[ গল্পটা আন্তর্জাল থেকে প্রাপ্ত। পড়ামাত্র এরশাদ দাদুর কথা মনে পড়ে গেল। ]
ঢাকার এক স্বনামধন্য ডায়াগনস্টিক সেন্টারে এরশাদ। সঙ্গে অষ্টাদশী এক তরুণী। পরীক্ষানিরীক্ষা করে জানা গেলো তরুণী সন্তানসম্ভবা।
ডাক্তার: মেয়েটি আপনার কী হয়?
এরশাদ: (সলজ্জ হেসে) জ্বি, আমার স্ত্রী। তা, কেমন দেখলেন, ডাক্তার সাহেব?
ডাক্তার: একটা গল্প বলি। আমার পরিচিত এক ভদ্রলোক ভীষণ শিকারপ্রেমী। শিকার করার কোন সুযোগই তিনি হাতছাড়া করেন না। একদিন হলো কী, সকাল বেলা তাড়াহুড়ো করে ঘর থেকে বেরুতে গিয়ে বন্দুকের বদলে ছাতা হাতে শিকার করতে রওনা হলেন তিনি। বনের একটু ভেতরে যেতে না যেতেই বলা নেই কওয়া নেই, এক রয়েল বেঙ্গল টাইগার এসে হাজির তার সামনে! তিনি হুড়মুড়িয়ে হাতের ছাতাটা বাঘের দিকে তাক করে ছাতার বাঁটে দিলেন চাপ। তারপর কী হলো বলুন তো?
“ কী? ” খানিকটা কৌতূহল, খানিকটা বিভ্রান্তি নিয়ে জানতে চাইলেন এরশাদ।
“ সঙ্গে সঙ্গে বাঘ কুপোকাত। ওখানেই মরে চিৎপটাং।” ডাক্তার বললেন।
“ এইটা কীভাবে সম্ভব! ” চূড়ান্ত অবিশ্বাসের সুরে এরশাদ বললেন, “ নিশ্চয়ই অন্যদিক থেকে কেউ গুলি করেছিলো বাঘটাকে।”
ডাক্তার সাহেব মুচকি হেসে বলেন, “ আমিও ঠিক সেটাই বলতে চাচ্ছিলাম।”
মন্তব্য
- গুল্লিটা তাইলে কে করলো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সেইটা জানার জন্য ময়নাতদন্ত করা লাগবে। ময়না জোগাড় করেন একটা।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
- ময়না তো আছেই। এরশাদের পরিবার। ইনারে জিজ্ঞেস করলেই তো হয়ে যায়, গুল্লিটা কে করছিলো আফা?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এখানেই ময়না নীরব।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
হাহহাহা
এরশাদরে এতোটা অক্ষম ভাবা ঠিকনা!
এই ৮০ বছরেই যাযা কৈরা দেখাইছে তা সক্ষম লোকরেও ঈর্ষান্বিত করে।
anyway গুলিটা কে করছিলো?
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
বনে কতো চোরাশিকারী! কয়জনের খোঁজ রাখা সম্ভব?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
গুল্লিটা কে করলো? ঝাতির বিবেকের কাছে আমারও প্রশ্ন সেটাই।
এরশাদকে পটুয়া কামরুল হাসান নাম দিয়েছিলেন বিশ্ব বেহায়, এখন বুঝতে পারি তিনি বিশ্ব লুইচ্যা ও।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
এরশাদ হইলো বিশ্ব কবি - এত ভাষায় আর কার কবিতা অনুদিত হইছে বলেন?
