জানালার কাঁচে

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: রবি, ০৩/০৬/২০১২ - ১১:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জানালার কাঁচে
----------------

জানালার ঘোলা কাঁচে দেখেছি গড়িয়ে পড়া জল
টুকরো নীলে

থোকা থোকা মেঘ;

দমকা হাওয়ায় ভেসে যায় মৌসুমী পাতারা
উড়ে যায় কবুতরের সাদা পালক

জানালার কাঁচে ঘোলা দেখেছি মুখে বিষন্ন চোখ

একটানা অবিরাম সবুজে ক্লান্ত হয়ে শুয়ে থাকা
পাথরের রাত।


মন্তব্য

মরুদ্যান এর ছবি

জানালার কাঁচে ঘোলা দেখেছি মুখে বিষন্ন চোখ

[৬ষ্ঠ লাইন] এটা কি 'ঘোলা কাঁচে' হবে??

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

ক্রেসিডা এর ছবি

না, প্রথমটা কাঁচটা ঘোলা,

৬নং লাইনে ভিউয়ারের দেখাটা ঘোলা।

হাসি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

ঘোলা দেখার ভাবনাটা সুন্দর। চলুক

-বিক্ষিপ্ত মাত্রা

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ক্রেসিডা এর ছবি

মূলতঃ এই ঘোলা দেখা ও ঘোলা কাঁচ অনেকগুলো সম্ভাবনাকে ধারন করে, হয়তো কোন বিশেষ ঋতু, হয়তো কোন বিশেষ মূহুর্ত, হয়তো কোন বিশেষ বয়েস।

এনিওয়ে..

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

অথবা নিছকই কোনো বিশেষ অনুভূতিকে মনে করার ব্যর্থ প্রয়াস..

-বিক্ষিপ্ত মাত্রা

ক্রেসিডা এর ছবি

হুমম.. সেটাই!

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

দেখেছি মুখে বিষণ্ণ চোখ- কথাগুলো সুন্দর

বিষণ্ণ হবে সম্ভবত ।

কড়িকাঠুরে

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ।হ্যাঁ, বানানটা সেটাই হবে। আমি এভাবেই রেখেছি। ণ ও ন আলাদা ভাবে ব্যবহার করি না বলেই।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

কানিজ ফাতেমা এর ছবি

ভাল লিখেছেন। চলুক

ক্রেসিডা এর ছবি

চলুক ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

কাজি মামুন এর ছবি

বৃষ্টিকণা মুক্তো।
আকাশশুক্তি থেকে
কাঁচের জানালায়।

অমিয় চক্রবর্তী এভাবেই জানালায় পড়া বৃষ্টিকনার বন্দনায় মেতে উঠেছিলেন। কিন্তু আপনি জানালার কাচে গড়িয়ে পড়া জলের ভিতর দেখলেন বিষন্ন চোখের প্রতিচ্ছবি! মৌসুমি পাতারা ভেসে যাচ্ছে, উড়ে যাচ্ছে সাদা পালক, শুধু থাকছে থোকা থোকা মেঘ আর বিষন্ন চোখ। থোকা থোকা মেঘের বিরতিহীন হানায় চারপাশ হয়ে উঠছে সবুজ, অনেক সময় নিদারুণ একঘেয়েমির জন্ম দিচ্ছে তা। কঠিন দমবন্ধ জীবন সবুজও আটকাতে পারে না যে; জন্ম দেয় পাথরের রাত!

আপনার ছোট্র পরিসরের শব্দের তাজমহলগুলো কখনো মিস করি না, ক্রেসিডা ভাই!

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনাকে মামুন ভা্ই।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

রোমেল চৌধুরী এর ছবি

বাহ,
চোখ ছুঁয়ে গেল, মন ছুঁয়ে গেল!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ॥

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনার কবিতাগুলো আমার ভালই লাগছে কিন্তু। শেষের লাইনদুটো বেশ লাগলো।
তবে সব সময় কবিতা না পোস্ট করে অন্য কিছুও দেয়া ভালো। একই রকম ভালো জিনিস কিন্তু বার বার ভালো নাও লাগতে পারে হাসি

ক্রেসিডা এর ছবি

ধন‌্যবাদ। চেষ্টা করবো কবিতা বাদে অন্য কিছু পোষ্ট করার যদি পারি হাসি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।