১৫ | লিখেছেন অমিত আহমেদ (তারিখ: শনি, ০১/০৯/২০০৭ - ১১:৩২পূর্বাহ্ন)
আমার প্রিয় কজন ব্লগারদের একজন এই হাসান ভাই। উনার যে জিনিসটি সভচেয়ে ভাল লাগে সেটা হলো উনার বলিষ্ঠ-সত্যকথন। কাউকে ছেড়ে কথা বলার মানুষ উনি নন। আর কোন জায়গাটাতে কথা আর না বাড়ানোটাই উত্তম সেটা উনি চট করে ধরে ফেলেন - অন্য অনেক ব্লগারের মধ্যে যে সহনশীলতার অভাব দেখি প্রায়ই। আর পরিচালক হিসেবে উনার ফাটাফাটি কাজ গুলোর কথা নাহয় আর নাই বল্লাম! প্রিয় এ মানুষটির জন্মদিনে আমার সশ্রদ্ধ শুভেচ্ছা রইলো।
মন্তব্য
তাই নাকি!
হ্যাপী বার্থডে ...টু অলৌকিক হাসান!
লেখতে চাই ..কিন্তু কি লিখবো?
কী অলৌকিক !!
শুভ জন্মদিন, অলৌকিক হাসান !
ওই মিয়া কি কন? ভাবী তো আসবে ভাইয়ের জন্য, আপনার জন্য নাকি!
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা হাসান ভাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মুর্শেদ বস,
ভাবি সুন্দর হলে বোনরাও সুন্দর হবে, নাকি?
আর আমাদের তো সেইখানেই,,,,,,,,,,,
শুভ জন্মদিন
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
জন্ম দিন্টা মিয়া আমার বাজে লাগে... কলি এর ঘন্টা শুনি শুধু... ভীতুর ডিম বইল্যাই হয়তো... যাউকগা, সজ্ঞলের লগেই কই - শুভ হোক এই দিন...
আর বস, বিয়ার ধারে কাসে যাবেননা, অতিশয় বদ একখান বিদ্যালয়... আপনে আসেন এই যথেষ্ট, ভাবী-টাবীর দরকার নাই...
আর, আমি তো মিয়া কাসেই থাকি, খাওয়াইতে হইবো... নইলে... নাহ, জন্মদিনের এই একটা উপকারিতা আসে...
সব্বাই কি গনক? সবাই ক্যমনে বুঝলো অলৌকিকের জন্ম দিন শুভ?
ভাবি ছাড়া ক্যমনে দিন শুভ হয়?
সচলে একটা ভাবি বিষয়ক পোষ্ট চাই।
মডুরামরা পাত্র পাত্রী খুঁজার বিভাগ খুইল্যা দেন। ওই বিভাগটা কোন এক যোগ্য ব্লগাররের হাতে তুলে দেন।
--------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
অলৌকিক ভাইয়ের না বিয়া হইছে...একটা বাইচ্চার ফটুও না দেখছিলাম !!! আবার বিবাহ কেন !!!
যাউকগা টাশকি খাওয়ার ভীড়ে উইশ করতে ভুইলা যামু।
"জন্মদিনের ফাটাফাটি শুভেচ্ছা" !!
তৃতীয় নয়নের আইডিয়াখানা খাসা। ওই কমিটির দায়িত্ব আমারে দিয়েন।
ভালা ভালা পাত্র(আমার লাইগা) আর পাত্রী(যারা আমার লগে কেচাল করবনা তাগো লাইগা)আলাদা কইরা রাখুম । আর যেগুলান আমার লগে পেচগি বাঁধাইব হেগোরে দিমু সরেস বধূ। তো সাধু সাবধান !!!
দৃশা
হাঃ হাঃ হাঃ
আপু... কই পান এসব খবর?
তোমার সুরে সুরে সুর মেলাতে
থুক্কু "বেরস বধূ"
দৃশা
হেপি বাড্ডে...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হেপি বাড্ডে...
শুভ জন্মদিন।
জন্মদিন ডি শুভ
আমার প্রিয় কজন ব্লগারদের একজন এই হাসান ভাই। উনার যে জিনিসটি সভচেয়ে ভাল লাগে সেটা হলো উনার বলিষ্ঠ-সত্যকথন। কাউকে ছেড়ে কথা বলার মানুষ উনি নন। আর কোন জায়গাটাতে কথা আর না বাড়ানোটাই উত্তম সেটা উনি চট করে ধরে ফেলেন - অন্য অনেক ব্লগারের মধ্যে যে সহনশীলতার অভাব দেখি প্রায়ই। আর পরিচালক হিসেবে উনার ফাটাফাটি কাজ গুলোর কথা নাহয় আর নাই বল্লাম! প্রিয় এ মানুষটির জন্মদিনে আমার সশ্রদ্ধ শুভেচ্ছা রইলো।
তোমার সুরে সুরে সুর মেলাতে
জন্মদিনের শুভেচ্ছা। হেপী বাড্ডে।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
নানাভাই, শুভ জন্মদিন। (আজকে আমার নানার জন্মদিন!)
শুভ জন্মদিন।
নীলের সঙ্গে পথ চলা,ভুল পথে
অথবা তারপরও ভালো আছি ...
হেপি বাড্ডে সুন্দর গুন্ডা!
-------------------------------------------------
অত্তাহি নাথো, কোহিনাথো পরিসিয়া॥
শুভ জন্মদিন!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
হ
নীড়পাতা.কম ব্লগকুঠি
গুরু, শুভ জন্মদিন। কি খাওয়াবেন?
কি মাঝি? ডরাইলা?
শুভ জন্মদিন।
একটা পার্টি হয়ে যাক।
লোক সাপ্লাই আমি দিমু নে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
জন্মদিন শুভ হোক।
...........
যত বড় হোক সে ইন্দ্রধনু দূর আকাশে আঁকা
আমি ভালবাসি মোর ধরনীর প্রজাপতির পাখা
হ্যাপী বাড্ডে ...
জন্মদিন শুভ হোক।
-----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..
একটা অলৌকিক জন্মদিন হোক।
অলৌকিক এই মানুষটিকে জন্মদিনে একগোছা অলৌকিক রজনীগন্ধার শুভেচ্ছা।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
দেরিতে হইলেও জন্মদিনের শুভেচ্ছা কমরেড। দেখা হবে ট্রেঞ্চে, নতুন লড়াইয়ে
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
খানিকটা বিলম্বিত শুভেচ্ছা।
বিলম্ব ও শুভেচ্ছা।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
জন্মদিনের অনেক বিলম্বিত শুভেচ্ছা।
--তিথি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
শুভেচ্ছা, শুভেচ্ছা।
××××××××××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
বিলম্বিত শুভেচ্ছা
______ ____________________
suspended animation...
নতুন মন্তব্য করুন