অন্নদাশঙ্কর রায়ের "পথে প্রবাসে" পড়বার পর রবীন্দ্রনাথ ঠাকুর অভিভূত হয়ে মন্তব্য করেছিলেন, "অন্নদা, এখন থেকে তুমি লিখবে আর আমরা পড়ব "। যদি যোগ্যতা থাকতো, তবে আমিও হয়তো বলতাম, "ক্রেসিডা, এখন থেকে তুমি লিখবে আর আমরা পড়ব"। কিন্তু হায়, সে যোগ্যতা আমার নেই।
এতটুকুন কবিতার মধ্যে এত বিশাল ভাবের ব্যাপ্তি সত্যিই বিস্ময়কর! তবে এতো বেশী টাইপো যে কোন অজুহাতেই মোটেই কাম্য নয়।
কম্পিউটারকে অভ্রভেদী করে তোলা যেতে পারে সহজেই। আর কন্ট্রোল এফ ৭ চেপে স্ক্রিনে সহজেই নিয়ে আসা যেতে পারে স্পেল চেকার। এম এস ওয়ার্ডে এ কাজ আমি তো দিব্যিই করে যাচ্ছি।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
বন্যা আপনাকে ধন্যবাদ। বন্যা নামটা ছেলে না মেয়ে আমি জানি না; তবে নামটা যে ছেলেদেরও হয় সেটা জেনেছিলাম এভাবে যে, সেম নামে কলকাতায় আমার এক বন্ধু ছিল (বাংলাদেশেরই ছেলে )।
আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
মন্তব্য
অন্নদাশঙ্কর রায়ের "পথে প্রবাসে" পড়বার পর রবীন্দ্রনাথ ঠাকুর অভিভূত হয়ে মন্তব্য করেছিলেন, "অন্নদা, এখন থেকে তুমি লিখবে আর আমরা পড়ব "। যদি যোগ্যতা থাকতো, তবে আমিও হয়তো বলতাম, "ক্রেসিডা, এখন থেকে তুমি লিখবে আর আমরা পড়ব"। কিন্তু হায়, সে যোগ্যতা আমার নেই।
এতটুকুন কবিতার মধ্যে এত বিশাল ভাবের ব্যাপ্তি সত্যিই বিস্ময়কর! তবে এতো বেশী টাইপো যে কোন অজুহাতেই মোটেই কাম্য নয়।
গোলাপী > গোলাপি
ঠোট > ঠোঁট
প্রপ্তি > প্রাপ্তি
সজ্ঞা > সংজ্ঞা
কম্পিউটারকে অভ্রভেদী করে তোলা যেতে পারে সহজেই। আর কন্ট্রোল এফ ৭ চেপে স্ক্রিনে সহজেই নিয়ে আসা যেতে পারে স্পেল চেকার। এম এস ওয়ার্ডে এ কাজ আমি তো দিব্যিই করে যাচ্ছি।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
রোমেল ভাইকে অনেক ধন্যবাদ । আপনার এ কমেন্ট আমার জন্য অনেক অনুপ্রেরনা হয়ে থাকবে। চেষ্টা করবো অলওয়েজ সাথে থাকার।
ভালো থাকবেন।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
বানান সব ঠিক করে দিয়েছি। এরপর থেকে আর ভুল থাকবেনা আশা করি।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
অভিমানগুলো মিছিলে শরিক হোক.....ভেঙ্গে যাক সব অদেখা দেয়াল......
কিছু গল্প দেয়ালের আড়ালে ই থাকুক। আড়ালের আলাদা একটা সৌন্দর্য্য আছে।
ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
এত সুন্দর কবিতা লেখেন কি করে বলেন তো? ৮ লাইনের ভিতর এত কথা! সত্যি অভিভূত
বন্যা আপনাকে ধন্যবাদ। বন্যা নামটা ছেলে না মেয়ে আমি জানি না; তবে নামটা যে ছেলেদেরও হয় সেটা জেনেছিলাম এভাবে যে, সেম নামে কলকাতায় আমার এক বন্ধু ছিল (বাংলাদেশেরই ছেলে )।
আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
সুন্দর!!
________
বুনোফুল
ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
হাচলত্বের অভিনন্দন।
ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
সুন্দর লিখেছেন প্রিয় ক্রেসিডা, অভিনন্দন আপনাকে
আশরাফুল কবীর
পড়ার জন্য ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
চমৎকার কবিতা।কঠিন সব কথা।আরও বেশী বেশী কবিতা লিখবেন।
ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
বাহ!
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
নতুন মন্তব্য করুন