রাতের আকাশে একটি মাত্র তারকা মণ্ডলকেই চিনতে পারি, কালপুরুষ। বাকি সব মণ্ডল আক্ষরিক অর্থেই মাথার উপর দিয়ে যায়।প্রাচীন পূর্বপুরুষদের কল্পনাশক্তির কথা ভাবি, আকাশের দিকে তাকিয়ে কত ধরনের জীব জন্তু , হাবি জাবি কল্পনা করে সে অনুযায়ী তাদের নামকরণ করে গেছে, নমস্য। তাদের জানা ছিল না আসলে আমরা সবাই ওই তারা থেকেই এসেছি। আক্ষরিক অর্থেই আমরা তারা'র সন্তান। দুর্মুখরা অবশ্য বলে তারার উচ্ছিষ্ট!!
রাতের আকাশ আমার কাছে বড় বিস্ময়কর। সত্যিকারের টাইম মেশিন। আপনি সবথেকে কাছের তারার দিকে তাকালেও আসলে দেখছেন চার বছর আগে রওনা হওয়া সেই আলোক রশ্মি! কিছু তারকা হাজার আলোক বর্ষ দূরের, অর্থাৎ হাজার বছর আগেকার আলো আমরা দেখতে পাচ্ছি। শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রে সাহায্যে দেখা যায় লক্ষ, কোটি আলোক বর্ষ দূরের নক্ষত্র, তারমানে আধুনিক মানুষের জন্মের বহু বহু বহু বছর পূর্বে সেই তারাটির আলো আমাদের এই পৃথিবীর দিকে যাত্রা শুরু করেছিলো! বিলিয়ন আলোক বর্ষের কথা না হয় বাদই দিলাম। সেটা আসলেই আমার উপলব্ধির বাইরে। হয়তো যে তারাটি থেকে কোটি বছর আগে ফোটন গুচ্ছ যাত্রা শুরু করছিলো তার বিলুপ্তি ঘটছে অনেককাল আগেই, কিন্তু আমাদের কাছে সে সংবাদ আসবে আরও অনেক হাজার কিংবা লক্ষ বছর পর! কি অদ্ভুত!
মাস দুয়েক ধরে রাতের আকাশের ছবি তোলার চেষ্টা করছি। ফোকাস করতেই বড় ঝামেলা, তারপর অন্যান্য সেটিংসতো আছেই। চাঁদের ছবি বাদে বাকিগুলা লং এক্সপোজারে তোলা। বেশির ভাগই ১৮-৫৫ মিলি, গোটা দুয়েক ৫৫-২০০মিলি লেন্স এ তুলেছি(আছেই এই দুইটা লেন্স নেটে যদিও এর থেকে লক্ষগুণ ভাল রেজুলেশনের ছবি পাওয়া যায়, তারপরও কামেরা চোখে মধ্যরাতে তারার দিকে তাকালে এক অদ্ভুত ভালোলাগায়, বিষণ্ণতায় আক্রান্ত হই।
বারান্দা থেকে তোলা
"আমি আর একফালি নিষ্পাপ চাঁদ, সারারাত কথা বলে হয়েছি উদাস।"
মন্তব্য
ফাটাফাটি হয়েছে গুরু। আকাশের প্রেমে পড়ে গেলাম । চমৎকার। আরও তোলেন ছবি...
রাতের রঙ আমার সবচেয়ে প্রিয়।
ডাকঘর | ছবিঘর
ধন্যবাদ তাপস শর্মা।
love the life you live. live the life you love.
চেষ্টা করেছেন সেটাই বা কম কিসের। আস্তে আস্তে আকাশের বিষয়ভিত্তিক ছবি তোলার চেষ্টা চালিয়ে যান। যেমন, কালপুরুষ।
চেষ্টা করবো পিপিদা। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
love the life you live. live the life you love.
## বেশ কিছুদিন পূর্বে বিপ্রদাশ বড়ুয়ার লেখা একটি মহাকাশ বিষয়ক বই পড়েছিলাম যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি সেসনা বিমান নিয়ে লেখা হয়েছে। বারমুডি ট্রায়াঙ্গলের উপর দিয়ে উড়তে গিয়ে চালক ১৯৪৫ সালে ব্যবহৃত সেই প্লেনের দেখা পান। প্রথমে ভাবেন অন্য কোন প্লেন কিন্তু পরক্ষনেই তার অদ্ভুত অনুভূতি হতে থাকে কারন যে চালকটিকে প্লেনের ভেতর দেখেছিলেন সেটা অদ্ভুত দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়েছিল, পরক্ষনেই এটা মনে হতে তিনি নেমে এসে সবাইকে বলেন, কেউ বিশ্বাস করেনি, পরবর্তীতে ঘটনা অন্য দিকে মোড় নেয় এবং অনেক খোঁজা খুঁজির পর সে বিমানটির দেখা পান। বেশ রহস্যময়।
> আপনার ছবিগুলো দেখে আকাশের রহস্যময়তা এসে হানা দিল। কতকিছু যে আছে এখানে ওখানে ছড়িয়ে, তার ইয়াত্তা নেই। তবে দৃঢ়ভাবে বিশ্বাস করি হয়তো কোন একদিন ঘুম থেকে জেগে উঠে খবরের কাগজে বিশাল হেডলাইন দেখব "অবশেষে বুদ্ধিমান প্রানীর দেখা মিলল"
>আপনার ছবিগুলো খুব খুব ভাল লেগেছে। ভাল থাকুন সবসময়, এ সুন্দর প্রথ্যাশায়
'বারমুডা ট্রায়াঙ্গাল' লেখেক বেশ কিছু অর্ধ সত্য তথ্য উপস্থাপন করেছিলেন, তাতে লাভ হয়েছিলো মূলত লেখকেরই বেশী (অর্থনৈতিক)! আর এখানকার টুরিজ্যমেও খানিকটা।
প্রাণের ব্যাপারে আশাবাদী তবে 'বুদ্ধিমান প্রাণী'র ব্যাপারে নই। সে এক বিরাট ইতিহাস। সুযোগ পেলে সচলে লিখবো খন!
