ছবিগুলো অক্টোবরের শেষ নভেম্বরের শুরুতে তোলা। আশা করি ভালো লাগবে সবার।
ছবিগুলো যদি ছোট দেখা যায় তবে ফ্লিকারে দেখতে পারেন।
মনখারাপ করা ছায়াসকল The Saddened Shadows |
চুপচাপ A Silent |
গঠনের সৌন্দর্য Beauty of Appearence |
ঝুলন Swinging |
এইসব ভাললাগে |
জলজ খেলা - Aqueous Game |
জলনৃত্য - Water-dance http://farm5.static.flickr.com/4045/4213031409_ea48666304_s.jpg |
জলে তৈরী মার্বেল |
স্রোত Stream |
জলছাপ Watermark 1 |
জলছাপ Watermark 2 |
জলপোনা |
জলের মানচিত্র Water-map |
বিষণ্ণ জানালা |
প্রণয় Romance |
ছবিগুলো দেখতে দেখতে নিশ্চয় বাদামসব শেষ করে ফেলেছেন! |
মন্তব্য
বিষণ্ণ জানালা, এইসব ভালোলাগে-- ভালো লাগলো
ছবিগুলোর ৫০০পিক্সেল ভার্সন দিতে পারতেন। তাহলে এখানেই ভালো করে দেখা যেতো।
ওহ্, জলছাপটাও সুন্দর হয়েছে। কিন্তু ডানের উপরে এবং বাম পাশের নীচের দিকে আউট অব ফোকাস হয়েছে মনে হচ্ছে।
ধন্যবাদ, প্রকৃতিদা (আপনার নামটা জানি না)। ছবিগুলো বড় করে এখানে কীভাবে দেয়া যাবে একটু যদি বলতেন।
শুভেচ্ছা।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
সচলায়তনে আমি প্রকৃতিপ্রেমিক বললেই খুশি হবো
ছবি বড় করার ব্যাপারটা হিমু বলেছে, তবে মন্তব্যের ঘরে ৫০০পিক্সেলের ছবি দিলে ছবি ডান দিকের মার্জিনের বাইরে চলে যায়। তাই আমি এইচটিএমএল কোডে ৫০০ পরিবর্তন করে ৪৮০ করে দেই। (বাংলা থেকে ইংরেজী কী-বোর্ডে যেতে Esc চাপুন)
...............................
নিসর্গ
ফ্লিকারে লগ ইন করুন। ছবিতে ক্লিক করার পর "শেয়ার দিস" বলে একটা অপশন আসে ডানে, ওখানে ক্লিক করলে "গ্র্যাব দিস এইচটিএমেল" বলে একটা অপশন আসবে। ওখানে যে কোডটা আছে সেটা পেস্ট করে দিলে ছবিটা এখানে সরাসরি চলে আসবে।
ধন্যবাদ, হিমুদা।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
টেস্ট করে দেখি অন্য একটা ছবি দিয়ে।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
আমি একটা টেস্ট করব, দেখি কি হয়।
মধুবন্তী।
http://www.flickr.com/photos/45894830@N07/?saved=1
এই কোড কি? না কি ভুল করলাম.....
একটু সাহায্য করেন না কেউ, আমি তো ছবিই আনতে পারলাম না, লিঙ্ক এলো শুধু।
মধুবন্তী
উপরে হিমুর মন্তব্যেই বলা আছে। ছবির মালিক ইচ্ছে করলে শেয়ারিং ডিজ্যাবল করে রাখতে পারে, সেক্ষেত্রে শুধু Grab the link পাবেন, Grab the HTML পাবেন না।
ফ্লিকারের ছবির লিংক পোস্ট করা
ছবিটির স্বত্বাধিকারী: সচল কিংকর্তব্যবিমূঢ়।
এবার হবে, আশা রাখছি। আসলে পাবলিক না রেখে প্রাইভেট রেখেছিলাম। প্রকৃতিপ্রেমিক ও হিমু ভাইকে ধন্যবাদ।
খুব ভালো লাগলো ছবিগুলো।
অনেক শুভেচ্ছা!
বিনীত।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
দারুণ সব ছবি,
আর আপনি অনুমতি দিলে 'চুপচাপ' কে ক্রপ করে সেলফোনের ওয়ালপেপার বানাতে চাই।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
কেন নয়! ব্যক্তিগত কাজে ইচ্ছেমতন ব্যবহার করতে পারেন। আমার নাম ও ফ্লিকার লিঙক দিয়ে অন্যখানে-ও ব্যবহার করতে পারেন।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
অসাধারণ ছবিগুলি। প্রথমটা সবচে' ভালো লাগলো। এ'রকম ছবি দেখলে কবিতা-টবিতা লিখে ফেলা যায়।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
ধন্যবাদ। লিখে ফেলুন না কয়েকটা কবিতা।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
নতুন মন্তব্য করুন