ফুলের সাথে কথোপকথন

তারাপ কোয়াস এর ছবি
লিখেছেন তারাপ কোয়াস [অতিথি] (তারিখ: সোম, ২৮/১১/২০১১ - ১২:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

এ দেশটাকে ফুলের দেশ বললে তা মোটেও বাড়িয়ে বলা হবে না। যদিও আয়তনের দিক থেকে ঢাকার সাত ভাগের এক ভাগের চেয়েও কম তারপরেও আপনি প্রায় সব বাড়ির সামনেই বেশ জায়গা নিয়ে করা বাগান দেখতে পাবেন। শুধু বাসা বাড়ির সামনেই নয় পার্কে, বনে-বাদাড়ে দেখা মিলবে হাজারো ফুলের মেলা। বোধকরি ফুলের প্রতি এই ভালবাসাই এ দেশের অধিবাসীদের করেছে কোমল মনের আর সদাহাস্যময়।

জ্বর বাধানোর সুবাদে দীর্ঘদিন পর ২দিনের টানা ছুটি পেলাম। প্রথম দিনই ছবি তুলতে বেড়িয়ে পড়তে চেয়েছিলাম কিন্তু বাধ সাধলো মেঘলা আকাশ আর মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি। তাই আজকেই পরিষ্কার আবাহাওয়া পেয়ে আমার সবেধন নীলমণিটাকে বগলদাবা করে বেড়িয়ে পড়লাম কিছু ফুলের ছবি তুলবো বলে। প্রতিদিনই কাজে যাওযার সময় পথের দুধারে এদের দেখি আর মনে মনে ভাবি আর কিছুদিন ফুটে থাক বাবা, কমপক্ষে সামনের পাবলিক হলিডে পর্যন্ত। পাবলিক হলিডে আসলে এদের কথা ভুলে যাই হাজারো ব্যস্ততায়। অনেকেই অভিমানে ঝরে পড়ে আবার তাদের জায়গায় নতুনেরা এসে ডালি মেলে বসে থাকে একটু মনোযোগের আশায়! কোন ফুলেরই নাম জানি না, স্থানীয় কাউকে জিজ্ঞাসা করারও সময় নেই(ব্যস্ততার জন্যে), তবে সেটা কোনো বাধা হয়ে দাড়ায়নি আমার মত ভীনদেশীকে মুগ্ধ করতে।

এই পোষ্ট দেওয়ার দুটো উদ্দেশ্য। প্রথমত আমার ভাললাগাটুকু সবার সাথে শেয়ার করা আর ফটোগ্রাফির উপর আরও কোনও বিস্তারিত সাজেশন যদি পাওয়া যায়(বিশেষত ম্যাক্রো ফোটগ্রাফির উপর) তবে তা আমার মত বিগিনার লেভেলের ফোটগ্রাফারদের জন্য বিরাট পাওয়া।

সচল ফাহিম ভাইকে(ফাহিম হাসান) ধন্যবাদ জানাতে চাই, তার পোষ্ট থেকে পাওয়া বেশ কিছু টিপস আজকের ছবি তুলতে সাহায্য করেছে।

সব ছবিই নাইকন ডি৩১০০, ২০০মিমি লেন্সে তোলা। ছবির ব্রাইটনেস আর কন্ট্রাষ্ট ছাড়া অন্য কোন পরিবর্তন করা হয়নি(অবশ্য সাইজও ছোট করা হয়েছে চোখ টিপি

আপডেট: ফুলগুলার স্থানীয় নাম জোগার করার চেষ্টায় আছি। আপাতত একটা পাওয়া গেছে, ধারাবাহিক ভাবে সবকয়টারই পাওয়া যাবে বলে মনে হচ্ছে!

Bird of paradise


এটা ফুল না ফল সেই বিচার বিশ্লেষণ করার আগেই দেখি শাটার চেপে ধরেছি!!






৮ এটা অবশ্য চিনতে পেরেছি হাসি

৯. অপেক্ষায় ক্লান্ত হয়ে ঝড়ে গেছে ফুল তার, রেখে গেছে একটুকরো স্মৃতি!(কোবি হিসাবে নাম করার বড় সম্ভাবনা ছিলো!)

