ব্ল্যাঙ্ক

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: রবি, ২৭/০৫/২০১২ - ৯:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্ল্যাঙ্ক 

--------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ঠিক একলক্ষ চৌচল্লিশ হাজার লাইন পরে
এই লাইনের শুরু; মূলতঃ
                            এটা কবিতার শুরু নয়!

 
এবং আমি মোটেও কবিতার মাঝ থেকে পাঠ
পছন্দ করি না, স্বাস্থ্যসম্মত ও নয়;

 
কবি শুধু শব্দ দিয়ে কবিতা লিখবে এমনতো নয়
শব্দ ছাড়াও কয়েক লক্ষ কবিতা বা কবিতার লাইন
                                             জন্ম নেয়!

 
য্যামোন ৭১‌'এ শহীদ মাতার চোখে জমে থাকে
এই কবিতার প্রথম কয়েক লক্ষ লাইনের মতো বা
তারও বেশি কিছু 
                    মেধাবী শব্দ;

 
সোজা ও সরলভাবে পড়ে নিও।

 


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

নিখাদ হাত তালি- নিখাদ খাটি---

হাততালি হাততালি হাততালি (এটা ভার্চুয়াল)

কড়িকাঠুরে

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

দুষ্ট বালিকা এর ছবি

হুমম!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ক্রেসিডা এর ছবি

হুমম!!

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

কানিজ ফাতেমা এর ছবি

হাততালি চলুক

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তানিম এহসান এর ছবি

ঠিক একলক্ষ চৌচল্লিশ হাজার! দু:খিত, বুঝতে পারলামনা। বিষয়টি মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত কিন্তু এই সংখ্যাটির মাহাত্ম্য বুঝতে পারছিনা, এটা আমাকে প্রচণ্ড বিব্রত করলো। আপনার কাছ থেকে একটা ব্যাখ্যা পেতে পারি কি? এতটা নিশ্চিত কিভাবে হচ্ছেন সেটাও কি একটু বলবেন।

ক্রেসিডা এর ছবি

একলক্ষ চৌচল্লিশ হাজার বর্গকিলোমিটার = বাংলাদেশ। (সীমানা)লেখাটা অনেক এঙ্গেল থেকেই দেখতে পারেন্ আপনি। যেমন প্রথম একলক্ষ চৌচল্লিশ হাজার GAP টুকু বাংলাদেশ। বাংলাদেশ নিজেই একটা কবিতা। মুক্তিযোদ্ধারা তার কবি। যে কবিতা শব্দ ছাড়া।

আবার যদি শুধু শতীদ মাতার চোখের হাহাকার ধরে বিচার করেন, একলক্ষ চৌচল্লিশ হাজার =বাংলাদেশ (তার বর্তমান অবস্থা), শূন্যতা;

সংক্ষেপে বললাম কিছু এঙ্গেল এর কথা।

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

দুঃখিত, এক লক্ষ চৌচল্লিশ হাজার বর্গকিমি: না- এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গকিমি:?

একটু খুঁজে দেখবেন ।

কড়িকাঠুরে

ক্রেসিডা এর ছবি

লেখাটা ২০০৬/০৭ এর দিকের। এবং আমরা পাঠ‌্যবাইতেও এই ফিগারটা পেয়েছি। এখন দেখছি একলক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গকি:মি:! চেঞ্জ করে দিচ্ছি। ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ক্রেসিডা এর ছবি

কেউ যদি জানেন, তাবে জানাবেন আগে সব জায়গায় পড়তাম একলক্ষ চৌচল্লিশ হাজার বর্গকিমি, তো এই বাড়তি সীমানা কি নতুন করে যোগ হয়েছে? নাকি যেটা জানতাম ভুল ছিল? যদি আগেরপা ঠিক থাকে, তাহলে একলক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর হবে না, আগেরটাই থাকবে কবিতায়।কারন লেখাটা দেশ স্বধীন হবার পরপর যে বাংলাদেশ, সেটা বেস করে লেখা।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

হিমু এর ছবি

বাংলাদেশ সময়ের সাথে আয়তনে বাড়ে (গঙ্গা-ব্রহ্মপুত্রের বাহিত পলির কারণে)। সোয়্যাচ অব নো গ্রাউণ্ড নামে একটা ঢালু জায়গা বেয়ে যদি সব পলি ভারত মহাসাগরের দিকে চলে না যেতো, তাহলে বাংলাদেশ এতোদিনে আরো বহুদূর বিস্তৃত হতো। আপনার এই কবিতা কয়েক বছর পর পর এক জায়গায় আপডেট করতে হবে মনে হচ্ছে।

ক্রেসিডা এর ছবি

হিমুভাই, যেহেতু আয়তনটা দেশ স্বাধীন হবার পরপর বাড়েনি, তখন একলক্ষ চৌচল্লিশ হাজার ছিল, তাই চেঞ্জ না করলেও চলবে বোধহয়। শুধু একটা সময়ের বৃত্তে বাধা পড়ে যাবে আরকি!!

