তোর জন্য, বন্ধু

নাশতারান এর ছবি
লিখেছেন নাশতারান (তারিখ: রবি, ০১/০৮/২০১০ - ১১:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

দুদিন ধরে নেট নেই। সচলে ঢোকা হয়নি। ব্যানারও তাই দেখিনি। অমুক দিবস, তমুক দিবস আমার মনে থাকে না। মোট কথা, আজ যে বন্ধুত্ব দিবস ছিলো আমার জানা ছিলো না। বন্ধুদের এসএমএস পেয়ে যখন জানলাম, তখন আমি কামলা খাটতে ব্যস্ত। নেটের টাকা ভরে লগইন করতে করতে রাত হয়ে গেলো। বন্ধুত্ব দিবস কীভাবে উদযাপন করতে হয় আমার জানা নেই। আমি বন্ধুদের কখনো ধন্যবাদ জানাই না। বরং মন-মেজাজ খারাপ থাকলে তাদের মেরেকেটে মাথা ঠাণ্ডা করি খানিকটা। নিঃসঙ্গ বিকেলগুলোতে পেছন ফিরে দেখি আমার শত অত্যাচার সয়েও লড়েমড়ে কী করে আমাকে আঁকড়ে রয়েছে এই বন্ধুগুলো! তবুও কখনো কৃতজ্ঞতা প্রকাশ করি না। প্রকাশ করলেও কিছু আসে যায় না। আমার বন্ধুগুলো সব বোকাসোকা মানুষ যারা কিনা ভুলে যাওয়ার অনেক অনেক সুযোগ আর অজুহাত পেয়েও কখনো আমায় ভুলে যায় না।

 

দিন প্রায় শেষ। নতুন কিছু মাথায় আসছে না। পুরোনো একটা ছড়া দিলাম। বন্ধুদের নিয়ে লেখা, তবে বন্ধুত্ব দিবসে নয়। কোনো এক মধ্যরাতের ঝোড়ো আবেগ। আমার সব বন্ধুর জন্য।

 

ঘুম জড়ানো অলস চোখে
আলোর ঝিলিমিলি
বন্ধু আমার, তুই এতদিন
কোন আড়ালে ছিলি?
নিরেট দেয়াল দেয় পাহারা
আঁধার করিডোর,
যায় না দেখা, আমার হাতে
হাতটা জানি তোর।
পথ হারিয়ে ক্লান্ত যখন,
পথ খুঁজি না আর,
তুই আমাকে বললি, “দেখি,
ছোট্ তো আরেকবার!”
ইচ্ছেগুলো জানায় যখন
লাগামছাড়া দাবি,
চোখ রাঙিয়ে পরক্ষণেই
বন্ধু, তোকে ভাবি।
ফুল,পাখি আর সবুজ পাতা
সব হারিয়ে যাক,
বন্ধুরে, তুই যেমন আছিস,
ঠিক তেমনই থাক …
 

 


মন্তব্য

গৌতম এর ছবি

লাইক ইট!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হে হে বুনোহাঁসের লেখায় অস্থানে লাইন ব্রেক কেন? জিমেইল/ডক্স থেকে কপি পেস্ট করা নাকি?

নাশতারান এর ছবি

হ। ডক্স থেকে। হঠাৎ বড়লোক(রিচ টেক্সট এডিটরের মালিক খাইছে) হলে যা হয় আরকি। বেসামাল হয়ে গেছি!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

রিম সাবরিনা এর ছবি

কবিতা ভালো লাগলো...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

http://www.sachalayatan.com/faq/show/716#q_11004

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নাশতারান এর ছবি

এভাবে হলো না তো! ধরে ধরে স্পেসিং ঠিক করতে হলো। সব লেখায় একাজ করতে হলে তো বিপদ!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

তুমি সরাসরি সচলায়তনে লিখে পোস্ট করে দিতে পারো। সেইভ করতে হলে ডকে পরে নিয়ে যেতে পারো।

তাছাড়া পেস্ট এজ প্লেইন টেকস্ট অপশনটাও দেখতে পারো।

ফন্টও কিন্তু ভ্রিন্দা হয়ে আছে। পোস্ট করার আগে সিলেক্ট অল > বিএনজি করে নিলে ভালো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নাশতারান এর ছবি

অনলাইনে লিখে আরাম পাই না। "পেস্ট এজ প্লেইন টেক্সট"-এ কাজ হলো। ফন্টও বদলে দিলাম।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

আমারও মাথায় ছিল না, আজ বন্ধু দিবস।
কতজনের সাথে কথা হল, কেউ কইলো না।

ভালা পাইলাম।
কবিতাটা পছন্দ হইছে। সুপার লাইক্স।

পলাশ রঞ্জন সান্যাল

মুস্তাফিজ এর ছবি

ভালো লাগলো।

...........................
Every Picture Tells a Story

মর্ম এর ছবি

ফুল,পাখি আর সবুজ পাতা
সব হারিয়ে যাক,
বন্ধুরে, তুই যেমন আছিস,
ঠিক তেমনই থাক …

গুপী বাঘা ঢং-য়ে বলা যায়,
"যেমন ছিলি তেমন!!"
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

অতিথি লেখক এর ছবি

অনেক দিন পর বুনোহাঁস! ভালো লাগলো।

বন্ধু দিবস নিয়ে ক লাইন:

বন্ধু মানে
বুকের ভেতর রক্তক্ষরণ
বন্ধু মানে
খুব হতাশায় তাকেই স্মরণ
বন্ধু মানে
এই জীবনের অর্থ খোঁজা
বন্ধু মানে
কঠিন জীবন হঠাৎ সোজা!