১০

১১ অনাদরে বেড়ে উঠা বন্য ফুল

১২

১৩

১৪

১৫

১৬


মন্তব্য

হিমু এর ছবি

ফুলগুলো কেউ শনাক্ত করতে পারলে নাম বলে যান প্লিজ।

তাপস শর্মা এর ছবি

ব্যাপক, জাস্ট ব্যাপক হয়েছে ............ তবে সব গুলো ক্লোসাআপ শট নিলেন কেন? একটু অন্য এঙ্গেলেও তুলতে পারতেন হাসি

তারাপ কোয়াস এর ছবি

ধন্যবাদ তাপস শর্মা। কয়েকটি কারণে ক্লোজআপ শট নিতে হয়েছে। যেমন ৭,১১,১৬ এগুলা অত্যন্ত ক্ষুদ্র। আবার বাকি গুলা ওয়াইড এ্যাঙ্গেল করলে অনাকাঙ্খিত বিষয়বস্তু চলে আসে। সর্বোপরি ম্যাক্রো করার মুডে ছিলাম হাসি
আপানার পরামর্শের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।


love the life you live. live the life you love.

মেঘরং_ এর ছবি

১। কলাবতী ফুল
২। কলাবতী ফল

তারাপ কোয়াস এর ছবি

ধন্যবাদ মেঘরং। চমৎকার নাম।


love the life you live. live the life you love.

তারাপ কোয়াস এর ছবি

ধন্যবাদ হিমুভাই। আমি একবার ভেবেছিলাম লেখায় এটা উল্লেখ্য করবো, শেষে এসে ভুলে গেছি!


love the life you live. live the life you love.

সুলতান এর ছবি

ভাল্লাগছে...

তারাপ কোয়াস এর ছবি

ধন্যবাদ সুলতান।


love the life you live. live the life you love.

ত্রিমাত্রিক কবি এর ছবি

চমৎকার

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারাপ কোয়াস এর ছবি

ধন্যবাদ ত্রিমাত্রিক কবি।


love the life you live. live the life you love.

নীড় সন্ধানী এর ছবি

কয়েকশো বছর আগে ক্যারিবিয় অঞ্চল দিয়ে গমনরত ফুল বোঝাই একটা জাহাজ ঝড়ের কবলে পড়ে আছড়ে ভেঙে পড়েছিল একটা দ্বীপে। সেই দ্বীপটার নাম বারমুদা। ইউরোপ থেকে আগত সেই জাহাজটা ফুলের গাছ বহন করে নিয়ে যাচ্ছিল কোন এক উপনিবেশের জন্য। ব্রজমাধব ভট্টাচার্যের ক্যারিবিয়ানের সূর্য বইতে পড়েছিলাম এই কাহিনী। আপনার ফুলের ছবি দেখে সেই কাহিনী মনে পড়ে গেল।

ও হ্যাঁ। আমি প্রায় সবগুলো ফুলকে চিনি, কিন্তু নাম জানি না। চিনলেই যে নাম জানতে হয় তেমন কোন নিয়ম নাই। ওকেও আমি চিনতাম কিন্তু নাম জানতাম না। দেঁতো হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

রোমেল চৌধুরী এর ছবি

আপনার দেয়া তথ্য আমায় মুগ্ধ করলো!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তারাপ কোয়াস এর ছবি

এই তাহলে ঘটনা!
মুরব্বিদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে দেঁতো হাসি
অনেক ধন্যবাদ নীড়দা মন্তব্যের জন্য।


love the life you live. live the life you love.

ফাহিম হাসান এর ছবি

চমৎকার মন্তব্যের জন্য নীড়দাকে ধইন্যা

তিথীডোর এর ছবি

ওকেও আমি চিনতাম কিন্তু নাম জানতাম না।

ওরেএএ! খাইছে

ছবি ভাল্লাগলো। চলুক
বিশেষ করে ৫ নং।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারাপ কোয়াস এর ছবি

ধন্যবাদ তিথীডোর।


love the life you live. live the life you love.

আশালতা এর ছবি

উরি উরি উরি ! কী দারুন !!

----------------
স্বপ্ন হোক শক্তি

তারাপ কোয়াস এর ছবি

হাসি ধন্যবাদ আশালতা।


love the life you live. live the life you love.

লাবন্যপ্রভা এর ছবি

সবগুলোর নাম জানি না। শুরুর ২টা তো সবাই চিনি, কলাবতী ফুল ও ফুলের ডগা। তিন, চার ও ছয় মনে হয় কসমস। পাঁচ নাম্বার লতাটা হয়তো দেখেছি কিন্তু নাম জানিনা মন খারাপ । আট আমিও চিনতে পেরেছি, ডেইজি খাইছে । নয় হচ্ছে ম্যাক্সিকান/ব্রাজিলিয়ান রেড পিপার। দশ - HEATHER বা লুমিনিয়াম হাইব্রিড হতে পারে (যতটা বুঝতে পারলাম)। এগার, ওয়াক্স ফ্লাওয়ার। বার, রঙ্গন (যাক একটা দেশী নাম পাওয়া গেল) । বাকি গুলো জানি না।
বারমুডার জাতীয় ফুল “নীল নয়নার” ছবি কই?
ছবি ভাল লাগলো।

