মেঘের ডানা সঙ্গী আজ তারার ঘুড়ি
তোমার জানালা কেনো খোলা
চাঁদ নিভে গেলে-ও প্রভার ছড়াছড়ি
গ্রীল ধরে ভাবছো তুমি একলা
মাতাল রাত মহুয়ার প্রতিকৃতি
তোমার চোখে
নবজন্ম নিচ্ছে জীবনের স্বাতী
আহ্নিক নিয়মে ঘাসের ঝুমঝুমে
কাল হয়তো অকাল মায়া
বাস্তবতা মেনেই তোমার নদীতে
হতে পারি একটি প্রবালছায়া
হাতছানি দিয়ে উড়ে তোমার চুলের প্রজাপতি
পাথর মন আমার সখা
নদীকান্নার দাগ রাখে সন্তরণে
জানালা গলে এলো বাতাস
এভাবে বলছি কী চাই এইক্ষণে
তুমি আমি আমরা হলে কিবা হবে ক্ষতি
আমি তো তোমার চোখের শিশির
রোদ এলে কান্নার খাক হই কেবল
জোছনাহারা রাতের কপালে আমি আঁধার টিপ
তার চোখের তারায় আলো হয়ে অন্য প্রদীপ
এই দূরত্ব হঠাৎ মেলামেশা অবাক অবাক সময়
পাথরধুলো মুঠোয় রাখি- তার বন্দরে স্বপ্নের পলি
এই অদম্য ইচ্ছে হাসিকান্না কোয়ার্টজের ক্ষয়
তার নীরবতায় কী কারণে শঙ্খের সাথে কথা বলি
সব প্রেমিক-প্রেমিকার মুখ ভিন্ন
সব প্রেমের কঙ্কাল দেখতে একই
তার ভাষা শিখে নিয়ে কথা ভুলে যাই
শূন্যতা অতি যত্নে-ও শূন্যতা বৈকি
দৃষ্টি মেলে দেখলে আমি চাতক অথবা পথিক
নিশিতে পাওয়া মানুষ হয়ে শামুকশব্দে পথ চলি
ধীরে ধীরে একদিন নেই হয়ে যাবো
তবু শেষ বলে কিছু নেই শেষাবধি
বেশি মনে আসে ভুলে যাওয়ার ছলে
অন্য যারই বাঁধনে নিজেকে বাঁধি
সামনের দিকে যেতে দ্বিধা আমার মানসিক
অতীত মুছে গেলে অবসরের সঙ্গী কাকে বলি
সে আসে নি তো আকাশভাঙা বৃষ্টিবেলায়
আসবে হয়তো কোনো খামোখা ভাবনায়
বাড়বে সে বৃক্ষের সবুজ অধিকারে
চন্দ্রগ্রহণে-ও সে ঘুমচোরা জোছনা নিয়ে
আমার উঠোনে নিশ্চিত খেলা করে
প্রেমে অন্ধ হয়ে আমার নিশাচরী পাখির রৌদ্রতৃষ্ণা
বসন্তস্মৃতি সব ফিরে যাওয়া মানুষের মতো কুয়াশা
মোমবাতি হারিকেনের নিভু নিভু আলো
আমার রঙিন অন্ধকারে ফুটে নি ভালো
হতাশার মাতামাতি দেবদারু ছায়ায়
অনেকক্ষণ দাঁড়িয়ে কার নাম মনে করে
শূন্যতার কাঁটা হাতে ঘরে ফেরা যায়
মোহনার আয়োজন ফুরিয়ে গেছে জলের অবহেলায়
শহর ডুবেছে ভিড়ে, কার্নিশে চড়ুইয়ের সন্ধ্যেডানায়
স্নিগ্ধ সে স্পর্শটান আমার তার মুঠোয়
মুক্তোর সহোদরা সেজে আছে
আমারই সে সারাবেলা থাকে না কেনো হায়
মন্তব্য
______________________________________
পথই আমার পথের আড়াল
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
বাহ।
ধন্যু
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
দারুণ হয়েছে ভাইয়া!! তবে ৩ টি আলাদা পোস্ট হলে মনে হয় ভালো হত!!
_______________
১১. প্রথম পূর্ব পুরুষ।
ধন্যু।
ধৈর্য নাই।
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
কী খবর?
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
একবারে তিনটা পোস্ট না করলে পারতেন। কবিতা তো, পাঠকের একটু সময় লাগে এক একটা পড়ে সেটার স্বাদ নিতে।
অটঃ একটা ব্যক্তিগত মত। আমার কাছে মনে হয়েছে আপনার হ্রস্বদৈর্ঘ্য কবিতায় একটা শব্দ থাকে যেটাকে একটু intentionally implant বলে মনে হয়। যেমন, এখানে প্রথম কবিতায় "স্বাতী", দ্বিতীয় কবিতায় "কোয়ার্টজ", তৃতীয় কবিতায় "রৌদ্রতৃষ্ণা"। ব্যাপারটা এমন নাও হতে পারে। তবু কথাটা আমার মনে হয়েছে তাই আপনার সাথে শেয়ার করলাম।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ইয়ে, এগুলোকে আমি গান বলে জ্ঞাত করি। কবিতায় আমি প্রচলিত ছন্দের ব্যবহার এড়িয়ে চলি।
হতে পারে। একবিচারে সবটুকুই তো প্রোথিত, নয় কি? আমি মূলত যেভাবে দেখি বা ভাবি সেটি ফুটিয়ে তুলতে চাই, এবং এরজন্য ভাষার অভাব বোধ করতে চাই না। তাছাড়া অনেকক্ষেত্রে কিছু ব্যাপার থাকে নিজস্ব, মানে সিগনেচার ধরণের।
শেয়ার করেছেন বেশ করেছেন।
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
নতুন মন্তব্য করুন