জহিরুল ইসলাম নাদিম

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বন্ধু দিবস নিয়ে কাল থেকেই মাতামাতি শুরু হয়েছে। কিন্তু এখনো এতে কেন যেন তেমন উৎসাহ পাই নাই। গতবছর একটা লিখেছিলাম । এরপর আর কিছুই লেখার নাই
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নাশতারান এর ছবি

আমি এদিক দিয়ে অভাগা। আমার ইনবক্স মেসেজে উপচে পড়ে না। হাতে গোনা কজন মেসেজ দেয়। তাদের ভাল্লাগে, তারা দেয়। আমার ভাল্লাগে না, আমি দেই না। শুধু বন্ধু দিবসে না, কোনো দিবসেই আমি উৎসাহ পাই না। আগস্ট আর বন্ধু দিবসের হিসেব করতে বসলে বরং আমার কিছু "গুণধর" বন্ধুকে শূলে চড়ানোর বকেয়া হিসেবটা মনে পড়ে যায়। পরক্ষণে আবার মনে হয়, নাহ! দারুণ কিছু বেহিসেবি বন্ধু সত্যিই আছে আমার। তাই বকেয়া হিসেবগুলো ভুলে গেলেও চলবে।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অনুপম মল্লিক এর ছবি

বন্ধুরে, তুই যেমন আছিস,
ঠিক তেমনই থাক …

জগতে আমার অনেক না পাওয়ার মাঝে কিছু বন্ধু.............. আমাকে অনেক দিয়েছে। সব বন্ধুর তেমনি থাক............ ভাল থাকুক

অনিকেত এর ছবি

ছড়া অতি উত্তম হয়েছে--!

অতিথি লেখক এর ছবি

অতি উত্তম!!!!
মেঘনাদ সচলায়তন ৯১

রানা মেহের এর ছবি

ছোটক্লাসে পড়া ছড়ার মতো মিষ্টি মিষ্টি লাগলো হাসি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

পান্থ রহমান রেজা এর ছবি

ছড়া ভালো লাগলো!

তাজিন [অতিথি] এর ছবি

কবিতাটা খুব সুন্দর...।।

চলুক

হাততালি

ভূঁতের বাচ্চা এর ছবি

আপু, আপনার ছড়াটা পড়ে অনেক ভাল লাগল।
সত্যিকারের বন্ধুদের জন্য আসলে এসব বিশেষ কোনও দিবসের প্রয়োজন নেই।
--------------------------------------------------------

--------------------------------------------------------

নাশতারান এর ছবি

হ। বিশ্ব পরিবেশ দিবস আর বন্ধু দিবস কিন্তু এক জিনিস না। বন্ধুত্ব সংক্রান্ত জীবনমরণ সমস্যা নিয়ে ঢোল পিটানোর কিছু নাই। ফ্রেন্ডশিপ ডে, ভ্যালেন্টাইন ডে এগুলো ব্যবসায়িক পাঁয়তারা ছাড়া আর কিছু মনে হয় না আমার।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

জোহরা ফেরদৌসী এর ছবি

পুরোপুরি একমত । বন্ধু দিবস, ভালবাসা দিবস এসব কিছুই ব্যবসায়িক ধান্ধাবাজি ছাড়া কিছু মনে হয় না । এসবের আগেও বন্ধুত্ব ছিল, ভালবাসা ছিল । বিশেষ দিনে নয় বন্ধুত্ব, ভালবাসা সকল দিনের ।

……………………………………
বলছি এক জ্যোতির্ময়ীর কথা

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

বাউলিয়ানা এর ছবি

বেশ!

[বিষণ্ণ বাউন্ডুলে] এর ছবি

অনেক দিন পর লিখলেন।দেখে ভালো লাগছে।
কবিতাটা মন ছুঁয়ে গেলো,অসাধারন।ভালো থাকুন।

ওডিন এর ছবি

একটা দিনকে বন্ধু দিবস বলা একটা ভ্রান্ত ধারমা। বন্ধু দিবস তো ২৪/৭/৩৬৫! হাসি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

নাশতারান এর ছবি

আমি যেদিন যেদিন বন্ধুদের সাথে আড্ডা দেই সেদিন সেদিন আমার "বন্ধু দিবস" দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আমার প্রত্যেক দিনই বন্ধু দিবস! বাঁচার জন্যে শ্বাস-প্রশ্বাস চাইই, বন্ধুত্বও অমনি! দিন-কাল কী?! হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নাশতারান এর ছবি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।