। তিল-গপ্পো । বারান্দায় একজন কমলাখোর ঝুলে আছে

আশরাফ মাহমুদ এর ছবি
লিখেছেন আশরাফ মাহমুদ (তারিখ: বিষ্যুদ, ০৭/০১/২০১০ - ৯:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

সবিতা, বাড়িতে একলা দরজাটা আছে।

অঋণী গৃহস্ত গেছে জলের ধারে, শাপলাফুল ভেজে আজ ভোজন হবে।
সবিতা, জানালাগুলো মায়ামায়া খোলা।
জানালারা কথা বলতে জানে, জানালারা কথা শুনে।

একটা কমলাগাছ দাঁড়িয়ে আছে বারান্দায়। কলম করা, বনসাঁই। কমলাগাছ বাতাস হাতড়ায়।
দরজা উঁকি দিতে গিয়ে খুলে যায়।
চুরচুর।

সবিতা, অইটা কী জানো? টিকিটিকি। গৃহস্ত বাড়ির নিরব দর্শক।
টিক-টিক-টিক।
বাহ্! এমন শো-পিস সবাই আজকাল খরিদ করে। মানানসই। সাত্তার বাড়ির লোকটা গোলপাতা দিয়ে অদ্ভুত নৌকা বানাতে পারতো। লোকটা জন্মান্ধ ছিল। সমুদ্র কোথায় জানতো না। চোখ না থাকলে সমুদ্র টিকটিকির লেজ।

সবিতা, শাপলাফুল অনেক জলে ভাসে। সোহাগ না থাকলে কেউ পেন্নাম দেয় না।
চিতার আগুনটা ঘাস লতাপাতা দিয়েই ধরানো হয়; কাঠ দিয়ে নয়।

টিকটিক।

'সেই কখন থেকে বেল টিপছি। কেউ খুলছে না কেন? জসিম কই?'
'সে সিনেমা দেখতে গেছে। সখ করল। এক বিকালই তো।'
'ও আচ্ছা।' সে শোবার ঘরে ডুকে। সে টিকটিকি দেখে না।
'এরকম এলোমেলো কেন সবকিছু।' নিছক কথার দীর্ঘসূত্রতা।
'বুয়াটা দুপুরে চলে গেছে। মানে ছুটি নিল। তুমি কি চা খাবে?'
'না, কফি দাও। বিস্কিট-টিস্কিট কিছু থাকলে দিও।'
'কাল নতুন স্বাদের একটা কেক পেলাম। ওইটা চেকে দেখ।'

সবিতা, রান্নাঘর অইদিকে না, অইখানে স্নানঘর। জানালাটা পাশখোলা। শাপলাফুলের ঠ্যাঙ নেই। অনেক জল লাগে বাড়তে।

সবিতা, বারান্দায় একজন কমলাখোর ঝুলে আছে।


মন্তব্য

মৃদুল আহমেদ এর ছবি

বেশ লাগল। হাসি
-------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

আশরাফ মাহমুদ এর ছবি

ধন্যবাদ। হাসি
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

তিথীডোর এর ছবি

কবির গল্পেও কাব্যের সুর!

--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আশরাফ মাহমুদ এর ছবি

তিথী, কেমন আছেন?

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

তিথীডোর এর ছবি

এইতো ভালো,
শুক্রিয়া ভাইয়া!

--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আশরাফ মাহমুদ এর ছবি

ভালো থাকুন।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

সুমিন শাওন এর ছবি

শাপলাফুলের ঠ্যাঙ নেই। অনেক জল লাগে বাড়তে।

সবিতা, বারান্দায় একজন কমলাখোর ঝুলে আছে।

----

ভালো লাগলো কবিতা!

'কবি তাঁর স্বপ্নের চেয়েও বড়'

'কবি তাঁর স্বপ্নের চেয়েও বড়'

আশরাফ মাহমুদ এর ছবি

ধন্যবাদ, সুমিন। ভালো লাগল আপনার উপস্থিতি।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

যথারীতি অনেক ভালো লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আশরাফ মাহমুদ এর ছবি

যথারীতি আপনার মন্তব্য-ও উৎসাহদায়ক। হাসি

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

শেখ নজরুল এর ছবি

লেখা পড়ে আড়ষ্টতা ভেঙে গেল। চমতকার!

শেখ নজরুল

শেখ নজরুল

আশরাফ মাহমুদ এর ছবি

আপনাকে অনেকদিন পর দেখছি!

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

তানবীরা এর ছবি

সুন্দর।

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আশরাফ মাহমুদ এর ছবি

আপনার মনোরম উপস্থিতির জন্য ধন্যবাদ জানাই, তানবীরা।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

অতিথি লেখক এর ছবি

'কাল নতুন স্বাদের একটা কেক পেলাম। ওইটা চেকে দেখ।'

'চেকে' নয় 'চেখে' হবে।

কোব্তেভালুলাগ্লো

---- মনজুর এলাহী ----

আশরাফ মাহমুদ এর ছবি

এটা কবিতা না, গপ্পো। তিল-গপ্পো। আগের কয়েকটা পড়লে আঙ্গিকটা ধরতে পারবেন।
বানানভুল আমার জমজ। আর লজ্জা দিয়েন না! মন খারাপ

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।