ছবিগুলা ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো(তবে এটা এক্সপেরিমেণ্টাল ধর্মী ছবিগুচ্ছ্য), আপনিও ভাল থাকবেন।
love the life you live. live the life you love.
চাঁদের ছবিটা খুব ভাল তুলেছেন। তারার ছবিগুলো খুব সম্ভবত শহর থেকে তোলা। তারার ছবি তোলার সবচেয়ে ভাল উপায় হল শহরের বাইরে চলে যাওয়া যেখানে বিদু্যতের আলো নেই। তারপর আরামসে ছবি তোলা। একবার এক মরুভূমিতে ক্যাম্পিং করার সৌভাগ্য হয়েছিলো, বুঝেছিলাম যে শুধু তারা গুণেই রাত কাটিয়ে দেওয়া সম্ভব
ধন্যবাদ সাফি ভাই। আপনি ঠিকই ধরেছেন। কিছু 'গিয়ার' এর অপেক্ষায় আছি, ওগুলা পেলেই 'পুরোপুরি'ভাবে শুরু করবো। রাত যত বাড়ে সাথে তারা দেখার ঘোরও পাল্লা দিয়ে বাড়ে। সাফি ভাই, আপনার সেই অভিজ্ঞতাগুলা শেয়ার করেন, নিঃসন্দেহে তা উপভোগ্য হবে।
love the life you live. live the life you love.
'সন্ধ্যার নক্ষত্র, তুমি বলো দেখি কোন পথে, কোন ঘরে যাবো!
কোথায় উদ্যম নাই.. কোথায় আবেগ নাই.. চিন্তা স্বপ্ন ভুলে গিয়ে শান্তি আমি পাবো?
রাতের নক্ষত্র, তুমি বলো দেখি কোন পথে যাবো?'
#জীবনানন্দ দাশ।
চমৎকার।
ছবি তোলা চলুক।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অনেক ধন্যবাদ তিথিডোর (প্রিয় কবির কবিতা+উৎসাহের জন্য)।
love the life you live. live the life you love.
তার উপর, আকাশের ওপারে আকাশ
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
হ!
love the life you live. live the life you love.
ছবি তো তুলতে পারি না, ক্যামেরাও নাই। কিন্তু কালো ব্যাকগ্রাউন্ডে ফোটা মেরে মেরে ফটোশপে এরকম আকাশ বানায়ে ফেলবো নাকি ভাবছি
______________________________________
পথই আমার পথের আড়াল
খাইছে মুই কই যাই!! নজু ভাই, আপ্নে ফটোশপের দিকটা দেখেন, বিতরণের(অবশ্যই হাদিয়া সহ) দায়িত্ব আমার
love the life you live. live the life you love.
আহা, আমার সবচেয়ে পছন্দের বিষয়, এদের নিয়ে গবেষণা করতেই চেয়েই ঘর, পরিবার, দেশ ছেড়ে পৃথিবীর পথে হাঁটা শুরু করলাম।
কালপুরুষের আদ্রা আর বাণরাজের আসল বর্ণ বেশ ভাল এসেছে, পায়ের কাছে মনে হল লুব্ধককে দেখলাম!
facebook
ধন্যবাদ বস।
সম্ভবত ওটা লুব্ধক'ই।
আমার ধারণা কেপলার বি ২২তে যদি কোনদিন মানুষ যায়, তারা সেখানেও তেজসৃপ হন্তারক এর দেখা পাবে
love the life you live. live the life you love.
রাত দুইটার সময় গ্র্যান্ড ক্যানিয়নের পশ্চিম ধারে দাঁড়িয়ে যে আকাশ দেখেছি পৃথিবীর কোন ক্যামেরা দিয়ে সে আকাশ ধারণ করা সম্ভব না!
