ক্যাফে
--------------
অনেকদিন পর বৃষ্টি এল লাল মেঘে
সবুজ কুয়াশায় কাঁচ জমে
সিড়িঘরে ভিজে গেছে পুরনো মেহেদি
সিড়ি ও ঘরে ধুলো হেটে আসে পাগুলো
পাগল পুরনো বন্ধুর
অনেক মলিন, মিলন ভেবে চোখে বাক্স সমুদ্র
জেলি ফিস ভেসে রয়
ওদের কথার মাঝে শব্দ হয় গুনগুনিয়ে
কিছু হাসি বৃষ্টি হয়
আমারও হাসি আছে, আসে গাড়ি, শব্দ চুড়ি
চুরি করে
প্রেম দেখে রঙিন কনফেট্টি
আমি দেখি -
জলের মেহেদি
জল শেষে নেমে গেছে হাড়ের মাঝখানে।
মন্তব্য
যতিচিহ্ন, বানান এবং স্পেসের ব্যবহার ঠিকঠাকমতো হলে কবিতাটা আরেকটু ভাল লাগত।
সিড়ি বানানটায় "চন্দ্রবিন্দু" হবে কিনা আমি শিওর না। যতিচিহ্ন এর ব্যাপারে আমি মনে করি এটা আমার স্বাধীনতা। স্পেস টাও। কবিতার ফরমেটিং কিভাবে হবে সেটা আমি যেভাবে করেছি, আমার কাছে সেটাই ভালো মনে হয়েছে। পাঠকের মতভেদ থাকাটাই স্বাভাবিক।
আর কোন বানানটা ভুল একটু বলল্লে ভালো হতো।
ধন্যবাদ পরার জন্য।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
ভাল লিখেছেন।
ধন্যবাদ আপনাকে।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
****************************************
ধন্যবাদ মাঝি ভাই!
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
ভালো লাগলো। যদি কিছু না মনে করেন, সচলে কিভাবে লেখা দেন অথিতি লেখক হিসেবে??
______
বুনোফুল
ধন্যবাদ।
এখানে দেখেন, সব কিছু বিস্তারিত পাবেন। এরপর ও না বুঝলে বলবেন।
http://www.sachalayatan.com/faq
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
আবারও একটি ভালো কবিতা। অনেক ভালো লাগলো
ধন্যবাদ আপনাকে।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
সহজ-কঠিন বুঝিনা তাই ভাল-খারাপের বালাই নাই ।
পড়তে পারি এতেই খুশি ।
কড়িকাঠুরে
পড়ার জন্য অনেক ধন্যবাদ।পড়েছেন তাতেই খুশি।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
নতুন মন্তব্য করুন