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

হিমু এর ছবি

আসল কথা হচ্ছে পাবলিক আপনাকে বাগে পেয়েছে। তিন হাজার বর্গকিলোমিটার শর্ট ফেলে দিছেন মিয়া, এর জন্য কমসে কম তিন বর্গমিটার কৈফিয়ত তো আপনাকে দিতে হবেই।

ক্রেসিডা এর ছবি

হাহা, অসুবিধা নাই; একটা কবিতা কবি(??) কোন দৃষ্টিকোন থেকে লিখলো, জানা হোক। যতদূর সম্ভব সবার প্রশ্নের উত্তর দিতে ট্রাই করবো।

যদিও কবিতার ব্যাখ্যা দিতে ভালো লাগে না, তাতে চিন্তা-ভাবনার (যদি কেউ করতে চায়) ্রর পথটা সংকীর্ন হয়ে যায়।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

রণদীপম বসু এর ছবি

তবে চুয়াল্লিশ বানানটা যদি কবির স্বাধীনতা নিয়ে ওভাবেই লিখে থাকেন, তাইলে এ মন্তব্য প্রযোজ্য নয় !
ভালো থাকবেন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ। ওটা ওভাবেই লেখা। অনেকে হয়তো সামনে আমার "নোতুন" (নতুন) বানান নিয়েও আপত্তি তুলবেন; বা আমি শুধু "ন" ব্যবহার করি, সেটা নিয়েও। যাই হোক, চৌটল্লিশ দেশের অনেক জায়গায় বলে এখনো।

আপনিও ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

বাগে পাওয়া নারে ভাই- দৃষ্টিকটু লাগল তাই---
কবিতাটা তো অনেক সুন্দর- এটা বলেছিই---

কড়িকাঠুরে

ক্রেসিডা এর ছবি

বাগে পাওয়া হিমু ভাই মজা করে বলেছেন আমার ধারনা। যাই হোক - যে কোন প্রশ্নের উত্তর দিতে খারাপ লাগবে না; যদি না কেই কবিতার ব্যাখা দিতে বলে দেঁতো হাসি কারনটাও উপরে বলেছি।

আপনাকে কমেন্ট করতেই দেখতেছি॥ লেখা কবে দেখবো?

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

ধুউউউররর---
আমি কমেন্ট এর জন্যই 'হাচল' । লেখার জন্য না । দেঁতো হাসি

কড়িকাঠুরে

তারানা_শব্দ এর ছবি

ঠিক বুঝলাম না। ২০০৬ সালে আমি অনার্স ১ম বর্ষে। ক্লাস টেন এর সামাজিক বিজ্ঞানের অব্জেক্টিভের জন্য পড়েছিলাম, এখনো মনে আছে, বাংলাদেশের আয়তন১,৪৭,৫৭০ বর্গকি.মি। আপনি ২০০৬ এ কেমন করে ৩ হাজার কম পেলেন???

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

ক্রেসিডা এর ছবি

লেখাটা ২০০৬ এর, এর মানে এই না লেখার থিম বা বাংলাদেশ এর আয়তনে সেই সংখ্যা টা আসবে। আমি উপরেই ব্যাপারটা ক্লিয়ার করেছি; ৭১'এর পরপর বাংলাদেশ টাকে আনা এখানে। তখন কি আয়তন আপনার জানা সংখ্যাটা ছিল?

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অরফিয়াস এর ছবি

বাংলাদেশের সীমানা ১,৪৭,৫৭০ বর্গকি.মি (এক লক্ষ্ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গকি.মি) এবং বর্তমানে জলভাগে প্রায় সমান সীমানা বাংলাদেশের অধিকারে আছে। বাংলাদেশের সীমানা বিবেচনায় যদি আপনার কবিতার দৃষ্টিভঙ্গি হয়ে থাকে তাহলে এই ভুলটি আসলেই দৃষ্টিকটু।

আবার যদি শুধু শতীদ মাতার চোখের হাহাকার ধরে বিচার করেন, একলক্ষ চৌচল্লিশ হাজার =বাংলাদেশ (তার বর্তমান অবস্থা), শূন্যতা;

ঠিক বুঝলামনা, বিস্তারিত বলবেন কি?

