ইংরেজি বছরের প্রথম দিন।
খোমাখাতায় বন্ধুদের গতিবিধি জানান দিচ্ছে এটি বিশেষ একটি দিন।
প্রায় সবাই স্ব স্ব স্থিতির মধ্য দিয়ে নতুন বছরের পাইকারি শুভেচ্ছা জানাচ্ছেন বন্ধুদের। অতিউৎসাহীরা দেয়ালে দেয়ালে পোস্টার সেঁটে দিচ্ছেন।
এক বন্ধু নক করে জানতে চাইলেন থার্টি ফার্স্ট উপলক্ষ্যে আমি কী করছি।
আমার তখন মেজাজ খারাপ।
সকাল থেকে সচলায়তন ডুবে আছে।
বাসার পাশে সপ্তাহব্যাপী ওয়াজ চলছে। সেখান থেকে ভেসে আসছে বাংলা কথায় হিন্দী সুর বসিয়ে আরবি উচ্চারণে গান, “কী করে বুজাই প্রভু-উ-উ-উ … কত যে তুমায় বালুবাসি-ই-ই-ই-…” আর থেকে থেকে হুজুরের আর্তচিৎকার ও মরাকান্না …
আমি বলি, “কিসু করা লাগবে ক্যান? কে না কে বলসে, বাবা লাফাও আর সব লাফালাফি শুরু কর্সে। আমারে যুক্তি দ্যান, আমিও একটা লাফ দেই।”
তিনি একটু চুপসে যান।
আর আমি ভাবতে বসি।
কী কী কারণে দু’হাজার দশের প্রথম দিনটি উদযাপন করা যেতে পারে?
• ২০১০ হিসাব নিকাশের বছর। এ বছর যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর হবে।(আমি আশাবাদীদের দলে)
• ০১-০১-১০ তারিখটা দেখতে সুন্দর। ছন্দোবদ্ধ।
• আমার ছোট মামা পায়ের রেখা পড়ে বলেছিলেন আমার নাকি ৪ টা প্রেমযোগ আছে। তার প্রথমটি এ বছর হলেও হতে পারে।
• গতরাতে বিয়েবাড়িতে ঘটক আমাকে আপাদমস্তক নিরীক্ষণ করে বাজারদর যাচাই করেছেন। বলা যায় না, জীবনের প্রথম বিয়েটাও এ বছর হয়ে যেতে পারে।
• আমার আরামপ্রদ বেকারজীবনের পরিসমাপ্তি ঘটতে পারে।
• জ্ঞানের সন্ধানে সুদূর চীনদেশে যেতে হতে পারে।
আর? আর??
হঠাৎ অন্ধকার। প্রতি রাতের রুটিনমাফিক লোডশেডিং।
ল্যাপটপ বুঁজিয়ে দিয়ে হুজুরের কলজে কাঁপানো চিৎকার শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ি।
সকালে মাইগ্রেনের ব্যথা নিয়ে ঘুম ভাঙ্গে।
আবারো সচলায়তনের জানালায় উঁকি দেই। নাহ, এখনো ডুবে আছে।
বিরসবদনে বসে বসে খোমাখাতা ঘাঁটি।
ল্যাপটপের আনাচে কানাচে পড়ে থাকা বিস্মৃতপ্রায় ফাইলপত্র খুলে দেখি।
তা তা থৈ থৈ, আগডুম বাগডুম, যা তা করতে থাকি কিছুক্ষণ।
অবশেষে।
বেলা তিনটার দিকে সচলায়তন ফিরে এলো স্বগৃহে।
পারলে জানালা ভেঙ্গে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ি।
বন্ধুর চোখে চোখ রেখে চেয়ে থাকি কিছুটা সময়।
অতঃপর খোমাখাতায় নিজের স্থিতি হালনাগাদ করিঃ
“"সচলায়তনের সগৃহে প্রত্যাবর্তন" ০১-০১-১০ কে সেলিব্রেট করার পক্ষে একটি যৌক্তিক অজুহাত :)”
এখন লাফানো যায়।
হুজুর এখনো চেঁচাচ্ছেন। ব্যাপার না। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন …
সবাইকে দু’হাজার দশের শুভেচ্ছা রইল।
মন্তব্য
"স্বগৃহে" বানান ভুল।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ভালু পেলাম,
জানিয়ে দিতে লগালাম!
--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিহ্মা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃহ্মমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ভালু পেলেন জেনে ভালু লাগ্লো।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এই রকম ঝাড়ি খাইলে তার তো পুরাই চুপসায় যাওয়ার কথা। গেছিলোও মনে হয়।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
আপনি তো দেখি অন্তর্যামী।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ওরেব্বাবা, আপনার ৪টে প্রেমযোগ? একের পর এক নাকি একইসঙ্গে?
একের পর এক হলে কথা নাই কিন্তু একসঙ্গে হলে কিঞ্চিৎ অসুবিধা আছে। ভালো কনসালট্যান্ট আর ভালো পেইনকিলার রেডি রাখা দরকার। -----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
২দিন আগে বাড়ির সামনের পীর সাহেবের পার্টি বিশাল এক আনন্দপার্টি দিসিলো। ঐখানে বিভৎসভাবে এক গায়িকা (!) এক নদী রক্ত পেরিয়ে গানটা গাইছিলেন। শুনে মনে হলো মৃত শহীদেরা উঠে এসে বলবে, ঋণ শোধ করা লাগবে না আপা, গানটা থামান!
কানের পোকা নাড়ায় দিছিল ফাজিলগুলা।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ভাল লাগল। ভাল যাক সব :)।
ধন্যবাদ, আপু। ভালো থাকবেন।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
- অতি সাধারণ কিছু শুভেচ্ছা বার্তায় অসাধারণ এক অনুভূতি নিয়ে শুরু হলো বছরটা। কেনো জানি মনে হচ্ছে নানা কারণে বছরটা মনে থাকবে আর যাবেও ভালো!
আপনার তালিকা মোতাবেক সব কাটুক ভালোভাবেই। চীনদেশ থেকে আমাদের জন্য স্যুভেনির আইনেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমারো মনে হচ্ছে বছরটা ভালো যাবে।
কিন্তু দাদা, চীনযাত্রা, চারটে প্রেম আর বিয়ে সব একই বছরে হলে তো মুশকিল !!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। ভালো কাটুক প্রতিটা দিন...
ধন্যবাদ। ভালো থাকুন।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
নতুন বছরের শুভেচ্ছা।
লেখাটা অতিশয় উপাদেয়। তবে জীবনের প্রথম বিয়ে বলছো কেনো? প্রেম চারটে হলেও বিয়েতো একটাই দেখছি
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নতুন মন্তব্য করুন