আম্মো ঝান্তে ছাই দেখেই ঝাতির সামনে প্রসঙ্গ উত্থাপণ করলাম। এখন ঝাতির বিবেকই এ রহস্য উদ্ঘাটন করুক।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এরশাদ চাচারে নিয়া রসিকতা করনের লাইগা তেব্র দিক্কার জানাইলাম , আমাগো এরশাদ দাদুর যা জোর, ৩ মাইল দূর থিক্কা গুল্লি করলেও বাঘ ঠিকই মরতো
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
বলা যায় না। ভয়ে বাঘের হার্ট অ্যাটাকের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না একেবারে।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
গুলি কেন? ডিজিটাল যুগে ওয়্যারলেস প্রযুক্তির কথা ভুলে গেলে চলে
হ। নীল দন্ত (ব্লু টুথ) প্রযুক্তি আছে। কামড়ে দেয়ার জন্য।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এই প্রসংগে একটি পেপার হেডিং এর কথা মনে পড়লো। বিদিশার সাথে এরসাদের ক্যাচালের সময় আজিজ মুহাম্মদ ভাই বলেছিলেন, বিদিশার সন্তানের বাবা কে আমি জানি না, তবে আমি নই এতোটুকু নিশ্চিত।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
খেক খেক!!
কমেন্ট গুলাও সব সেই রকম!! দুই নম্বর নীল দন্ত (ব্লু টুথ ২ ) এই কাম করছে!!
_________________________________________
বোহেমিয়ান কথকতা
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
এক নম্বর, দুই নম্বর কে জানে?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
চিরসবুজ এক গল্প।
এরশাদ কাগুর নামে আরও ভালো পাইলাম।
______________________________________
লিনলিপি
______________________________________
লীন
উনি হলেন পেলাস্টিকের গাছ। উনার মতো চিরসবুজ আর কে আছে এই জঙ্গলে?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
জনাবের বৈধ দ্বিতীয় বধুটি একবার বোধ হয় বেফাঁস বলে ফেলেছিলেন-"উনি এখনো যথেষ্টই তরুণ!"
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
তাহলে তো ডাক্তারের নামে মানহানি মামলা করা দরকার।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এইটা কিছু না
বৌয়ের লগে বয়ফ্রেন্ড ফ্রি নেয়ার বোনাস
ফ্রি বয়ফ্রেন্ড কি ভালো?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ফ্রি সার্ভিসের জন্য তো অবশ্যই ফ্রি বয়ফ্রেন্ড ভালো
বেল পাকলে কাকের কী? ফ্রি সার্ভিস তো আর নিজে পাবে না।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ফ্রি সার্ভিস না পেলে এরশাদ ডায়াগনস্টিক সেন্টারে যায় কীসের আশায়?
সাট্টিফিকেটের আশায়। কারণ আদালত প্রমাণ ছায়!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
??? আদালত আবার পৌরুষের প্রমান চাওয়া শুরু করলো কবে থেকে?
এমন আক্ষরিক অনুবাদ করলে চলবে? একটু ভাবানুবাদ করে নেন।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এরশাদ সলজ্জ হেসেছে, এটাইতো মনে হয় মূল কৌতুকটা নাকি?
ভালো বলেছেন।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
অনেক আগে কোনো এক পত্রিকায় এরশাদের প্রথম স্ত্রী এরশাদেরর অন্যান্য বান্ধবীদের অন্তঃস্বত্তা হওয়া প্রসঙ্গে বলেছিলেন,
" এরশাদের যদি সে ক্ষমতা থাকতো তো দেশ এতদিনে কচিকাচায় ভরে যেত" !!!!!!!
চূড়ান্ত অশ্লীষ!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
হ। আপনি পইড়েন না কিন্তু!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এই গল্পতো পুরাই কস্কী মমিন !
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ভাইডি, দুইবার কমেন্ট চলে এসেছে। এটা ঘ্যাচাং করে দেন না! মামাবাড়ির আবদার!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
তিথী সিন্ড্রোম আপনারেও ধরলো?
এখন মডুমামাদের পারমিশম ছাড়া আপনার আবদার রাখি ক্যাম্নে? আমি তো মামাবাড়ির মেহমান।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
তিথী সিন্ড্রোম!!
হে মডুমামারা, "পারমিশম" দিন..
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
মেহমানদের জন্য "পারমিশম" একটা নিকিশাপূর্ণ ভ্রান্ত ধারমা।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এরশাদের সামর্থ্য নিয়ে ডাক্তারের উন্নাসিক ভাবনাকে তিব্র ধিক্কার !!! অই ডাক্তার জানেনা কাকা কি চিজ
russell.huq@gmail.com
হ
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
গুলিটা তাইলে আইলো কোন থাইক্যা!
