================================
গীতিকথা (লিরিক): তোমার চিন্তা রাতে ছায়ার খোরাক
================================
তোমার চিন্তা রাতে ছায়ার খোরাক
অগোছালো স্বপ্ন মেলে
আমার রাতশস্যে আলেয়া জোনাক
যেমন যাচ্ছে এলেবেলে
প্রায়দিন বাড়ি ফিরি- বাসে-ট্রেনে
চোখগুলো জীবনের ইস্টিশনে সংকেতবাতি
কোনদিন ভুল করে-ও আনমনে
হয় না ফেরা নিজের কাছে পুরোপুরি অরতি
অচিন সূত্রে পরষ্পরকে রাখি স্বপ্নকোলে
ঠিক ঠিক ভ্রমর হবো হয়তো জারুল ফুলে
হও যদি রঙের আবেশ
এক একটি রোদে ঘুম ভেঙে চপল সকালে
কারো মুখ বাস্তবের রেশ
সেদিন শুভ অশুভের ব্যবধান ঘুচালে
৯/১২/২০০৯
মন্তব্য
সুরবিহীন গীতিকথা বিস্বাদ ঠেকে...
"অহঙ" শুনিয়া প্রত্যাশা বাড়িয়া গিয়াছে যে..
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
হা হা, ওটা আমার কর্ম না। গলা চাই, গলা।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
একদম ঠিক কথা, অহঙ শুনে স্পয়েল হয়ে গিয়েছি। আপনার গলা লাগলে একজন কে পাবেন। চিল্লানোসোরাস নামে ব্লগে স্বনামখ্যাত, তিথীডোর নামে লেখালেখি করেন। নাহয় আমার বাচ্চাদের কে ডাকি, ওরা গেয়ে দেবে। গানের গলার অভাব আছে নাকি?
করেন, গান আপলোড করেন। শুধু লিরিকে পেট ভরলেও মন ভরেনা।
==========================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।
হা হা। তবে তোমার চরম উৎসাহ দেখে মনে হচ্ছে তুমি নিজেই ভালো গায়তে পারো দিদি! এটা কি "মেয়েকে মেরে বউকে বোঝানো" টাইপ?
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
ইয়ে, মানে, গাইতে খুব একটা খারাপ পারিনা...কেউ এভাবে অনুরোধ করলে ফেলতেও পারিনা...
==========================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।
গেয়ে ফেলেন...দারুন লিরিক...গানটাও দারুন হবে জানি।
ঝটপট গেয়ে ফেলো আপু
তবে সবাই মিলে অমন চেঁচানোর খোঁচা দিলে আমি কিন্তু খেলবো না!
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
তিথী, খেলা লাগবে না। গেয়ে ফেললে হবে!
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
এইতো চাই, খোঁচা না দিলে মানুষ আজকাল কথা বলে না। আপনি কি আমার সাথে যোগাযোগ করতে পারবেন? 'প্রোফাইল বৃত্তান্তে' বা সামুতে আমার ই-মেইল ঠিকানা দেয়া আছে।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
অনেক সুন্দর হয়েছে...এইবার শোনার অপেক্ষা।
তৌফিক, শুভেচ্ছা নিবেন।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
আচ্ছা, কবিতাটি কি হঠাৎ করে শেষ হয়ে গেলো? নাকি আমি বুঝতে ভুল করছি?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
গৌতম ভাই, এটা কবিতা নয়, গান।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
-লাইন ক'টি খুবই ভালো লাগলো।
.
___________________________________________
ভাগ্যিস, আমার মনের ব্যাপারগুলো কেউ দেখতে পায় না!
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
কৃতার্থ।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
হুম,,, ভুলটা তাহলে আমারই। ভাবছি আপনার আগের লেখাটা আরেকবার দেখতে হবে। খোচা মারছি মনে করবেন না যেন, এ নিখাদ প্রশংসা সামনে আরও অনেক প্রতাশ্যা নিয়ে।
-ছাড়পত্র
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
নতুন মন্তব্য করুন