অ্যাম্বিঝড় এখনো বহমান। বিবিধ সফটওয়্যার সহযোগে, বিভিন্ন ভঙ্গিতে বাংলা বর্ণমালাকে দুমড়ে মুচড়ে অ্যাম্বিবাক্সে বন্দি করার চেষ্টায় মত্ত অনেকেই। ধূগোদা একটা পোস্ট দিয়েছেন অ্যাম্বিগ্রামারের উপর। আমিও গোমর ফাঁস করব বলেছিলাম তখনই। আমার গত পোস্টের অ্যাম্বিগ্রামগুলো দেখে যারা বিমোহিত তাঁদের মোহভঙ্গ করতে এবং যারা যান্ত্রিক আঁকাআঁকিতে জড়তার কারণে হাত গুটিয়ে একে ওকে নিজের একখানা অ্যাম্বিচিত্র তৈরি করে দেবার আর্জি পেশ করছেন তাঁদের সুবিধার্থে খুব সহজে, কম সময়ে দৃষ্টিনন্দন বাংলা অ্যাম্বিগ্রাম তৈরির পথ বাতলে দিচ্ছি, ধাপে ধাপে।
উদাহরণ হিসেবে বেছে নিলাম “চৈতী” নামটি।
১। মাইক্রোসফট ওয়ার্ডে একটি নতুন ফাইল ওপেন করলাম। তাতে বড় বড় হরফে লিখলাম “চৈতী”।
২। পৃষ্ঠাটির রঙ বদলে দিলাম।
৩। কীবোর্ডে PRTSC চেপে পেজটির ছবি তুললাম এবং মাইক্রোসফট পেইন্ট খুলে সেখানে PASTE করে দিলাম।
৪। আশপাশের জঞ্জালগুলো পরিষ্কার করে এবার মূল কাজ শুরু করি।
৫। “চৈতী” কে copy-paste করে একবার flip horizontal আর একবার flip vertical করলাম। তারপর উলটো “চৈতী”-কে বসিয়ে দিলাম সোজা “চৈতী”র মাথায়।
৬। এই সোজা আর উলটো “চৈতী” দুটোকে মাঝামাঝি একপর্যায়ে এনে ছেড়ে দেয়ার লক্ষ্যে এবার এগুবো।
৭। সোজা “ঐ-কার” আর উলটো “ঈ-কার” কে এভাবে সাইজ করলাম।
৮। “চ” দেখতে অনেকটা ইংরেজি “6” এর মতো। তো, আমি ঠিক করলাম যে “চ” কে সাইজ করার জন্য “6” এর ঘাড়ে চেপে বসব। ভালো হয় যদি “ত” কে “9” এর ঘাড়ে তুলে দেওয়া যায়।
যায় কি? যায় কিন্তু!!
৯। ওয়ার্ডে “6” আর ”9” লিখে ২নং ধাপের মতো করে পেইন্টে নিয়ে এলাম।
১০। এবার মেরে কেটে ঠিকঠাক করা যাক।
১১। এটা অ্যাম্বিগ্রাম। কাজেই যেকোনো অংশ ভার্টিক্যালি এবং হরাইযন্টালি ঘুরিয়ে নিয়ে অন্য অংশ গড়ে নেওয়া যায়।
১২। অ্যাম্বিগ্রাম তৈরি। এর শোভাবর্ধনের জন্য রঙ বদলাতে বা আর কোনো জারিজুরি খাটাতে চাইলে সেটা ফটোশপে গিয়ে করা যায় অনায়াসে।
এখানে যেভাবে “চ” তৈরিতে “6” ব্যবহৃত হয়েছে তেমনি অন্যান্য ইংরেজি হরফগুলোকে একটু গড়ে পিটে নিলেই বাংলার আদল দেওয়া যায়। যারা আঁকাআঁকি করে স্বচ্ছন্দ নন তাঁদের জন্য এটা একটা শর্টকাট পদ্ধতি। পেইন্টে খানিকটা দক্ষতা থাকলে অবশ্য ব্যাপারটা আরো ভালো জমবে।
মন্তব্য
ভালো লিখছো।
'শর্টকাট' এর বাংলা পাওয়াই গেল না?
