পূর্ব দিগন্তে সূর্য উঠেছে।
আজ বিজয় দিবস। একটু আগে রাস্তা থেকে ভেসে আসা বিজয়োল্লাস শুনতে পেলাম। ব্যানার, ফেস্টুন, পতাকাশোভিত ঢাকা শহর আর লাল-সবুজে মোড়ানো ছেলেমেয়েদের দেখতে পাব ঘর থেকে বেরুলেই।
আজ বিজয়োৎসবের দিন। কিন্তু আমি আরো বিজয় চাই।
স্বাধীনতাবিরোধী শক্তিগুলো আগে তাও দু'একদিনের জন্য হলেও নিজেদের নখরগুলো সযত্নে আড়াল করে রাখতো। ইদানীং এদের শ্বদন্তবিকশিত নির্লজ্জ হাসি দেখলে নিজেই লজ্জা পাই।
আমি বিজয় চাই। যুদ্ধাপরাধীদের বিচার চাই।
লেখাগুলো এলোমেলো জানি। সচলায়তনে গুণীজনের কণ্ঠে কন্ঠ মিলিয়ে অনেক কিছুই বলতে ইচ্ছে হয়।
আজ ষষ্ঠদার পোস্ট পড়ে এটা মাথায় এলোঃ
অশ্রুমেদুর ঘোলা চোখে
কাফন পরাই ভুল লাশে।
সেই সুযোগে পিশাচগুলো
বাজায় তালি উল্লাসে।
জিভ লেলিয়ে হায়না চরে
লাল-সবুজের চত্বরে।
কোন সাহসে কিনতে আসে
স্বাধীনতার স্বত্বরে?
শ্বাপদকুলের শ্বদন্তের
ঘা এখনো দগদগে।
ব্যথায় যখন কঁকিয়ে উঠি
কী বোর্ড চালাই এই ব্লগে …
মন্তব্য
(গুলি)
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
(লইজ্জা)
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
(চলুক)(চলুক)(চলুক)
:)
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আজকের সবচেয়ে আনন্দের সারপ্রাইজ এটা জেনে যে তুমি কে! আরও লোকজন ধরে ধরে আনতে হবে, কি বলো? ;)
খুব ভাল লাগছে, বুনোহাঁস, তোমাকে এখানে দেখে!
কী মজা !! (দেঁতোহাসি)
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
(Y) (Y) (Y) (Y) (Y) আর পারলাম না, আমার বুড়ো আঙ্গুল টনটন করতেসে। :D
______________________________________
আসলে কি ফেরা যায়?
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
:D
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
(চলুক)
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ, নজরুল ভাই। :)
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
চমৎকার... চলো বুনোশক্তিতে ভর করে বরাহ শিকারে বের হই...
---- মনজুর এলাহী ----
আসলে শিকার নয়, চাই বরাহ নিধন।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
হুম আরো একটা বিজয় এখনো বাকি আছে। যেদিন দেশ যুদ্ধাপরাধীমুক্ত হবে সেদিন ঐ বিজয় অর্জিত হবে।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...
দারুণ.. অসাধারন... দুর্দান্ত ( আর কি কি বলা যায়??? ) --------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
... আর আপনাকে ধন্যবাদ বলা যায়। :)
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
"স্বত্বরে" মানে কী? বুঝিনি। "কাফন পরাই ভুল লাশে" এই কথাটার মানেও বুঝিনি। বুঝিয়ে দিন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
স্বাধীনতাবিরোধী শক্তিগুলো আগে জোরগলায় একাত্তরের চেতনার বিরোধিতা করত। ইদানীং এদের নাটকীয় ভোলবদল দেখতে পাচ্ছি। এরা স্বাধীনতা যুদ্ধে নিজেদের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে ইচ্ছুক। আমি ব্যাপারটাকে যেভাবে দেখছি তা হলো, এরা স্বাধীনতার রয়্যালিটি কিনে নিয়ে নিজেদের মতো করে ব্যবহার করতে তৎপর।
"কাফন পরাই ভুল লাশে" বলতে আমি বুঝি, স্বাধীনতার জন্য সর্বস্তরের বাঙ্গালি প্রাণ দিয়েছে, স্বাধীনতা রক্ষা করতে গিয়েও নিহত হয়েছেন অনেকে। তাঁদের হত্যাকারীদের এখনো ফাঁসিতে ঝুলাতে পারিনি আমরা। পারিনি বলেই এতোখানি আস্পর্ধা ওরা দেখাতে পারে।
ষষ্ঠদা, ছড়াটা তাৎক্ষণিক আবেগের বহিঃপ্রকাশ। শব্দ নির্বাচনে ত্রুটি থাকতে পারে, কিন্তু আবেগে কোন ত্রুটি নেই। ভুল থাকলে শুধরে দেবেন।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
খুবই চমৎকার লাগলো। পান্ডুদা উনি মনে হয় স্বত্ত্ব (বানানটা কেমন যেন লাগছে :( ) বুঝিয়েছেন
ধন্যবাদ। আমি বাংলা একাডেমীর অভিধান ঘেঁটে দেখলাম, বানানটা "স্বত্ব"(আমারো কেমন কেমন যেন লাগে :P)।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
(y)
ধন্যবাদ, দ্রোহীদা।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
নতুন মন্তব্য করুন