উষ্ণতার খনিজ

আশরাফ মাহমুদ এর ছবি
লিখেছেন আশরাফ মাহমুদ (তারিখ: সোম, ০৮/০২/২০১০ - ৪:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আবার! প্রথমপাতা থেকে দেখি পুরো কবিতা পড়ে ফেলা যায়! এরকম হলে তো প্রাইভেসী নিয়ে টানাটানি। চোখ টিপি তাই উপরের এই লাইনগুলো সংযোজন করে দিলাম। লোকজন একটু কষ্ট করে চরে পড়ুক!

====================
উষ্ণতার খনিজ
====================

সিঁড়িঘরে প্রতুল অন্ধনদী, গামছা অথবা তোয়ালে আছে
দিনের সংকলন;
সে।
ঋতুস্নান।
ক্ষেতের খটকা।
ওগো বিষণ্ণ রেলিং, কার হস্তপরশে জন্ম দিয়েছ
উষ্ণতার খনিজ।
আমি।

বিভ্রান্তি কাটিয়ে চোস্ত মনে হেসে উঠে একসিঁড়িআলো
রেলিং ধরে ঝুলে থাকে প্রথা।
স্বপ্নপ্রবর।

মহাসময়ে বরাবরই ঘাঁটি পাততে ইচ্ছে হয় তার চুলপল্লীতে।

২৫/৯/২০০৯


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মন্তব্য করার মতো দাঁত আমার নেই চোখ টিপি

আশরাফ মাহমুদ এর ছবি

সেকি ভাইয়া! দাঁত খোয়া গেল নাকি? হাত নিশ্চয় আছে? চোখ টিপি

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

অনেকদিন কবিতা পড়া হয়নি - বুঝাই যাচ্ছে - নাহলে এইটা ক্যামনে কবিতা হৈল বুঝলাম না - বুঝতে সময় লাগবে; মনে হয় ছড়া, কবিতা গুবলেট করে ফেলেছি - চেষ্টায় সফল হলে জানাবো দেঁতো হাসি

আশরাফ মাহমুদ এর ছবি

জানায়েন।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

এখনো কঠিন চেষ্টা চালাইয়া যাইতেসি - মাগার লেখক কর্তৃক একটা ব্যাখা পাইলে মন্দ হৈত না খাইছে

আশরাফ মাহমুদ এর ছবি

নিজের লেখা নিজে ব্যাখ্যা করলে সেটা আত্মরতিমূলক হবে। সেটা নিশ্চয় আশা করছেন না! খাইছে তয় আপনের মন্তব্যটা পইড়া মনে হলো কীভাবে কবিতা পড়তে হয় সেটা নিয়া একখানা পোস্ট প্রসব করা যায়। চোখ টিপি

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

চলুক
অপেক্ষায় রইলাম হাসি

আশরাফ মাহমুদ এর ছবি

আরে, অইটা তো মজা করেছিলাম। হাসি

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

অতিথি লেখক এর ছবি

একটু উপ্রে দিয়া গেল
হয়তো বুজতে পরিনি

অতিথি লেখক এর ছবি

আমি এই জন্যই সবাইকে বলে বেড়াই- আমি নিশ্চয়ই কবিতা বুঝি না, তা না হলে এত সুন্দর সুন্দর শব্দগুলোকে শুধু শব্দ মনে হত না, কবিতা মনে হত।

আশরাফ মাহমুদ এর ছবি

'সুন্দর সুন্দর শব্দ'গুলো ঠিক কখন কবিতা হয়ে উঠে? এই বিষয়ে আপনার বক্তব্য জানতে ইচ্ছে করছে।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

অতিথি লেখক এর ছবি

মাথার উপর দিয়ে গেছে... ...হাসি

তিথীডোর এর ছবি

'আমার রচনাই আমি'
হুমম.... তাহলে তো কবি অভি বেজায় জটিল মানুষ! (শয়তানী হাসি)