তারাপ কোয়াস এর ছবি

৮নংকে আমি ভেবেছিলাম সূর্যমূখী দেঁতো হাসি
১১ সম্ভবত ওয়াক্স ফ্লাওয়ার নাও হতে পারে(অবশ্য আমার ফুলের সংক্রান্ত জ্ঞানের দৌড়ের নুমনা প্রথমেই বলেছি!)
৯ ''''''( এটা থেকে চমৎকার বেগুনী রংএর ফুল আসে, অনেকটা অর্কিডের মত) তাই বোধহয় এটা রেড পিপার নাও হতে পারে।)
১২ আপলোড করার পর থেকেই ভাবছিলাম কোথায় যেন এই ধরনের ফুল দেখেছি। অনেক পরে মনে পড়লো দেশে একই ধরনের কিন্তু লাল রংএর ফুল দেখতাম ছোটবেলায়। নাম ভুলেগেছি অনেক আগেই।

এই পোষ্ট হালকার উপর টাচ করে যাওয়া। সামনের দিনগুলাতে চেষ্টা করবো আরও কিছু ফুলের ছবি তুলতে।
আর লাবন্যপ্রভা, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।


love the life you live. live the life you love.

লাবন্যপ্রভা এর ছবি

ফুলের নাম সংক্রান্ত যা বললাম সবই চোখ ও মনের অনুমান নির্ভর হাসি আশাকরি সবগুলোর নাম জেনে জানাবেন...আর হাঁ "নীল নয়নার" ছবি চাই হাসি

অন্যকেউ এর ছবি

গুরু গুরু

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

তারাপ কোয়াস এর ছবি

প্রণামী কাকে দিলেন সেটা নিয়ে চিন্তায় আছি হাসি


love the life you live. live the life you love.

তারেক অণু এর ছবি

চলুক
পরবর্তীতে বারমুডার অন্যান্য বিষয়ের ছবিও দেখতে চাই।

তারাপ কোয়াস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
চেষ্টা করবো বস।


love the life you live. live the life you love.

ধুসর গোধূলি এর ছবি

বারমুডায় সমুদ্র সৈকত নাই? সেই সৈকতে গোসলের জায়গা নাই? সেই গোসলের জায়গায় কোনো বালিকা যায় না, এই কথা আমারে বিশ্বাস করতে কন?

মিয়া, ম্যাক্রোফটুগ্রাফীর জ্ঞান নিতে হলে ঐরকম কিছু ফটুক দেন।

তারাপ কোয়াস এর ছবি

ধুগোদা, এক্টু যদি আগে এই সাহসটা দিতেন!! মাত্র সাপ্তাহ দুই আগে এ সীজনের শেষ প্রমোদতরী এখানের পাতি গোটালো! এখন সৈকতগুলা বালিকাবিহীন হওয়ায় ঢেউগুলা কেমন যেন ফ্যালফ্যাল করে দিশেহারা হয়ে পাড়ে অবহেলায় ভেঙ্গে পড়ে।

সামনের সীজন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া গতি নাই মন খারাপ


love the life you live. live the life you love.

রোমেল চৌধুরী এর ছবি

যখন ফাগুন আসে
নিমেষেই চৌদিক পুস্পায়িত হয়;
ফুল কি প্রকাশ করে তার সৌরভ
ইনিয়ে বিনিয়ে? ফোটে শুধুই ফোটে
উন্মীলনেই তার গৌরব।
(শামসুর রাহমান)

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তারাপ কোয়াস এর ছবি

আপনার মন্তব্য সব সময়ই ব্যতিক্রম। পড়তে ভালো লাগে। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ রোমেল ভাই।


love the life you live. live the life you love.

উচ্ছলা এর ছবি

দশ নাম্বার ফুলটার নাম মনে হয় "সেক্সী" দেঁতো হাসি

লাবন্যপ্রভা এর ছবি

ফুলের দিকে বদ নজর চোখ টিপি

তারাপ কোয়াস এর ছবি

"সেক্সী" হওয়া বিচিত্র কিছু না দেঁতো হাসি
ধন্যবাদ উচ্ছলা।


love the life you live. live the life you love.

চরম উদাস এর ছবি

জটিল সব ছবি চলুক
ফুল দেখলেই বেসন দিয়ে ভেজে ফুলের বড়া বানিয়ে খেতে ইচ্ছা করে লইজ্জা লাগে

তারাপ কোয়াস এর ছবি

ধন্যবাদ উদাস ভাই।
খাওয়া দাওয়ায় আমারো অরুচি নাই, ফ্লিকারে এক্টা ফুলের ছবি আছে অনেকটাই কুমড়া ফুলের মত। দুই দিনের দুনিয়া! বেসন জোগাড় করা হয়ে গেছে, চেষ্টা নিতে হবে একদিন!!


love the life you live. live the life you love.

