আমাদের ভালবাসার ছাদটি

নাশতারান এর ছবি
লিখেছেন নাশতারান (তারিখ: বিষ্যুদ, ১৮/০২/২০১০ - ২:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই আমাদের ছাদে
দত্যি দানোর মজমা জমে,
অসহ্য আহ্লাদে।
জোট বেঁধে সব ঘোট পাকিয়ে
ফন্দি ফিকির ফাঁদে।
আমার নিজের ছাদে।
কী ভাবে সব?
এই তান্ডব
সইব নির্বিবাদে?
খুঁটিগাড়া প্রেতবাহিনীর
টুঁটি ছেড়ার আশায়
এই আমাদের বাসায়
ওঝা আসেন সদলবলে।
তাঁদের সেবায় ফুলে ফলে
উপচে পড়ে ডালা।
শালা!
সরষে দানায়
ভূতের ছানা
ঘাপটি মেরে বসে।
হাতুড়েদের দোষে
পিশাচেরা দাপিয়ে বেড়ায়
এখনো এই ছাদে।
জলখাবারের স্বাদে
ওঝা থাকেন মুখ ডুবিয়ে।
নীরব অবসাদে।
রোজই বলেন
আসবে সুদিন
এইতো দু’দিন বাদে।
দানবকুলের দাপট দেখে
স্বপ্নগুলো কাঁদে
আমার প্রিয় ছাদে।
ছাদ কি ওদের গিলতে দেব
বিনা প্রতিবাদে?
নতুন কোন মন্ত্র পাব
কোন সে মতবাদে?
আর কতদিন প্রেত চরবে
অশঙ্ক প্রসাদে?
তোমার-আমার ছাদে?


মন্তব্য

স্বপ্নাহত এর ছবি

ভাল্লাগসে চলুক

---------------------------------

বাঁইচ্যা আছি

---------------------------------

বাঁইচ্যা আছি

নাশতারান এর ছবি

জেনে আমারো ভাল্লাগ্লো। হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অনার্য সঙ্গীত এর ছবি

ভালইছে চলুক
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নাশতারান এর ছবি

আইচ্ছা দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হুম... ঠিকাছে
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নাশতারান এর ছবি

হুমমমম ...

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তাসনীম এর ছবি

চলুক

ছাদ প্রেতমুক্ত থাকুক, ওঝাদের কাজ শুরু হোক।

+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

নাশতারান এর ছবি

হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তিথীডোর এর ছবি

হাসি

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নাশতারান এর ছবি

হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

বর্ষা এর ছবি

চলুক

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

নাশতারান এর ছবি

হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

শুভাশীষ দাশ এর ছবি

ঠিকাছে

নাশতারান এর ছবি

ঠিক তো?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

আনন্দী কল্যাণ এর ছবি

দারুণ!!
সর্ষের ভূত সঠিক ওঝার হাতে পড়ুক ।

-------------------------------------------------------------------
স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়

গৌতম এর ছবি

ছড়া দারুণস হয়েছে। হাসি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নাশতারান এর ছবি

জেনে দারুণস খুশি হলাম। দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

নুরুজ্জামান মানিক এর ছবি

ভাল হয়েছে ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নাশতারান এর ছবি

ধন্যবাদ।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অনুপম ত্রিবেদি এর ছবি

ভুত-প্রেত হীন ছাদে বাল-বাচ্চা, পরিবার-পরিজন, ভাই-বেরাদর, বন্ধু-স্বজন নিয়া হা কইরা হাওয়া খাইতে চাই ... ... ...

ছড়াটা 'জুশ' হইছে।

===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নাশতারান এর ছবি

শুনে দিল "খুশ" হলো। দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

চমৎকার ।
পড়াতে গিয়ে আরাম পেলাম ।

বোহেমিয়ান

অতিথি লেখক এর ছবি

কঠিন হৈল...তবে, যাদের উদ্দেশে লেখা, তাদের কানে বা মাথায় তো যায় না।

অতিথি লেখক এর ছবি

হ্যা , আর কত দিন !?