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
কী জানি? ছাতার ভিতর বন্দুক লুকানো ছিলো মনে হয়।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
গুলি টা কে করলো? (
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
আপনি কান্দেন ক্যান?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ছাতা দিয়াও আজকাল বাঘমরে। সবই নীলবড়ির মজেজা।
ছাতার সাথে বড়ির কী সম্পর্ক?
বুচ্ছি।
নীলবড়ি মানে বিষাক্ত বড়ি। বাঘকে তাহলে বিষপ্রয়োগপূর্বক ছত্রাঘাতে হত্যা করা হয়েছিলো! ইয়া হাবিবি ...
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এই সেই নীলবড়ি। বিষাক্ত কি না জানিনা, তবে এর অতিব্যবহারে মানুষ মরেছে সেটা শুনেছি।
ছিঃ আপু, তুমি এত্তো অশ্লীষ? [হাহাহাআহাহাহা... ]
-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ঠিক বলছেন - তবে অছলিল বানান ভুল
এই অশ্লীষ ইঙ্গিতের মর্তবা কী?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এইটার পিছনে বিস্তর বাঙলা অতীত ইতিহাস আছে
আমিও তেমনটাই সন্দ কর্সিলাম
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
তাজ্জব ব্যাপার! হাসো কেন? এইটা তো একটা সামাজিক অ্যাকশনধর্মী গল্প!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ছিহ!
এইসব বড়োদের গল্প।
আমি পড়ি নাই।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আমিও না
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
হে হে - আপনে খালি লেখেন
এই জন্যই এরশাদের জমানাতেই একজন বলেছিলেন, বন্দুকের নল নয় চামড়ার নলই বেশি শক্তিশালী।
কে গুলি করলো, জানতে পারলে আরেকটা পোস্ট দিয়েন
- হ, আর সেই পোস্টে বিডিআরের নামটা ঢুকায়া দিয়েন। কোলন ডি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সে কী? আপনি কি উনাকে সন্দেহ করছেন নাকি, ধুগোদা?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
- সন্দেহ, সন্দেহ কোত্থেকে আসলো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পরের পোস্টে কোন চরিত্রে আপনি বিডিআর ভাইকে কাস্ট করতে বলেন? এখানে তো ঐ একটা সন্দেহজনক চরিত্রই খালি আছে। সেই চোরাশিকারী।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
- তার মানে, আপনি ইন্ডাইরেক্টলি কী বলতে চান? বিডিআরই এরশাদের ঘর বরাবর গুল্লিটা মারছে?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি কই বললাম?
আপনিই তো পথ বাতলে দিলেন।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
- হ, সব দোষ এখন এই গরীব ধুগোর। ইট্টু পরে নিশ্চই বলবেন এই পোস্টও আমি লিখে দিছি আপনারে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি ভাবছিলাম আপনাকেই বলবো এ রহস্যের একটা কূলকিনারা করতে। বন্দুক আর গুলি বিষয়ে আপনারই তো বেশি জানার কথা
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আমিও শিমুল আপার মতো। এই পোস্ট পড়িনাই। পড়লেও বুঝিনাই।
২০১৮ সালে আমার বয়স ১৮ হবে, তখন পড়ে যাবো।
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
১৮ বছরের নিচের কারুর এই পোস্টে ঢোকাই নিষেধ। তাও ভালো যে আপনি পড়েন নাই।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
বিদিশার বইটা পড়া উচিত সবার। ব্যাপক জ্ঞানের সমাহার
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
লুলের রাজ্যে পৃথিবী গদ্যময়
বাঘ, হরিণ আর গরু, গাধায়
একটুকু লুল ঝরালে এমন
কি ই বা ক্ষতি হয়???
মজা পাইলাম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এরশাদ দাদু বায়ু পরাগী
নতুন মন্তব্য করুন