মেঘরং_ এর ছবি

ফুলখেকো!!!

তারাপ কোয়াস এর ছবি

খাবার-দাবার নিয়ে খোঁটা সহ্য করা হবে না!
সৌজন্যে: জাতীয় ফুলখেকো সমিতি।


love the life you live. live the life you love.

ফাহিম হাসান এর ছবি

ফুলের ছবিগুলো বেশ চমৎকার এসেছে - বিশেষ করে ২ আর ৪

মন ভরে ছবি তুলুন, পোস্ট দিন নিয়মিত। শিরোনামের বানানটা "কথোপকথন" হবে মনে হয়।

---

আমার নামও কিন্তু ফাহিম খাইছে

তারাপ কোয়াস এর ছবি

ফাহিম ভাই আপনার কথাই পোষ্টে বলেছি। আমি ভেবেছিলাম সচলে এই নামে একমাত্র আপনিই আছেন, তবে অনুমানটা একেবারে ভ্রান্ত না। গুগল করলে প্রথম তিনটা রেজাল্ট আপনাকেই দেখায়!

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। আসলে ম্যাক্রো ফটোগ্রাফির উপর আগ্রহ জন্মায় আপনার সেই প্রজাপতি'র পোষ্টের পর, বিস্তারিত বলায় সেইগুলা (আসলে ওই টিপসগুলা ছিল মোর সম্বল!) এই ছবি তোলার ক্ষেত্রে প্রয়োগ করেছি। সামনের দিনগুলাতে আরও সাজেশনের আশায় আছি হাসি

শিরোনাম ঠিক করে দিলাম। আর উৎসাহের জন্য অনেক অনেক ধন্যবাদ বস। ভালো থাকবেন।


love the life you live. live the life you love.

ফাহিম হাসান এর ছবি

এইবার লজ্জা পেলাম লইজ্জা লাগে । ফাহিম নামে সচলে আরো ফটোগ্রাফার আছেন। সে যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ভাল লাগছে ছবি তোলার প্রতি আপনার আগ্রহ দেখে।

এমনিতে ম্যাক্রো ফটোগ্রাফিতে শার্প ফোকাস রাখা বেশ কঠিন - এই বিষয়ে আপনার অভিজ্ঞতাগুলোও শেয়ার করার অনুরোধ জানিয়ে গেলাম।

ধুসর গোধূলি এর ছবি

ফুলেল ব্লগ চমৎকার হৈছে। এবার ফুলের মতো বালিকাদের ফটুক দেখান। রুই মাছের মতো চোখ ফোলা ফোলা করে তাকায়ে আছি...

তারাপ কোয়াস এর ছবি

আপনার মন্তব্যটা পেয়ে অনেক ভালো লাগলো ধুগোদা। বালিকাদের দেখলেই মন কেমন যেন উদাস হয়ে যায়, ক্যামেরার বদলে মনের গভীরে ছবি তুলি, এতই মায়াময় এরা!!
সমগ্র বাংলাদেশ পাঁচটন এমন বালিকার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এখানে। সামনের দিনগুলাতে তার দুই একটা স্যাম্পল পেশ করার ইচ্ছা রাখি দেঁতো হাসি


love the life you live. live the life you love.

প্রৌঢ় ভাবনা এর ছবি

ফুল ও প্রকৃতি সব সময়ই সুন্দর। এগুলো আরও মনোহর।
দন্যবাদ। মনটা প্রফুল্ল হয়ে গেল।

তারাপ কোয়াস এর ছবি

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রৌঢ় ভাবনা।


love the life you live. live the life you love.

কাশফুল এর ছবি

দারুণ হয়েছে তো ছবিগুলো। মন ভালো করে দেয়া পোস্ট। হাসি

তারাপ কোয়াস এর ছবি

থ্যাঙ্কু কাশফুল হাসি


love the life you live. live the life you love.

bORNILA এর ছবি

13. Lady's umbrella

তারাপ কোয়াস এর ছবি

গুগলে এ নাম দিয়ে সার্চ দিয়েতো কিছু পাওয়া যাচ্ছে না চিন্তিত যদি কোন রেফারেন্স থেকে থাকে তবে দয়া করে এখানে তুলে দিলে উপরে নিশ্চিন্তে যোগ করে দিতে পারতাম। আর কষ্ট করে নাম জোগার এর জন্য কৃতজ্ঞতা জানবেন।


love the life you live. live the life you love.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।