লক্ষী মেয়ে, শোনো!
তোমার শহর হচ্ছে উজাড়
খোঁজ রাখো কি কোনো?
বুঝি তোমার জ্বালা,
বয়ফ্রেন্ডের বায়না শুনে
দুকান ঝালাপালা!
ইশ্! যদি ও তোমায় কেবল বুঝত একটুখানি!
জানি, সবই জানি …
দর্জিবাড়ি, বসের ঝাড়ি
কত্ত পেরেশানি!!
গেল মাসে চার চারটে
বিয়ের দাওয়াত ছিলো
সেই উছিলায় বাড়লো ওজন
প্রায় সাড়ে তিন কিলো!
বেলায় বেলায় চলছে এখন
শশা-পেঁপের ফালি
দুশ্চিন্তায় মেয়ে, তোমার
চোখের নিচে কালি।
তুমি কি আর পারো
ভাবতে একটি বারও
তোমার শহর প্রতি প্রহর
কেমন করে বাঁচে?
লক্ষ-কোটি জীবন পোড়ে
কী নিদারুণ আঁচে!
রাগ করলে নাকি?
বোকা মেয়ে!
রাগ দেখাবার জায়গা দেদার
পড়ে আছে বাকি।
তোমার ক্ষোভের বাষ্প থেকেই
নতুন কোনো শিখা
জ্বলতে পারে এই আঁধারে
বুঝতে পা্রো তা কি?
ঝিমুচ্ছো যে?
ঘুম পেয়েছে?
আমার প্যাঁচাল শুনে?
ঘুমোও তবে। চলি।
একটা কথা বলি?
মেয়ে, তোমার দিব্যি-
এ ঘুম বড্ড অলুক্ষুণে …
বুনোহাঁস
মন্তব্য
দারূন লাগল, বুনো হাঁস।
আরো লিখুন
শুভেচ্ছা
বাহ, খাসা।
চমৎকার।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
হুম!
........................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
মজার----
বুনোহাঁস, আরো লিখুন।।।
*তিথীডোর
- বেশ মজা লাগলো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভালো
তয় বয়ফ্রেণ্ডওয়ালী মাইয়ার লগে এতো কথা কিসের? পাত্তা দিব নাতো। নালিশ করেন মাইয়ার মার কাছে, টুনির মা গানটা শুনছেন? শুরু করেন..
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ধন্যবাদ সবাইকে।
খেকশিয়াল, গানটা শোনা হয়নি। কার গান?
এমনিতেই মেয়ে চেতে আছে আমার উপর...মায়ের কাছে নালিশ করে মাইর খাবো নাকি?
বুনোহাঁস
নতুন মন্তব্য করুন