বাড়ি ফেরার খসড়া

আশরাফ মাহমুদ এর ছবি
লিখেছেন আশরাফ মাহমুদ (তারিখ: বুধ, ১৩/০১/২০১০ - ১০:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

====================================

না হয় দেরী করে ফিরেছি বাড়ি
ঝাঁঝালো খোঁপার মাঝে অসমাপন রেখেছো
রূপকথার মতো রহস্যের বেণী!
কূলপ্লাবী ঠোঁটে সমুদয় ওয়ার্কার-ইউনিয়নের
আন্দোলন ভেঙে যাওয়ার নন্দন;
না হয় আলসে করে হাঁটি।

ফুলটুসি বাহুতে জল বরাবরই ভসকা:
মূলত স্নানটবে পানি জমার কারণ ব্যতিক্রম নয়।
না হয় একটু দেরী করে বের হয়ে আসি।
অন্ধ পিঁপড়েরা টগবগ করে ডানা মেলতে জানে
সুদৃষ্ট কেউ শিখে রাখে উড্ডয়নের অঙ্ক।


ঘুম আর জাগরণের দু'গাছি নিয়ে একটি
রেললাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন হোক; আসছে মালয় ট্রেন।
মধুবনের শ্লোকগুলো ঝরে পড়ে ভৈষজ হয়েছে!
একটি অপরবাস্তব নুঁড়ি আছে পাতানো
জংশনে।

অনেকক্ষণ চুপচাপ বসে ছিলাম।
ফুল ফোটার সময় এখনো সে কথা মনে হয়।

রেইনবো ফুটিয়ে যে হেসে উঠে দীঘল
চুলের রেলপথ ধরে তবে ফেরা যাক বাড়ি তার।

====================================
৪/১/২০১০


মন্তব্য

ফারুক হাসান এর ছবি

কবিতাটা একটু কঠিন লাগল আমার কাছে। তবে সেটা ব্যাপার নাহ। অনেক ভাল এবং বিখ্যাত কবিতাও আমি পড়ে কিছু বুঝি নাই।

যেটা ভাল লেগেছে সেটা হচ্ছে কিছু কিছু শব্দের ব্যবহার। সবচয়ে ভাল লেগেছে এই লাইনটি- একটি অপরবাস্তব নুঁড়ি আছে পাতানো
জংশনে।

আশরাফ মাহমুদ এর ছবি

কঠিন লাগলে তরল করে নেন তাপ দিয়ে। চোখ টিপি পাঠ করেছেন জেনে ভালো লাগল।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

তিথীডোর এর ছবি

খুব সুন্দর কিছু শব্দ...
বড্ড কঠিন ভাব!!

--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আশরাফ মাহমুদ এর ছবি

এটা খানিকটা প্রেমের কবিতা, খানিকটা............। মন খারাপ

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

আলমগীর এর ছবি

দুইবার কবিতা ট্যাগ না দেয়া থাকলে ধরেই নিতাম এটাও আরেকটা মুক্তগদ্য।
কবিতা কাবু করতে পারিনি। কিছু নতুন শব্দ দেখলাম: কূলপ্লাবী, ফুলটুসি, ভসকা, ভৈষজ। এগুলোর মানে বলা যাবে?

আশরাফ মাহমুদ এর ছবি

হা হা, এটা একটাই কবিতা। কাবু করার প্রশ্নই আসে না, কবিতা দিয়ে বড়জোর টোকা দিতে চাই! চোখ টিপি
এগুলোতে অনেক সাধারণ শব্দ।
কূলপ্লাবী- কূল বা তীরভূমিকে প্লাবিত করে বা ধুয়ে দেয় এমন (যেমন- কূলপ্লাবী নদী)।
ফুলটুসি - ফুলের মতো নরম।
ভসকা - সম্ভবত আঞ্চলিক শব্দ। ১. পানসে (ভসকা আম); ২. জমাট নয় এমন, আলগা (ভসকা মাটি)।
ভৈষজ - ওষুধ বা ওষুধ দিয়ে চিকিৎসা। যেমন- ভৈষজ চিকিৎসা বলে যে!
এগুলো আভিধানিক অর্থ। তবে কবিতায় বা রচনায় ব্যবহার ভেদে অর্থ পাল্টানো হয়।
আপনার আগ্রহ ভালো লাগল, আলমগীর ভাই।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

তানবীরা এর ছবি

আমার ভালো লেগেছে পড়তে।
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আশরাফ মাহমুদ এর ছবি

শুভ সন্ধ্যে।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।