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
shortcut = হ্রস্বচ্ছেদ
হে হে হে
হে হে ... বাঙ্গালী শর্টকাটে ওস্তাদ অথচ এর কোন চলতি বাংলা প্রতিশব্দ নাই। তাজ্জব ব্যাপার।
সোজাসুজি অনুবাদ করলে বোধহয় "সংক্ষেপ পথ" বলা যায়।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ভালো হয়েছে পোস্টটা, অনেকের কাজে দেবে।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
এগুলো ছেলেখেলা। যারা অ্যাম্বিগ্রাম নিয়ে টুকটাক খেলা করতে ইচ্ছুক, তাদের জন্য। আপনার কাজের জিনিস নয়, রাহিন ভাই। আপনার কনসেপ্টগুলো দারুণ !!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
- এইটা একটা সেরকম কাজ করলেন। আপনারে জব্বর কাগুর দল থেকে বের হওয়ার জন্য অভিনন্দন!
কিন্তু এতো কঠিন ক্যান? আরেকটু সোজামোজা করে উপায় বের করা যায় না! মানে আরেকটু শর্টকাট আরকি! অতো খাটুনি দেখলে আমার মস্তিষ্ক উল্টা দিকে হাঁটা দিবো তো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
- 'চৈতী' নিয়ে একটা শর্টকাট মারলাম। এইটা যদি অ্যাম্বি হয়ে থাকে তাইলে বাংলা বর্ণমালা জানা যে কেউ অ্যাম্বি আঁকতে পারবেন, তাও রেকর্ড পরিমান কম খরচে এবং কম সময়ে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হয়েছে তো বটেই।
তবে একটা বুদ্ধি দেই। বাংলা অ্যাম্বিগ্রাম করতে মাত্রা যতটাসম্ভব উপেক্ষা করা ভালো। উপরে-নিচে মাত্রা বজায় রাখলে কেমন যেন জড়িয়ে পাকিয়ে যায়।
এটা দেখুন।
[img=auto][/img]
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ওপরের করা হাবিজাবিটা ফটোশপে হেমন্ত ফন্টের দুইটা শব্দকে একটার ওপর আরেকটা ফেলে করা। আলাদা কোনো ক্যারিকেটি করি নাই। শুধু দেখতে চাচ্ছিলাম ঐভাবে ছালবাকল থাকা অবস্থায় জিনিষটা কেমন হয়!
যেহেতু মোটামুটি কিছু একটা হয়েছে। তাই কষ্ট কমানোর আরও একটা পথ বের হলো।
সোজা ফটোশপে একটা নতুন ক্যানভাস খুলে সেখানে টেক্সট হিসেবে বাংলা টাইপ করে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে, ফন্ট বদলিয়ে কোনটার সাথে কোনটা যায় একটু দেখলেই হয়ে গেলো অ্যাম্বি। আর তারপর ফিনিশিং টাচ হিসেবে আত্রা-মাত্রা এবং বাহুল্যগুলো ঝেড়ে ফেলে দিলেই সেটা একটা দৃষ্টিবান্ধব অ্যাম্বিতে খাড়া হয়ে যাবে।
এখানে আপনার দুইটা স্টেপ কমবে। ওয়ার্ডে টাইপ করার হ্যাপা আর পেইন্টে উলটা-সিধা করার ঝামেলা।
আমারও কমবে দুইটা। খাতায় উল্টা-সিধা করে আঁকা। তারপর পেইন্টে নিজের পিকাসো প্রতিভার অনুশীলন। আর সবচেয়ে বড়কথা, কাগের ঠ্যাং বগের ঠ্যাং জাতীয় লেখার হাত থেকে মুক্তি।
আরও একটা জিনিষ মাথায় ঘুরতেছে। তবে ঐটা এতো ফাঁকিবাজী মার্কা সহজ হবে না। খানিকটা ঝামেলার হওয়ার কথা। দেখি কখনো চেষ্টা করে দেখবো।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ঝামেলার পথটা দেখিয়ে দিন। আমি চেষ্টা করে দেখি।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আমিতো কম্পিউটার চালাইতেই পারি না। আবার অ্যাম্বিগ্রাম!!!!!!!!!
ওস্তাদ, ফটোশপে এইচডিআর করার কায়দা আপনার কাছ থেকে শিখার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষায় আছি বহুদিন।
কবে শিখাইবেন?
আর আমি পিসিতে উইন্ডোজ রিইনস্টল করতে পারি না শুইনা আপনে যে গড়াগড়িহাসিটা দিছিলেন, তা কিন্তু ভুলি নাই
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
- এইটা কোনো ব্যাপার হৈলো?