(nuttyprofessor)

অতিথি লেখক এর ছবি

এমন ছড়া কী করে লেখেন আপনারা?
অসাধারণ।
সচলের ছড়াকারদের ছড়া পড়তে পড়তে আমি মনে হয় ছড়ার প্রেমে পড়ে যাচ্ছি...

সন্ধ্যা

নাশতারান এর ছবি

ছড়াপ্রেম অমর হউক। দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

ওঝা দিয়ে কাজ হবে না
ঝাড়ু নিন নিজ হাতে
সবাই মিলে এগিয়ে আসি
প্রেতচাষ থামাতে।

বুনোঁহাস আপু, বুনোহাঁসাপু, এই নাদান বান্দার জন্য একটা এ্যম্বি দেন না, প্লিজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জ। আমি নিজে একটা চেষ্টা নিসিলাম। auto

কম্পুতে পারিনা দেখে খাতা কলমে করসি। বিশেষ কিছু দাঁড়ায় নাই। আপনার কৃপাদৃষ্টি কামনা করছি।

---- মনজুর এলাহী ----

নাশতারান এর ছবি

মূল পোস্টেই দিলাম। দেরি হওয়ার জন্য দুঃখিত। নানান গিয়ানজামে বেমালুম ভুলে গিয়েছিলাম আপনার অ্যাম্বিগ্রামের কথা।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

ভাল লেগেছে হাসি
ছড়াপ্রেম অমর হউক হাসি

"অকুতোভয় বিপ্লবী"
___________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...

নাশতারান এর ছবি

দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

দুষ্ট বালিকা এর ছবি

হেহে...

আই লাইক্স!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নাশতারান এর ছবি

হে হে ... বালিকা রক্স!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

যুধিষ্ঠির এর ছবি

কয়েকটা জায়গায় ছন্দটা কেমন যেনো লাগলো, তবে সব মিলিয়ে মন্দ না। এমন আরও আসুক।

নাশতারান এর ছবি

পড়ার জন্য ধন্যবাদ। হাসি

আসলে অন্ত্যমিলের এ ধরনটা পরীক্ষামূলক। কোন বাঁধাধরা ছক নেই। কেমন যেনো লাগাই স্বাভাবিক।

এটা দেখতে পারেন।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

যুধিষ্ঠির এর ছবি

হ্যাঁ, ওটা পড়লাম। ওটাই বেশি ভালো লাগলো, যদিও একটু কেমন যেনো ভাব ওটাতেও আছে। হাসি

মূলত পাঠক এর ছবি

খাসা ছড়া।

নাশতারান এর ছবি

আপনার খাসা লেগেছে জেনে খুশি হলাম। দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

রিখি এর ছবি

আপু তুমি তো খুব সুন্দর ছড়া লিখো! কিভাবে একিসাথে ছন্দ-রূপক-মূলভাবের এই সমন্বয় আনলে?
জটীল প্রতিভা!

নাশতারান এর ছবি

ধন্যবাদ, রিখি। হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

শাফক্বাত এর ছবি

দারূণ কবিতা। এমন লেখা পড়লে খুব অসহায় লাগে।
আমার মেয়ের নাম Zaina আরেকজন Zaiba.
আপনার লেখা পড়ে অ্যাম্বি করতে গিয়ে পারলাম না। মন খারাপ
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।

নাশতারান এর ছবি

কবিতা না তো, আপু। ছড়া। ভালো লেগেছে জেনে খুশি হলাম।

জাইনা-জাইবার জন্য এটা। ঠিক অ্যাম্বিগ্রাম না। সোজা দেখলে জাইনা, উলটে ফেললে জাইবা।

z2

z

দেখুন পছন্দ হয় কীনা।

অনেক দিন আপনার লেখা পাচ্ছি না, আপু। লিখুন কিছু।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

চমত্কার লাগলো। আপনার ছন্দে মুন্সিয়ানা রয়েছে।

অতিথি লেখক এর ছবি

খুব ভাল লাগলো। ছন্দে আপনার মুন্সিয়ানা দেখে চমতকৃত হলাম। - কনীনিকা

নাশতারান এর ছবি

ধন্যবাদ, কনীনিকা।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মর্ম এর ছবি

'মনের মুকুরে' এ ছাদটি জায়গা পেল বোধ হয়!

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।