ইডিপাস ও স্ফিংস

নাশতারান এর ছবি
লিখেছেন নাশতারান (তারিখ: রবি, ১৪/১১/২০১০ - ৪:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইডিপাস ধাঁধাঁর উত্তর দিতে পারায় লজ্জায় স্ফিংসের নাক কাটার জোগাড়। সেই যে সেই বিখ্যাত ধাঁধাঁটা- কোন প্রাণী সকালে চার পায়ে, দুপুরে দুপায়ে আর সন্ধ্যায় তিন পায়ে হাঁটে? স্ফিংস মনে মনে প্রতিশোধ নেবে বলে স্থির করে।
 
সুযোগের অপেক্ষায় দিন গুনতে গুনতে কেটে যায় বেশ কয়েক বছর। এরপর একসময় থিবয থেকে ইডিপাসের নামে নানান গর্হিত গুজব ভেসে আসতে থাকে। স্ফিংস ভাবে ঝোপ বুঝে কোপ মারার এ-ই মোক্ষম সময়। সে কেতাদুরস্ত পোশাকে(সিংহের থাবা আর ঈগলের ডানার ফ্যাশন আর নেই), দরকারি সাজসরঞ্জাম নিয়ে জাঁহাবাজ সাংবাদিক সাজে
 
ইডিপাস তখন প্লেগবিষয়ক এক সংবাদসম্মেলনে বিবৃতি দিচ্ছে যে পয়ঃব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাম্প্রতিক মহামারীটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে আর যারা দুর্ভাগ্যজনক মৃত্যুর শিকার হয়েছে তারা আজ হোক কাল হোক মারা তো যেতই। সাংবাদিকেরা নানান প্রশ্ন করতে শুরু করে। অত্যুৎসাহী সব সাংবাদিকের বিবিধ ওজনের প্রশ্নোত্তর শেষে একসময় স্ফিংসের পালা আসে। ইডিপাসকে একহাত দেখে নেওয়ার লক্ষ্যে(হাজার হোক প্রশ্নের জট পাকাতে তার জুড়ি নেই) সে বলে: “মহারাজ, আলফা-পাই নিউজ এজেন্সির পক্ষ থেকে বলছি। শোনা যাচ্ছে মহারানী জোকাস্টা, যিনি প্রতিরাতে আপনার শয্যাসঙ্গী হন, তিনি নাকি আপনার মা, আর কুড়ি বছর আগে যে মহারাজা লাইওসকে আপনি ঘটনাচক্রে হত্যা করেছিলেন তিনি নাকি আপনার পিতা। এ ব্যাপারে কিছু বলবেন কি?”
 
“ক্ষোভের সাথে অস্বীকার করছি। এই মানহানিকর প্রচারণার মূলে রয়েছে আমার শত্রুদের প্ররোচনা। শুধু আমার নয় এরা থিবযের তাবৎ জনতার শত্রু, যেকোনো শুভবুদ্ধিসম্পন্ন মানুষের শত্রু”, রাজার তাৎক্ষণিক উত্তর।
 
“বেশ! আপনার মতে এসব ‘মানহানিকর প্রচারণার’ পেছনে কাদের হাত রয়েছে অন্তত সেটুকু তো জানতে পারি!” স্ফিংসের ঠোঁটের কোণে পোশাকি হাসি।
 
এবার ইডিপাস চিন্তায় পড়ে যায়: টেইরেসিয়াসের নাম নিলে সেই উন্মাদের আহাম্মক ভক্তরা ক্ষেপে যাবে; ক্রেয়নের কথা বললে ওই বজ্জাতের সমর্থকেরা ক্ষেপবে; অ্যান্টিগনির উপয় দায় চাপালে ক্ষেপবে আমার এই নামকাওয়াস্তে মেয়ের দরদী নারীবাদীরা। আর যদি হেঁয়ালি করে বলি ‘মানুষ’, যেমন করে বিশ বছর আগে স্ফিংসের ধাঁধাঁর উত্তরে হেঁয়ালি করে ‘মানুষ’ বলেছিলাম … কী যে করি? হুম, পেয়েছি! এবার দৃঢ়কণ্ঠে সে বলে ওঠে, “আছে একজন, এক বিদেশি, এক বুদ্ধিজীবী, এক ইহুদি। নাম ফ্রয়েড। এ তারই কাজ!”
 