ছবিটা একবার সাদাকালো করবেন তারপর হাই-রেজ্যুলুশনে সেইভ করবেন। তারপর আবার মূল ছবিটার রং চং বদলাবেন, আবার একই পদ্ধতিতে সেইভ করবেন।
তারপর এরকম চার-পাঁচটা ধাঁচের একই ছবি নিয়া একটা উপর আরেকটা সাঁটতে থাকবেন। কেল্লা খতম। কুল্লু তামাম।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
ইলাস্ট্রেটরে করলে এরচেয়ে অনেক কম ঝামেলায় করা যাইতো।
খালি বলতেছি, অথচ করতে পারতেছি না। কারণ আসলে 'চ'রে 6 আর 'ত'রে 9 কল্পনা করার দৌড়টুকু এখনো হয় নাই।
ধন্যবাদ পোস্টটার লাইগ্যা
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এটা মিলিগ্রামেও লিখতে পারছি।
শেখ নজরুল
শেখ নজরুল
মজার তো!! ফেইসবুকে দেখলাম এই পদার্থের ছড়াছড়ি! বুঝি কিন্তু বুঝি না টাইপ একটা অবস্থা হচ্ছিল। এখন অন্বুতত ঝলাম যে, জিনিসটার উতপত্তিস্থল এইখানে। নাকি ভুল বললাম?!
উৎপত্তি মূলত এইখানে।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
কি সুন্দর করেছেন৷
আমি কম্পিউটারে সোজা রেখা আঁকতে চাইলে সেটা ব্যাঁকা হয়৷ আর ব্যাঁকাতে চাইলে একদম সোওজা৷আমার দ্বারা এইসব হবে না৷ ভেউ ভেউ৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
আপনি তো দেখি মহাগুণী! আমাকে বোমা মারলেও অ্যাম্বিগ্রামের 'অ'-ও বের হবে না
আমাকে বোমা মারলেও আর অ্যাম্বিগ্রাম বের হবে না
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
হাঁস হইলেও মাইয়াটা দারুন গুনী ঃ)
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
সুযোগ চাই, মানুষ হব।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
বাহ্ , আমর একটা কী করে পাবো?
আপনার প্রোফাইল নাম তো এমনিতেই অ্যাম্বিগ্রাম।
----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
হে হে হে ... আমিও সেটাই বলতে যাচ্ছিলাম।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
বুনোহাঁসাপু, এই নাদান বান্দার জন্য একটা এ্যম্বি দেন না, প্লিজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জ। আমি নিজে একটা চেষ্টা নিসিলাম।
কম্পুতে পারিনা দেখে খাতা কলমে করসি। বিশেষ কিছু দাঁড়ায় নাই। আপনার কৃপাদৃষ্টি কামনা করছি।
---- মনজুর এলাহী ----
খুব ভালো হয়েছে আপনারটা।
আপনার গড়া কঙ্কালে মাংস বসিয়ে দাঁড়ালো এটা।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু থাঙ্কু...
---- মনজুর এলাহী ----
ওরে, খাইসে ! কত্ত থাঙ্কু!!!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
দেখি চেষ্টা করতে হবে। লেখায় লক্ষ তারা।
চেষ্টা করুন। মজার জিনিস। লক্ষ তারার জন্য লক্ষ লক্ষ ধন্যবাদ।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
যাক, সহজ কিছু পদ্ধতি শেখা গেলো। অনেক ধন্যবাদ।
আপনার অ্যাম্বিগ্রামগুলো দেখার পর থেকেই করবো করবো ভাবছি কিন্তু ফটোশপ বা গিম্প কোনোটাই না থাকায় করা হচ্ছেনা। যাহোক করে ফেলবো শিগগীরই।
@ডেভুটিম: সচল ছাড়া আর সব সাইটের বাংলা তো ঠিকই দেখা যায়। কিন্তু এর আ-কার ই-কার আগে পরে হয়ে যাচ্চে কেনে? নাকি সোলায়মানলিপি নেই বলে? আমি ম্যাক থেকে লিখছি।
এখানে বলতে ভুলে গেছি যে, ব্রাউজার ছিলো অপেরা। অপেরা ছাড়া অন্য ব্রাউজারে ঠিকই দেখায়। কিন্তু কারণটা কি?
সম্প্রতি আমরা ফন্ট এমবেডিং করেছি। ম্যাকের সমস্যাটি সর্ম্পকে আমরা অবগত এবং এর সমাধান তৈরীর চেষ্টা করছি। ফন্ট এমবেডিং যেমন লিনাক্স সহ অন্যান্য মেশিনি সচলায়তন পড়তে সাহায্য করছে তেমনি ম্যাকে এই সমস্যাটি তৈরী করছে। লক্ষ্য করবেন ফন্ট না থাকলে অন্যান্য সাইট পড়া না গেলেও বেশীরভাগ ক্ষেত্রে সচলায়তন পড়া যায়। আশা রাখি শীঘ্রি একটি ফুল প্রুফ সমাধান বের করতে পারব আমরা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নতুন মন্তব্য করুন