চিঠি

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: শুক্র, ২৫/০৫/২০১২ - ১:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চিঠি
------------

একখানা সমুদ্র ছিল তবু
তার ঘর ছিল না;
একখন্ড কুয়াশায় গোপনে গোপনে
ছিল না আড়াল;
রক্তের কোলাহলে আগুন ছিল, কেন হায়
ছিল না তাপ?

জ্যোতির্ময়ী, শুক্ল ছায়াপথে বিভ্রম মেখেছিল চোখ
গোপন অন্তরে তবু তোমার প্রতিচ্ছবি
চিবুকের কোনে রোদের বরফকুচি রোজ এসে
গৃহস্থ হয়ে যাচ্ছে; অথচ
আমি গৃহী মনোভাব নিয়েও বারবার তোমার বিপরীতে
হয়ে যাচ্ছি অসহায় বিবাগী!

সুপ্রিয়া -
          এ চিঠিতে দামী সুঘ্রান ছাপিয়ে, জানি
          প্রেম-অপ্রেম এবং অক্ষর খুঁজবে লোকচক্ষু;
          জেনো রিজার্ভ ব্যাঙ্কে রেখে যাচ্ছি ব্যার্থতা
          চিঠির জলছাপ জুড়ে তার তীব্র অভিমান।


মন্তব্য

অমি_বন্যা এর ছবি

চলুক

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

রিয়েল ডেমোন এর ছবি

হাততালি

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

কানিজ ফাতেমা এর ছবি

হাততালি

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

প্রদীপ্তময় সাহা এর ছবি

পুরো কবিতাটা সম্পূর্ণ ভাবে বুঝে উঠতে পেরেছি কিনা জানিনা।
তবে মনের মধ্যে তৈরী হওয়া প্রতিচ্ছবিটা ভালো লাগছে।
আর ভালো লাগছে বিশেষ করে একটা লাইন

রক্তের কোলাহলে আগুন ছিল, কেন হায়
ছিল না তাপ?

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ সাহা ভাই। ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

বন্দনা এর ছবি

পুরা কবিতা জুড়ে কেমন একটা হাহাকার। ভালো লেগেছে।

ক্রেসিডা এর ছবি

আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

সুন্দর লিখেছেন, ভাল লেগেছে হাহাকারস!

বাঘের বাচ্চা

আশরাফুল কবীর

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনাকে আশরাফুল কবীরসস চোখ টিপি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ম্যাক্স ইথার  এর ছবি

ক্রেসিডা । আপনার ফ্যান হয়ে যাচ্ছি ।

একখানা সমুদ্র ছিল তবু
তার ঘর ছিল না;

আহা ।।

ক্রেসিডা এর ছবি

ম্যাক্স ভাই,@ চার্জার ফ্যান হইয়েন। যেমনে কারেন্ট যায়, কাজে আসবে দেঁতো হাসি

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

আব্দুল গাফফার রনি এর ছবি

হাততালি

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

ক্রেসিডা এর ছবি

হাততালি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

বুনোফুল এর ছবি

গুরু গুরু গুরু গুরু

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনাকে। ব্যায়ামটা সুন্দর করতেছেন দেঁতো হাসি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

সুলতানা পারভীন শিমুল এর ছবি

"চিবুকের কোনে রোদের বরফকুচি রোজ এসে
গৃহস্থ হয়ে যাচ্ছে" - এই লাইনটা খুব সুন্দর।

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ পড়ার জন্য।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।