ছেলের স্কুল আটটায়, তাই
সকাল হয় ভোরবেলায়,
ঘুমজড়ানো মুখটা দেখে ভাবি,
একি অমানবিক কাজ, হায়!
স্কুলব্যাগ গোছাতে দেখি,
গুনে গুনে ঠিক পনরটি বই!
লেখার আর আঁকার খাতাও তেরটা,
সামলাতে আমি বেসামাল হই।
কলম, পেন্সিল, প্যাস্টেল কালার,
ইরেযার, শার্পনার, ডায়েরী,
ফেভিস্টিক, কালার পেন্সিল,
সাথে কাগজও লাগে খয়েরী।
ব্যাগভর্তি হাবিজাবি,
ওজনটি তার কম নয়।
ছেলে আমার এত্তটুকুন
সামলাতে হিমশিম খায়।
মন্তব্য
নতুন মন্তব্য করুন