একজন ডিমওয়ালার গল্প...

বুনো জারুল এর ছবি
লিখেছেন বুনো জারুল [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৫/০১/২০০৯ - ৬:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক ডিমওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ডিমের ঝুড়ি নিয়ে...

এক বাসা থেকে তাকে ডেকে বাড়িওয়ালা বললো, "তোমার কাছে যত ডিম আছে তার অর্ধেক আমাকে দাও, সাথে আরো একটা ডিমের অর্ধেক দাও।"

ডিমওয়ালা চাহিদানুযায়ী ডিম বিক্রী করে আবার রাস্তায় নামলো। কিছুক্ষণ পরে আরেক বাসা থেকে ডাক আসলো। কাকতালীয়ভাবে সেই বাড়িওয়ালার চাহিদাও প্রথমজনের মতই... "তোমার কাছে যত ডিম আছে তার অর্ধেক আমাকে দাও, সাথে আরো একটা ডিমের অর্ধেক দাও।"

যথারীতি বিক্রয়কার্য সম্পন্ন করে ডিমওয়ালা পুনঃযাত্রা শুরু করলো।

তৃতীয় আরেকটা বাসা থেকেও তার ডাক পড়লো এবং পূর্বের ন্যায় - "তোমার কাছে যত ডিম আছে তার অর্ধেক আমাকে দাও, সাথে আরো একটা ডিমের অর্ধেক দাও।" - চাহিদানুযায়ী তার ডিম বিক্রী হলো।

তিন বাসায় বিক্রী শেষে ডিমওয়ালার ঝুড়ি খালি হয়ে গ্যালো।

আমরা কি বলতে পারি, দিনের শুরুতে ডিমওয়ালার ঝুড়িতে কয়টি ডিম ছিলো ?


মন্তব্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

বলতে পারি না, স্যার। ইয়ে, মানে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রণদীপম বসু এর ছবি

হিসাবে বলে ৭ টি। কিন্তু আমি বলবো না। দেখি অন্যরা কী বলে..!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুস্তাফিজ এর ছবি

কঠিন
তবে লাস্টে ১ টা ছিলো সেইটা বোঝা যায়

...........................
Every Picture Tells a Story

ধুসর গোধূলি এর ছবি

- এতো মহাভেজাইল্যা কাস্টমার দেখি! আর এই ব্যাটা এতো অল্প ডিম নিয়া বিশাল ঝুরি কান্ধে কইরা বাইর হইলো ক্যান? পুটলায় কইরাই তো এই কয়টা ডিম ফেরী করতে পারতো। হালায় পুরাই সিস্টেম লস কর্ছে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দৃশা এর ছবি

ডিমওয়ালা তো বহুত জাউড়া !! এতো ডিম খাওয়াইয়া ভালু ভালু লুকদের পেট ছুটানোর ব্যবস্থা। দুষ্টু লুক।
---------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

সাধু এর ছবি

১ম খরিদ্দার পাবে ৪ টা ডিম
২য় খরিদ্দার পাবে ২ টা
৩য় জন পাবে ১ টা
মোট ৭ টা

বকলম এর ছবি

দশে দশ।

তানভীর এর ছবি

গাণিতিকভাবে হিসাব করলে 5 টা ডিম ছিল-
1st বাসায় দেয়া হয়- ২ টা + অর্ধেক
বাকি থাকে- ২ টা + অর্ধেক
2nd বাসায় দেয়া হয় - ১ টা + আগের অর্ধেক
বাকি থাকে- ১ টা ( অর্ধেক + অর্ধেক)

কিনতু in reality, অর্ধেক ডিম দেয়া মানে পুরা ডিমই নষট
কাজেই আসলে ১৩ টা ডিম ছিল-
1st বাসায় দেয়া হয় - ৬ টা + ১ টা (অর্ধেক)
বাকি থাকে - ৬ টা
2ndবাসায় দেয়া হয় - ৩ টা + ১ টা (অর্ধেক)
বাকি থাকে - ২ টা
3rd বাসায় দেয়া হয় - ১ টা + ১ টা (অর্ধেক)

dhora খাইলাম না কি কে জানে খাইছে

ধুসর গোধূলি এর ছবি

- ক্রেতার কিন্তু চাহিদা ছিলো, "যতো ডিম আছে তার অর্দেক প্লাস আরো একটা ডিমের অর্ধেক"। তো যদি ৭টা ধরি তাহলে প্রথম বাসায় ৭/২=৩.৫ + ০.৫ = ৪ টা ডিম।

হিসাব এভাবে আগাবে। কিন্তু ৭ হলে মিলে না। বরং ৯ টা হলে কিছুটা মিলে। হাসি

মাথা খাটিয়ে হিসাব করলে হয়তো ডিমের সংখ্যা ঠিকঠাক বেরিয়ে যাবে। সূত্রটা এটাই। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তানভীর এর ছবি

এহ হে মারসে...তারচে ডিমের কার্টুন দেখি দেঁতো হাসি ...আমাদের সময়ে হলে এটা খুব পপুলার ছিল...দুই বলদ...

