ঢিল মারেন। ট্যাগগুলো থাকলে আশাহত হওয়ার যন্ত্রণা ভোগ করতে হতো না। মন খারাপ

আমাদের এখানে মাত্র ১৫ ঘন্টা লম্বা রোজা রাখতে হয় (আগে খেয়ে ফেলায় আজকে ১৮ ঘন্টা অভুক্ত ছিলাম)। ইফতার, ঘুম, আর সুপারভাইজারের ঝাড়ি খাওয়ার মাঝের সময়টুকুতে একটু মনের খোরাক তো খুঁজতেই হয়!

আমার গুনাহ্‌র ভাই শেষ নাই কোনো। কোনো তৃষ্ণার্ত কুকুরের জীবন বাঁচানো ছাড়া আমার বেহেশত লাভের সম্ভাবনা খুবই ক্ষীণ।

চশমাওয়ালি এর ছবি

বলেন কি ১৫ ঘন্টা রোজা - দুইটা করে রাখা যায় না? হাসি
যাক গে, আপনার কথামত মডুদের বলে দেখি, আমার ট্যাগগুলো দেয় কিনা।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

একটা কুত্তারে প্রচণ্ড গরমে খাওয়া-দাওয়া ছাড়া তিনদিন বাইন্ধা রাইখা তারপর তারে খালি পানি খাইতে দেন। আপনি থিয়োরী অনুযায়ী তাতে আপনি কামিয়াব হওয়ার কথা।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ইশতিয়াক রউফ এর ছবি

এই ভাবে তো হবে না। কষ্ট অন্য কেউ দেবে, আমি উদ্ধার করে বেহেশতে যাবো। আপনি কুত্তা বান্ধেন। এরপর আমি পানিতে ঝাঁপ দেবো, আপনি বাঁচিয়ে বেহেশতে যাবেন। চোখ টিপি

শামীম এর ছবি

চলুক
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

চশমাওয়ালি এর ছবি

ধন্যবাদ।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

উহা কি এসিড রেইন ছিল?

চশমাওয়ালি এর ছবি

কে জানে - এই শহরে সব সম্ভব।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

নীল [অতিথি] এর ছবি

ভালো

অনিকেত এর ছবি

বহুত খুব---!!!

কীর্তিনাশা এর ছবি

মজারু ! হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতিথি লেখক এর ছবি

চলতে থাকুক অনন্তকাল।

s-s এর ছবি

চশমা খুলে হাঁটলে কি হতো? মানে ইয়ে হতো যদি -- --- !

চশমাওয়ালি এর ছবি

আর কী হতো? যা হওয়ার তাই হতো।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

চশমাওয়ালি এর ছবি

ধন্যবাদ নীল, অনিকেত ভাই, কীর্তিনাশা ভাই আর শিমুল আপুকে।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

সুহান রিজওয়ান এর ছবি

মন্দ না !!! তবে আমিও 'খাইষ্টা' লেখিকার লেখা আশা করসিলাম কী না- আশাহত হইলাম দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

পান্থ রহমান রেজা এর ছবি

হে হে হে... খুব মজা!
................................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

কাজী আফসিন শিরাজী এর ছবি

বাহ!! এত ভিন্ন ধরণের কবিতা! কবিতো ভাবনার দিক থেকে বেশ নিপাতনে স্বিদ্ধ!

অনেক শুভকামনা। আরো সুন্দর সুন্দর ইয়ে লিখেন!
____________________
যদিওবা মানুষ আমি কেন পাখির মত বাঁচি...

খেকশিয়াল এর ছবি

ঘটনাটা মজার হো হো হো

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দুর্দান্ত এর ছবি

আঠালো বৃষ্টি হইতে সাবধান।
--
কাকের ইয়ের দোষগুন জানিনা, তবে এদিকে গাংচিলগুলি বেশ ত্যক্ত করে। এদের ইয়েও আবার বিশেষ, এতটাই ক্ষয়কারক যে গাড়ীতে লাগলে তাড়াতাড়ি না ধুলে রং খেয়ে যায়।

আহমেদুর রশীদ [অতিথি] এর ছবি

গানের মতো, সুরেলা...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

(‌y)
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

মজারু। হাসি

দৃশা এর ছবি

দুপুর তিনটে, সচলে বসে আমি
কি-বোর্ডে আঙ্গুল রেখে ভাবি
ছি ছি এ পদ্য যে নয় 'ইয়ে' টাইপ কোন সৃষ্টি
বরং দারুন রসালো এক টক-ঝাল-মিষ্টি।

দৃশা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।