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ক্রেসিডা এর ছবি

আমি কয়েকটা সম্ভাবনাময় ব্যাখ্যা এর কথা বলেছি। উপরে সেটার ব্যাখ্যা দিয়েছি। বোধহয় আপনার পোষ্টটার পরে। বর্তমান সীমানা ( আমি জানতাম না, যে আয়তনে বেড়েছে), সেক্ষেত্রে বর্তমান সময়ের সাথে ব্যাখ্যাটা ইগনোরেবল। মূলতঃ আমার লেখার যে ধারনাটা ছিল, ওই ব্ল্যাঙ্কটুকু কে পাঠকের গাতে ছেড়ে দিলাম। ওটা বাংলাদেশ। সেটাকে অনুবাদ করার দায়িত্ব যারযার। ব্ল্যাঙ্ক - একটা নতুন খাতা বা পাতা, ব্ল্যাঙ্ক - যুদ্ধের পরপর একটা নতুন দেশ, একটা স্বাধীন দেশ, (তখনও আমার ধারনা, আয়তন বাড়েনি, যদি বেড়ে থাকে তাহলে আমাকে চেঞ্জ করতে হবে),

বর্তমান সময়ের কথায় আসি, একলক্ষ চৌচল্লিশ হাজার কে মুক্তিয়ুদ্ধের পরপর নতুন বাংলাদেশ ধরেন। ব্ল্যাঙ্কটাকে "শূন্যতা" বা "অন্তঃসারশূন্য" মনে করেন। এক শূন্যতাটুকু বর্তমানের সাথে শুধু রিলেটেড। আপনার উল্ল্যেখ করা অংশে দেখবেন শূন্যতা কথাটা আছে। বর্তমান সময়ের সাথে মেলাতে গেলে ব্ল্যাঙ্কটুকুকে শুধু শূন্যতা (শহীদ মাতার চোখে যেমন থাকে র্শন্যতা (কিছু হারানোর), কষ্ট, .. এই আরকি..)

আশাকরি ব্যাঙ্কটুকু যে যার মতো করে অনুবাদ করে নিতে পারবে। কবিতা-তো এক এক জনের কাছে এক এক রকম ধারনা তৈরী করে।

ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তানিম এহসান এর ছবি

অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কবিতা একদম অন্যরকম, আগেও বলেছি।

আপনার দেবশিশুকে সুন্দর লাগছে ছবিতে।

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ তানিম ভাই। পৃথিবীর সব দেব শিশু সুন্দর। যেমন পৃথিবীতে কোনদিন কোন খারাপ মা-বাবা জন্ম নেয় নাই।

ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

মৃত্যুময় ঈষৎ এর ছবি

"যেমন পৃথিবীতে কোনদিন কোন খারাপ মা-বাবা জন্ম নেয় নাই।" কথাটা ভুল, কারণ পৃথিবীতে ফাকিস্তান নামের পশুবৎ রাষ্ট্র আছে, তার পশুবৎ মা-বাবাও আছে।


_____________________
Give Her Freedom!

ক্রেসিডা এর ছবি

দুঃখিত সহমত না।

পৃথিবীতে কোনদিন কোন খারাপ মা-বাবা জন্ম নেয় নাই। হোক সে যে রাষ্ট্রেরই, তার নিজ সন্তানের জন্যে তারাই শ্রেষ্ঠ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

মৃত্যুময় ঈষৎ এর ছবি

লিংকটা দেখেন নি বোধ হয়।


_____________________
Give Her Freedom!

ক্রেসিডা এর ছবি

দেখেছি। কিছু এক্সেপশন দিয়ে কি এভাবে বিচার হয়?

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অমি_বন্যা এর ছবি

প্রথমেই হাততালি
অনেক ভালো একটি থিম। অনেক সহজ অথচ অর্থবহ কটা লাইন।

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

আশরাফুল কবীর এর ছবি

চলুক

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনাকে।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো ব্ল্যাঙ্ক-এর ভেতরের কবিতা! হাসি

----------------
রংতুলি

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ জানবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তারেক অণু এর ছবি
ক্রেসিডা এর ছবি

চলুক

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ধুসর জলছবি এর ছবি

চলুক হাততালি

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

মৃত্যুময় ঈষৎ এর ছবি

য্যামোন ৭১‌'এ শহীদ মাতার চোখে জমে থাকে
এই কবিতার প্রথম কয়েক লক্ষ লাইনের মতো বা
তারও বেশি কিছু
মেধাবী শব্দ;

সোজা ও সরলভাবে পড়ে নিও। চলুক


_____________________
Give Her Freedom!

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনাকে।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।