লেখক: আন্দ্রে কর্নিয়া, অধ্যাপক, রাজনৈতিক দর্শনশাস্ত্র, ইউনিভার্সিটি অফ বুখারেস্ট

গল্প খুঁজে দিয়েছেন শুভাশীষদা।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হাসি চলুক
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নাশতারান এর ছবি

হাসি দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

অনুবাদ আগেরগুলোর তুলনায় ঝরঝরে হয়েছে মনে হল। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নাশতারান এর ছবি

কী জানি বাপু? Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

কৌস্তুভ এর ছবি

উত্তম জাঝা!

নাশতারান এর ছবি

Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সুরঞ্জনা এর ছবি

দারুণ! হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

নাশতারান এর ছবি

Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

দ্রোহী এর ছবি

হ!

ফ্রয়েড শালা একটা ফালু!


কাকস্য পরিবেদনা

নাশতারান এর ছবি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

পান্থ রহমান রেজা এর ছবি

শুরুর দিকে দিলো, করলো, সাজলো শব্দগুলোর ব্যবহার যুইতেবল হয় নি। এটা আমার একান্ত অভিমত! হাসি

নাশতারান এর ছবি

বদলে দিলাম। হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সুহান রিজওয়ান এর ছবি

মজা লাগলো...

কিছু টুকুন গল্প শুভাশীষদা আমায়ও পাঠিয়েছেন, তার জন্যে ধন্যবাদ। এইসব গল্প একদিন অনুবাদ করবোই, অন্ততঃ চেষ্টা করবোই- সন্দেহ নাই। আপাততঃ কয়েকদিন একটু 'পড়া' নিয়ে থাকতে চাই। লেখাজোকা আপাতত বাদ...

_________________________________________

সেরিওজা

নাশতারান এর ছবি

গল্পটা মজার। আর শুভাশীষদা যেগুলো দিয়েছেন তার মধ্যে এটার সাইজ সবচেয়ে আরামের। হে হে হে ...

তুমি ‘পড়ে’ আসো। অপেক্ষায় থাকলাম।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

নাশতারান এর ছবি

Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মুস্তাফিজ এর ছবি

চলুক

...........................
Every Picture Tells a Story

নাশতারান এর ছবি

Smiley

জবাবের পাশেই ঘ্যাচাং বোতাম। ভুলে চাপ লেগে মন্তব্য নাই হতে চলেছিলো প্রায়।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মুস্তাফিজ এর ছবি

নীচের স্মাইলিটা দারুণ

...........................
Every Picture Tells a Story

নাশতারান এর ছবি

হে হে হে ... অনেক মজার মজার স্মাইলি আছে।

এই দেখেন পাগলা স্মাইলি


...


...

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

guest writer rajkonya এর ছবি

আপু,
এত মজার মজার স্মাইলি কোথায় পাও শুনি? আমাকেও দাও না। লইজ্জা লাগে

পুরাণ নিয়ে আমারও বেশ আগ্রহ আছে। তবে তোমার গল্পটা যা কঠিন! আমি কিচ্ছু বুঝি নি। ইয়ে, মানে...

নাশতারান এর ছবি

ছবির উপর রাইট বাটন চেপে image location কপি করলেই পাবেন।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

guest writer rajkonya এর ছবি

সেটা তো করলাম। কিন্তু এপ্লাই করতে পারছি না। মন খারাপ
তবু অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
হাসি

স্নিগ্ধা এর ছবি

হা হা হা - সেই!! যত দোষ, ফ্রয়েড ঘোষ! অনুবাদ ভালো লাগলো, আবারও হাসি

নাশতারান এর ছবি

ধন্যবাদ, আপু!
হ! যত দোষ, ফ্রয়েড ঘোষ! দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

প্রথমে তো মৌলিক ভেবেই পড়তেছিলাম, শেষে দেখি অনুবাদ...
ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নাশতারান এর ছবি

নিজে নিজে এমন লিখতে পারলে তো বর্তেই যেতাম, নজু ভাই! তাও অনুবাদটা সসম্মানে উতরে গেলো জেনে খুশি হলাম হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

রোমেল চৌধুরী এর ছবি

ভালো লেগেছে!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নাশতারান এর ছবি

হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

বুনো কে শুভেচ্ছায় ধুনো না করে পারছি না!

