গলি
-----------
ঠায় দাড়িয়ে থাকি
যেভাবে রোদের মাঝে হেটে আসে রাত, ভাবি
প্রতিফলনে স্পর্শ নেই
প্রতি ফলনে জন্ম নেয় একটা করে মৃত্যু;
খুব অন্ধকার; খু-উ-ব
গলিত লাশের গলিতে একটা ল্যাম্পপোস্ট
আর কিছু আলো
ওরা জেগে থাকে বাতি ঘরে, ঘোরে
ঘোর
বৃষ্টি নামবে; আরো বিশটি চোখ জুড়ে
বিষ ধুয়ে যাবে
প্রতি ধ্বনি থেকে প্রতিধ্বনি, মাঝের শূন্যতায়
ঠায় দাড়িয়ে থাকি।
মন্তব্য
সুন্দর!
ভালো লাগল।
ডাকঘর | ছবিঘর
ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
কবিতায় বানান ভুল হওয়াটা খুবই দুঃখজনক।
ভুলগুলো বলবেন কি?
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
বীষ' টা দেখবেন একটু
কবিতা ভালো লাগে তাই পড়ি-
বুঝাবুঝির বালাই নাই
কড়িকাঠুরে
ধন্যবাদ। ঠিক করে দিচ্ছি।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
আরও কিছু, যেমন- ঠাঁয়, দাঁড়িয়ে, হেঁটে।
এছাড়া আপনার সিগে- ভীষণ।
চন্দ্রবিন্দু, আর ণ, ন নিয়ে আমার ততো মাথাব্যাথা নেই।
আমার সিগনেচারে "ভীষন" কোন ভুল না। কবিতাটা যে কবির, তার মূল লেখায় এরকমই লেখা। তিনিও ণ এবং ন এর খুব একটা পার্থক্য দেখেননি।
ধন্যবাদ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
ঠায়>ঠাঁয়
দাড়িয়ে>দাঁড়িয়ে
ল্যাম্পপোষ্ট>ল্যাম্পপোস্ট
ধন্যবাদ। ল্যাম্পপোস্ট টা ঠিক করে দিচ্ছি। বাকি চন্দ্রবিন্দু নিয়ে আমার সেরকম ভাবনা নেই।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
চন্দ্রবিন্দু কিন্তু যৌক্তিক এবং ব্যাকরণিক কারণে শব্দগুলোতে আসে, জানেন নিশ্চয়ই। তাহলে আপনার কি ভিন্ন বক্তব্য আছে চন্দ্রবিন্দু ব্যবহারে?
_____________________
Give Her Freedom!
শব্দকে পুরোপুরি স্বাধীন করে দিলে সে ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক ভাবে বসে ঠিক ঠিক অর্থসহতা রেখে যাবে এমন টা নাও হতে পারে। ভাব প্রকাশের দুর্বার এলোমেলো গতির পাশেও সীমানা এঁকে দেওয়া লাগতে পারে।
কবিতার শেষে লিখনকালটা যুক্ত করে দিলে কেমন হয়? সমসাময়িক কবিতা পড়তে চাই কবির কাছে।
ধন্যবাদ।
_____________________
Give Her Freedom!
শব্দকে স্বাধীন করে দেয়া বা ভে্ঙ্গে দেয়া, বা শুনতে একিরকম শব্দের ভিন্ন ব্যবহার খুব সচেতন ভাবে করা হয়েছে এখানে। যদি কোথাও দুর্বল লেগে থাকে সেটা পাঠকের নিজস্ব চিন্তাভাবনা।
আপনি কি আমার পরিচিত?যেহেতু সমসাময়িক কবিতা পড়তে চাইলেন, সেজন্যে জানার আগ্রহ। কবিতার শেষে লিখনকাল যেহেতু দেই নাই, পরিচিত না হলে, জানার কথা না, লেখাটা একটু আগের।
সমসাময়িক কবিতা চেষ্টা করবো দিতে; যদিও শেষ একবছর আমি কিছুই লিখি নাই। লেখার ইচ্ছে থাকলেও কলম নিয়ে না বসার আলসেমি উপভোগ করছি। যদিও রাইটার্স ব্লক এর কন্ডিশনে নেই।
ধন্যবাদ আপনাকে।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
জ্বি, "যদি কোথাও দুর্বল লেগে থাকে সেটা পাঠকের নিজস্ব দুর্বলতা।"
না ভাই, পূর্ব পরিচিত নই। সচল থেকেই পরিচিত। লেখাটা আগের সেটা ধারণা করে নিয়েছি। যেহেতু প্রায় প্রতিদিনই কবিতা দিচ্ছেন সেহেতু আগের লেখা থেকে দিচ্ছেন এমন একটা সরলীকরণ করে নিয়েছি।
সমসাময়িক কবিতা পেলে খুশি হবো। এরকম হয় ভাই। কলম/কী বোর্ড চলে না। আমি ৬ মাস ধরে কিছু লিখতে পারছি না।
ধন্যবাদ।
_____________________
Give Her Freedom!
আপনার লেখা আসুক। পড়ার অপেক্ষায় থাকলাম। সমসাময়িক লেখা আসলেও প্রতিদিন ই দিব
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
ভাল লাগল কবিতাটা।
ধন্যবাদ সাহা ভাই।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
চলুক। পড়ছি।
ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্যে।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
বেশ বেশ !
facebook
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
তুমি ভেঙ্গে ভেঙ্গে গড়েছ অপরূপ!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
নতুন মন্তব্য করুন