--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আশরাফ মাহমুদ এর ছবি

উরে, পাজি। আমারে পচানীর চেষ্টা নাকি?
কথাটা ঠিক পুরোপুরি আমার না। অনেকে বলে গেছেন। আমি-ও বলি।
তবে সব ঘটনা তো সত্যি না। তাইলে তো কেলেংকারী হয়ে যেত! চোখ টিপি
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

আশরাফ মাহমুদ এর ছবি

হা হা। তিনজন অতিথি মন্তব্য করলেন, কারো নাম নেই! ভাগ্যিস তাদের মন্তব্য মাথার উপর দিয়ে যায় নি, একটু ঝাঁপ দিয়ে ধরে ফেলেছি। চোখ টিপি

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

আনন্দী কল্যাণ এর ছবি

ভাল লাগল। মাথার ভিতর দিয়েই গেল হাসি

-------------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি

আশরাফ মাহমুদ এর ছবি

আনন্দী, আপনার কপালে কপাল ঘঁষা হলো! চোখ টিপি

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

আনন্দী কল্যাণ এর ছবি

মন্তব্যর ভাষা পছন্দ হল না।

--------------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি

আশরাফ মাহমুদ এর ছবি

আনন্দী, আপনি মনাহত হলে আমি যারপরনাই দুঃখিত। মজা করেছি (সেটা বোঝাতেই ইমোর ব্যবহার)। 'কপালে কপাল ঘঁষা' মানে পছন্দ করা- অর্থ্যাৎ আপনার মন্তব্যটি পছন্দ হয়েছে (অনেকটা ভালো লেগেছে এরকম), অন্যকিছু নয়। মনে নিবেন না কিছু।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

নীড় সন্ধানী এর ছবি

‍‌আস্ত একটা পিরামিড কবিতা!! হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

আশরাফ মাহমুদ এর ছবি

হা হা। ভ্রাতা, আপনাকে দেখে ভালো লাগল।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

অতিথি লেখক এর ছবি

"সুন্দর সুন্দর শব্দ" কখন যে কবিতা হয়ে উঠে এ বিষয়ে আমার মন্তব্য জানাতে ইচ্ছে হচ্ছে না, নিজেই জেনে যাবেন। হাসি "অতিথি লেখক" নামটাই বুকে কাটার মত, কবে না কবে "ছাড়-পত্র" পাই তার আগে তিনটা সংখ্যা ব্যবহার করা যেতে পারে।

আশরাফ মাহমুদ এর ছবি

নিজে জানলাম না বলেই প্রশ্ন করা, আলাপের-ও ইচ্ছে ছিল। সেটাই, একটু গর্জন করে সবাই পালায়ে যায়। তবে আপনার মন্তব্য এবার মাথার উপর দিয়ে গেল- 'অতিথি লেখক, ছাড়পত্র, তিনটি সংখ্যা' এসব ঈশারা ধরতে পারি নি।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

অতিথি লেখক এর ছবি

মানুষ থেকে বাঘে (গর্জন) কনভার্ট করে দিলেন, সেই সাথে লেজ গুটিয়ে (শেয়াল) পালানোর কথাও শোনালেন! একি কথা!

পালাচ্ছি না, তবে ঝাপি আপাতত বন্ধ থাক। আলোচনা শুরুর আগে একটা অবস্থান যাচাই করে নিতে হবে। প্রথম বন্ধনি ব্যবহার করলাম, পাছে উপর দিয়ে না চলে যায়।

অতিথি লেখক এর ছবি

মানুষ থেকে বাঘে (গর্জন) কনভার্ট করে দিলেন, সেই সাথে লেজ গুটিয়ে (শেয়াল) পালানোর কথাও শোনালেন! একি কথা!

পালাচ্ছি না, তবে ঝাপি আপাতত বন্ধ থাক। আলোচনা শুরুর আগে একটা অবস্থান যাচাই করে নিতে হবে। প্রথম বন্ধনি ব্যবহার করলাম, পাছে উপর দিয়ে না চলে যায়।

আশরাফ মাহমুদ এর ছবি

হা হা, এরকম সিরিয়াস রসিক লোক আমার পছন্দ। বুঝলাম। চোখ টিপি

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।