জহিরুল ইসলাম নাদিম

নাশতারান এর ছবি

ধুনো করার জন্য ধন্যবাদ। হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

আঁকাইন এর ছবি

সুন্দর অনুবাদ পড়ে ভালো পেলুম... হাসি
ধন্যবাদ।
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।

============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।

নাশতারান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

রশদ এর ছবি

চলুক

নাশতারান এর ছবি

আচ্ছা, চলুক হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

রানা মেহের এর ছবি

গল্প বেশি ভালো লাগেনি।
তবে অনুবাদ সুন্দর।
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নাশতারান এর ছবি

Smiley

Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

জ্বালাময়ী! ঝরঝরা! জব্বর!

নাশতারান এর ছবি

ধন্যবাদ!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

চলুক

নাশতারান এর ছবি

ধন্যবাদ, হে নামহীন অতিথি!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

দুষ্ট বালিকা এর ছবি

অনুবাদ ভালো লাগলো, গল্পটা কেমন জানি! হয়তোবা বুঝতেই পারি নাই! ইয়ে, মানে...

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নাশতারান এর ছবি

বুচ্ছি। তুমি বুইলতে চাচ্ছো যে লেখক আমার মতো ভালু না চোখ টিপি

ভুখে আয়, ভইন! Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

কিসের কি? গল্প বুঝি নাই? একটুখানি খালি বুঝছি। দূষারোপের রাজনীতির গল্প। নাকি তাও না?

-সমুদ্র সন্তান

নাশতারান এর ছবি

যা বুঝবেন তা-ই সই হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

শুভাশীষ দাশ এর ছবি

গল্পটা চাল্লু। অনুবাদ ভালৈছে। আরো করেন।

-----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

নাশতারান এর ছবি

হ দ্য ইয়েস!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

নিবিড় এর ছবি
নাশতারান এর ছবি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

অনুবাদ ভালো হয়েছে, তবে গল্পটা আমার কাছে একেবারেই ভালো লাগেনি। এমন গল্প অনুবাদের পিছনে সময় দেয়াটা আমার দৃষ্টিতে "অযথা"। তবে অনুবাদের পরিশ্রমটা যার, কাজটা করতে তার ভালো লাগলেই চলে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নাশতারান এর ছবি

অনুবাদ করতে মজা লাগে আমার Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

টিউলিপ এর ছবি

চলুক
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

নাশতারান এর ছবি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

বইখাতা এর ছবি

চলুক

নাশতারান এর ছবি

Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মাহবুব লীলেন এর ছবি

হায় হায়। এমন একটা উদ্দেশ্যমূলক গল্পের মৌলিক অনুবাদ!

নাশতারান এর ছবি

হো হো হো

ধন্যবাদ দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সাদাকালোরঙ্গিন এর ছবি

অনেকেরই ইডিপাস কমপ্লেক্স এর ঘটনাটা জানা নেই। তাই গল্পটা দুর্বোধ্য মনে হয়েছে হয়ত। স্যাটায়ার হিসাবে খুব সুন্দর। অনুবাদ অতুলনীয় ।

তাপস শর্মা এর ছবি

চরম লাগল। ওফ কেন যে এই গল্পটা আগে পড়িনি। থ্যাংকস টু " আমারে নিবা মাঝি "। এন্ড বুনো ম্যাম খুব ভালো অনুবাদ হল। এরকম কিছু লেখা আরও লিখেন না। সত্যিই অসাধারণ

নাশতারান এর ছবি

ধন্যবাদ। আসলেই অনেকদিন হলো অনুবাদ করি না। হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।