সকালে উঠেই ফেসবুকে ঢু মারি। চারিদিকে সুখী আমেজ। জি.দাসের পেজে 'লাইক' দেয়া আছে। উৎকৃষ্ট কোটেশন গুলা তুলে নিয়ে আসে। চট করে পড়ে নিয়ে আরেকবার দায়সারা 'লাইক' দেই। বন্ধুবান্ধবদের কারও মন খারাপ, কেউ চমৎকার সব ছবি তুলে সবার সাথে ভাগ করে নিচ্ছে, ভেতরে একটু হিংসা ভাব চাড়া দিয়ে উঠলেও তা দমিয়ে লাইক বোতাম খুঁজি দ্রুত।
চরমপন্থি খ্রিষ্টিয়ান সন্ত্রাসীর হাতে নরওয়েতে ৯১জন মারা গেছে, একটু চুকচুক করা কথা লিখে সেই একই বাটনে চাপ। দেশের বাজারে চাল চিনি উধাও। সরকারের মুন্ডুপাত করে আবারো একই কর্ম। জামাইকান বন্ধু লিখেছে গাজার দাম অত্যধিক চড়া, জালেমী পুলিশ। বাঃ! সুন্দর। মারো লাইক। রাস্তায় গ্রাফিটি 'ইন্ডিজ এন্ড ফিলিপিনো গেট আউট, গেট আউট চিপ লেবার'। কালোরা যে আসলে রেসিষ্ট তা ত্যানা পেঁচিয়ে স্ট্যাটাসে তুলে দেই। ঝপাঝপ 'লাইক' পড়তে থাকে। রগরগে হেডিং এর পর্ণ দেখে আগ্রহ দমাতে পারেনি বিশিষ্ট চিন্তাবিদ বন্ধু। ফলাফল তার পেজে শোভা পাচ্ছে স্প্যাম ম্যাসেজ। আহ! কি মজা। ব্যাটা আবার বড় বড় বাণী ঝাড়ে। মারো 'লাইক'।
চারদিকে এত শত আনন্দের মাঝে কেউ কেউ আশাভঙ্গের কথা লিখে। ধুর ব্যাটা পেসিমিষ্ট, ফাঁকে যাইয়া মর।
মন্তব্য
আশাহত ...। দূরে গিয়া মরতে মঞ্চায় ...।
আসলেই। মন্তব্যের জন্য ধন্যবাদ দি রিডার।
love the life you live. live the life you love.
love the life you live. live the life you love.
[গল্পটা হয়তো ঠিক হাসির নয়, তবুও...]
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
সমস্যা নাই অনার্য সঙ্গীত ভাই।আসলে প্রতিদিনের এই ভণ্ডামী দেখে, অংশ নিয়ে ত্যাক্ত ও বিরক্ত। মন্তব্যের জন্য ধন্যবাদ।
love the life you live. live the life you love.
হ
______________________________________
পথই আমার পথের আড়াল
ইয়েসআ, হাবিজাবি পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ নজরুল ভাই।
love the life you live. live the life you love.
একেবারে যথার্থ মুখোশ উন্মোচন যাকে বলে----
লেখা ভাল লেগেছে বস!
অফুরান শুভেচ্ছা
অনেক অনেক ধন্যবাদ অনিকেতদা।
আপনার ভাল লেগেছে জেনে আমারও খুব লাগলো। আপনাকেও শুভেচ্ছা।
love the life you live. live the life you love.
(গুড়)
love the life you live. live the life you love.
মারলাম লাইক...
love the life you live. live the life you love.
love the life you live. live the life you love.
ফেসবুকে একটা ডিসলাইক বাটনও দরকার ছিল।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
আমাদের দেশের সম্ভাব্য কাওয়ালির কথা চিন্তা করে ডিসলাইক বাটন দেয় নাই!
মন্তব্যের জন্য ধন্যবাদ নীড় সন্ধানী।
love the life you live. live the life you love.
আপনি যেখানে থাকেন সে জায়গার কেবল নামই শুনেছি। আপনার আগে কোন এই দেশীয়কে সেখানে যেতেও শুনিনি। একটু সময় করে ওখানকার কথা, বিশেষতঃ ওখানকার মানুষদের কথা লিখবেন? জানতে খুব ইচ্ছে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
এখানে প্রথম বাঙালীর পদচারণা ঘটে তাও প্রায় দুই দশক আগে। চেষ্টা করবো এ দেশের চমৎকার মানুষদের কথা লিখতে। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ পাণ্ডবদা।
love the life you live. live the life you love.
...........................
Every Picture Tells a Story
আছি মুস্তাফিজ ভাই
love the life you live. live the life you love.
সচলে পোস্টের ক্যাটাগরিতে "ফেসবুকের দিনপঞ্জি" নামে আরেকটা ক্যাটাগরি চাই, দ্যাতে হবে।
আমিও একটা লিখছিলাম কিনা
হায় হায়, 'ফেসবুকিং' টার্মটা দেখি আমার আবিষ্কৃত না! কত আশায় বুক বাধলাম এই টার্ম বিখ্যাত হলে একটা নুবেল বাগবো! যাহোক দাবির সাথে পূর্ণ সহমত
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ফারুক ভাই।
love the life you live. live the life you love.
দিলাম একটা লাইক, পলদা..................কথা সত্য
ধন্যবাদ মৃত্যুময় ঈষৎ।
love the life you live. live the life you love.
হাহাহা।। বেশ মজারতো।
ধন্যবাদ বন্দনা।
love the life you live. live the life you love.
হা হা। মজা পেলাম, চালিয়ে যান, লাইক লাইক ---- অণু
মন্তব্যের জন্য ধন্যবাদ, অণু।
love the life you live. live the life you love.
ভালো লাগলো। ফেসবুক ওয়াল যাদের এইসব স্প্যামে ভরে যায়, তাদের মাথা খাটানোতে তীব্র অনীহা আছে। রেসিজম মনে হচ্ছে সব সময় পাওয়ার গ্রুপের হাতেই চর্চা হয়, গায়ের রঙ নির্বিশেষে। আমার কলেজ লাইফে হোস্টেলে একজন ত্রিপুরা ছেলে ছিলো, তাকে অনেকেই চিংপং বলে উল্লেখ করতো।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
মন্তব্যের জন্য ধন্যবাদ সজল।
অট: প্রায় আপনার মতই আমার কলেজ লাইফে হোষ্টেলে ত্রিপুরার ছেলেটিকে অনেকেই চিংচং বলে ডাকতো!
love the life you live. live the life you love.
এই টাতে আর একটা লাইক পড়লো মনে হয়।
love the life you live. live the life you love.
লাইক
facebook
love the life you live. live the life you love.
নতুন মন্তব্য করুন