ছেলেবেলায় বাড়ির ছাদে শীতল পাটি বিছিয়ে শুয়ে আকাশ দেখতাম আমরা। বাবা একের পর এক তারামণ্ডল চেনাতেন। মনে পড়ে ৯৪ বা ৯৫ সালের দিকে একবার উল্কাঝড় হয়েছিল। আমরা সারারাত ছাদে শুয়েছিলাম উল্কাঝড় দেখার আশায়। কীসের কী, ১০-১৫টা উল্কা দেখার পর ঘুমিয়ে কাদা।
এখনো প্রায় রাতেই আকাশের দিকে তাকিয়ে বিভ্রান্ত হয়ে চোখ ফিরিয়ে নিই। আমার ছেলেবেলার আকাশের সাথে তার কোন মিল নেই।
পোস্ট ভালো লেগেছে।
স্মৃতিচারণ: সাধু! সাধু!
৯৯/২০০০ এ উল্কাঝড় দেখার জন্য আসাদগেট হোষ্টেল থেকে কয়েকজন বন্ধুবান্ধব রাত জেগে নানা উৎপাত(যদিও একটা দুইটা বাদে আর কোন উল্কাঝড় আমাদের প্রতি কৃপা বর্ষণ করেনি!!)
অনেক অনেক ধন্যবাদ দ্রোহীদা, আর্দ্র মন্তব্যটির জন্য।
love the life you live. live the life you love.
ভাই হে, গান কই? আকাশের ছবির সাথে গীটারের টুংটাং থাকবে না! হাতে এখনো একটু সময় আছে, একটা Christmas carol নামান।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
গিটার বাক্সবন্ধী অনেকদিন থেকে পাণ্ডব'দা, সামনের বছর নতুন উদ্যমে শুরু করতে হবে ।
('Christmas carol'তো বছর তিনেক থেকেই নামাচ্ছি, তবে ওগুলা লিক্যুইড ক্যারল )
love the life you live. live the life you love.
_____________________
Give Her Freedom!
love the life you live. live the life you love.
সচলের পাতায় শহুরে আকাশের ছবি ভালো লাগলো।
লম্বা এক্সপোজারে তারা ঝলমলে আকাশের ছবিও চাই।
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
ধন্যবাদ অন্যকেউ। 'উন্নত যন্ত্রপাতি' হাতে পেলেই ঝলমলে তারা ভরা আকাশ ধরা দেবে নিশ্চয়ই
love the life you live. live the life you love.
------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
love the life you live. live the life you love.
আমার তারা দেখতে ভীষণ ভাল লাগে।
তার মানে আপনিও আমাদের দলীয় লোক
love the life you live. live the life you love.
টুইংকল টুইংকল লিটল স্টার........
_____________________
Give Her Freedom!
হ!
love the life you live. live the life you love.
একবার নক্ষত্রের পানে চেয়ে- একবার বেদনার পানে...
অনেক ছবি তুলে প্রিন্ট নিল যুবকের দল -----
ভালৈছে।
--------------------------
পথেই আমার পথ হারিয়ে
চালচুলোহীন ছন্নছাড়া ঘুরছি ভীষণ...
ধন্যবাদ পথিক পরাণ।
love the life you live. live the life you love.
বলেন কি ঐটা একফালি চাঁদ ছিল, আমিতো দেখলাম আস্ত একটা থালার মতো চাঁদ!!
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
হাঃ হাঃ, জেমসের গান থেকে তুলে ঝেড়ে দিয়েছি আরকি!
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ কল্পনা আক্তার।
love the life you live. live the life you love.
দিদি, আপনি কি বেঁচে আছেন? বেঁচে থাকলে একটা পোস্ট দিয়ে জানান দেন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
এখনো বেঁচে আছি, কমেন্ট করে জানালাম
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
স্টার ফিলটার লাগিয়ে তারার ছবি তুলেন।
...........................
Every Picture Tells a Story
ধন্যবাদ মুস্তাফিজ ভাই। ফিল্টার এর কথা একদম মনে ছিলো না।
love the life you live. live the life you love.
প্রথম ছবিটা মুডটাকেই একদম বদলে দিলো। পছন্দের পোস্টে নিলাম, রাতের আকাশ আর তারা বড্ড বেশি প্রিয়।
অনেক ধন্যবাদ তানিম এহসান। রাতের আকাশ আসলেই অদ্ভুত সৌন্দর্যের।
love the life you live. live the life you love.
আরে, পছন্দের পোস্টে নেয়ার অপশন গেলো কই?
মনেহয় আপাতত স্থগিত আছে
love the life you live. live the life you love.
বাহ
ধন্যবাদ চরম উদাস ভাই।
love the life you live. live the life you love.
কি সুন্দর করে লিখেছেন! ..... আর চাঁদের ছবিটা তো দারুন রোমাঞ্চকর
তারা-ভরা আকাশ দেখে দেখে সারারাত কাটিয়ে দেয়ার বদোভ্যাসটা সেই ছোট্টবেলা থেকে এই বুড়োবেলা অবধিও পিছু ছাড়লো না আমার
অনেক ধন্যবাদ উচ্ছলা।
love the life you live. live the life you love.
অসাধারণ!!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন মন্তব্য করুন