এনকিদু এর ছবি

অনেক দিন পর দেখলাম গড়াগড়ি দিয়া হাসি

এইটা এক কালে ধুন্ধুমার হিট ছিল ভাই । দুনিয়াতে ইউটিউব আর বাংলাদেশে ইন্টারনেট তখন ছিলনা, লোকে ফ্লপিতে করে জিনিস পত্র আদান প্রদান করত । সেই আমলেই অনেক বন্ধুরা আমার কাছ থেকে এই বস্তু কপি কিরে নিয়ে গিয়েছিল ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মুশফিকা মুমু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি হাহাহাহহাহাহাহাহাহাহাহা হাসতে হাসতে উল্টে পরে গেলাম গড়াগড়ি দিয়া হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সিরাজ এর ছবি

৭ টা

:.:::....:..::..:.::...:.:.:...:.:..:..:::....::..:...:..:.:.:....:..:.:.:.:.
To see Photos Visit: www.sirajul.com

:.:::....:..::..:.::...:.:.:...:.:..:..:::....::..:...:..:.:.:....:..:.:.:.:.
To see Photos Visit: www.sirajul.com

সিরাজ এর ছবি

৭ টি থাকলে:
১ম ক্রেতা (৭/২ +১/২) = ৪, থাকে ৩টা
২য় ক্রেতা (৩/২ + ১/২) = ২, থাকে ১টা
৩য় ক্রেতা (১/২ + ১/২) = ১, ডিম শেষ!
:.:::....:..::..:.::...:.:.:...:.:..:..:::....::..:...:..:.:.:....:..:.:.:.:.
To see Photos Visit: www.sirajul.com

:.:::....:..::..:.::...:.:.:...:.:..:..:::....::..:...:..:.:.:....:..:.:.:.:.
To see Photos Visit: www.sirajul.com

মুস্তাফিজ এর ছবি

ঠিক আছে ৭টা।
3.5+.5=4
1.5+.5=2
.5=.5=1
ধুগো দা, হিসাবটা উলটা দিক থেকে আসতে হবে

...........................
Every Picture Tells a Story

জাহিদ হোসেন এর ছবি

দাদা-কায়দা করে মাস্টার আমাদের অংক শেখাচ্ছে!

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

শামীম এর ছবি

ক্লাস সেভেনে পড়ার সময় এক নতুন ক্লাসমেট হেভী ভাব নিয়ে এইটা ধরেছিল। বলেছিল পারলে নিজের কান কেটে দেবে ... ওর ভাই না কাকা কে জানি রাশিয়ান বই থেকে এই ধাঁধাঁ পেয়েছে। পরদিনই জানিয়ে দিলাম ৭টা। ব্যাটা কান কাটেনি ..... মন খারাপ

এখন এই ধাঁধাঁটার ভাষা/উপস্থাপনাটা বদলানো দরকার। বদলে যাও.. বদলে যাও ....

এক সিমওয়ালা সিম বিক্রি করতে এক কর্পোরেট অফিসে গেল। বললো হামলালিংক কম্পানির অফার আছে .... মাত্র ৫০ টাকায় ২৫০ টাকার টক/ঝাল টাইমসহ তার পকেটে যতগুলো সিম আছে তার অর্ধেক এবং আরো অর্ধেক সিম দেবে। ... ... এভাবে মাত্র ৩ জন ক্লায়েন্টকে সিম গছানোর পর দেখে পকেটে আর সিম নাই ... ... এখন বলতে হবে, ওঁর বস ওকে কয়টা সিম দিয়ে পাঠিয়েছিল শয়তানী হাসি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অতিথি লেখক এর ছবি

সবাই তো সব হিসাব দিলেন। বুদ্ধি আছে মাশাল্লা।
আমি এগুলো কিছুই ভাবতে পারি নাই, আপনারা যা পেরেছেন।
কিন্তু ডিমগুলো যদি সিদ্ধ হয়, তাহলে?

/ছোট মানুষ

বুনো জারুল এর ছবি

প্রিয় ছোট মানুষ,

ডিমগুলো সিদ্ধ হলে খুব অসুবিধা হবে আপনার? তাহলে যান সিদ্ধ করেই দিলাম। এরপরও কিন্তু হিসাব সেই একই রকম থেকে যাচ্ছে। ভালো করে দেখুন তো... ডিমের রকমটা আদৌ কোন প্রভাব ফেলছে কিনা!

******************************************
Everyone thinks of changing the world,
but no one thinks of changing himself.
******************************************

*****************************************************
Everyone thinks of changing the world,
but no one thinks of changing thyself.
*****************************************************

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।