সেক্স অ্যাপিল্ - ২

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: সোম, ১১/০৬/২০১২ - ৯:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

সেক্স অ্যাপিল্ - ২
------------------

স্বাগত জানাই আজ রাতে পৃথিবীর
যাবতীয় তাপ;
আর্কিমিডিসের ঘনত্ব নিয়ে যারা
ভালোবাসা বুঝতে চায়, প্রেমিক শব্দ তাদের মাথার
মুকুটে শোভা দিক!

গভীর রাতে বুকের লবনগুলো বেয়ে নামুক
আর্দ্র চোখ,

ঠোঁটের ভাষায় নিয়েছি দখল, ছোঁয়া-অছোঁয়া
পকেটের বুকে অনেক পুরনো
          দৈনিক পত্রিকার মতো

স্টেথিসকোপ কানে লাগিয়ে যারা হৃদয়ের ঢেউ
গুনবে পাঠশালার সুরের মতো
নস্টালজিক রাতে তাদের মনে হবে
ক্ষনিকের নপুংসক!

আমি উন্মাদ হতে চাই!

চূড়ান্ত রাতে আজ আর ভালোবাসা না,
বীর্যের পরীক্ষা হবে বিশ্বাসের নিদ্রায়।


মন্তব্য

অমি_বন্যা এর ছবি

আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্যাটেগরি নির্বাচন এবং বিষয়বস্তু সামঞ্জস্যপূর্ণ । চলুক

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ বন্যা। এই ক্যাটাগরি টা যদি ওমিট করা যেত, আমি করতাম। একান্ত দিতে হয় বলেই দেয়া। যদিও "সববয়সী" সিলেক্ট করলে, একটা নির্দিষ্ট পাঠক এর জন্যে লেখাটা আবদ্ধ থাকে না, তবুও ব্যাপারটা যতবারই এক ক্যাটাগরি সিলেক্ট করতে হয়, আমার আনইজি লাগে!

ভালো থাকা হোক।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

মরুদ্যান এর ছবি

ভাল লাগসে।

আর্কিমিডিসের ঘনত্ব নিয়ে যারা
ভালোবাসা বুঝতে চায়, প্রেমিক শব্দ তাদের মাথার
মুকুটে শোভা দিক!

ভাই এই লাইনট কয়টার মানে বুঝিনাই। যদি কষ্ট না হয়, একটু বুঝায় দিবেন?

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

ক্রেসিডা এর ছবি

প্রেম বা ভালোবাসা একএক জনের কাছে এক এক রকম, অনেকে বলে যে কার প্রেম কতো গভীর, বা কমপেয়ার করে কারটা বেশী, কারটা কম, আবার প্রেম এ মরা জলে ডোবে না এর মতো উপমাও আমাদের অচেনা না; মানে প্রেম চিরস্থায়ী.. এরকম কোন অবস্থা থেকে সরে এসে একটা ভিন্ন অবস্থানে দাড়োনো আরকি.. অনেকটা মেয়ের ভিতরে পয়সা ফেলার মতো ব্যাপার.. তাদের জন্য প্রেমিক শব্দটাই শ্রেয়.. যেটা শুধু একটা শব্দ হিসেবেই থাকবে.. তার গভীরে কিছু না.. এরকম একটা চিন্তা..

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

বেশ হয়েশে, ভাল লাগল

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

ভালোই লাগলো।

দেব মুখার্জি
[db.dev.m@gmail.com]
--------------------------------------------------------------
দেব এর উঠোনফেইসবুকগুগলপ্লাস

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনাকে।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক
নষ্ট্যালজিক- বানান‌টা কি ঠিক আছে?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ক্রেসিডা এর ছবি

Eng word টা বাংলায় লিখায় এরকম লিখেছি। ঠিক না হলে, কি হবে একটু শুধরে দিলে আমি এডিট করে দেই।

ধন্যবাদ আপনাকে।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ত্রিমাত্রিক কবি এর ছবি

ষ-ত্ব বিধান অনুসারে, ইংরেজি শব্দে 'ষ' হবে না। যেমন, ফটোষ্ট্যাট -> ফটোস্ট্যাট। সেই হিসেবে, নস্টালজিক হবার কথা।

উইকিপিডিয়া বলছে-

খাঁটি বাংলা ও বিদেশী শব্দে মূর্ধন্য-ষ হয় না। যেমন-
টেক্স, পুলিশ, জিনিস, মিসর, গ্রিস, স্টেশন, মুসাবিদা।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ অনেক। আমার জানা ছিল না ব্যাপারটা। ঠিক করে দিচ্ছি। ভবিষ্যতেও খেয়াল রাখবো।

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তাপস শর্মা এর ছবি

ভালো লাগল! চলুক

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ তাপস ভাই।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

আপনি অনেক এক্সপেরিমেন্ট করেন...
বিভিন্ন অবস্থান থেকে দেখতে পারেন... চলুক

কড়িকাঠুরে

ক্রেসিডা এর ছবি

আপনি অনেক এক্সপেরিমেন্ট করেন... >> এটাই আমি সচেতনভাবে করতে চেষ্টা করি। কিছু হোক বা না হকো.. আজ অথবা কাল, একদিন হবেই। না হলেও ক্ষতি নেই খুব একটা।

আপনাকে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

প্রদীপ্তময় সাহা এর ছবি

স্টেথিসকোপ কানে লাগিয়ে যারা হৃদয়ের ঢেউ
গুনবে পাঠশালার সুরের মতো
নস্টালজিক রাতে তাদের মনে হবে
ক্ষনিকের নপুংসক!

খুব সুন্দর।

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ সাহা ভাই।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ম্যাক্স ইথার এর ছবি

গভীর রাতে বুকের লবনগুলো বেয়ে নামুক
আদ্র চোখ

ভালো লাগলো । আপনার কবিতা আমার ভালই লাগে ।
চালিয়ে যান ।

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

সংসপ্তক এর ছবি

ভালো লাগলো, েশষ দু লাইন সহজ কোরে জানতে চাই

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ।

শেষ দুই লাইন সহজ করে জানতে চান > ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার না, আই মিন অনুরোধটা। যদি একটু ক্লিয়ার করে বলতেন।
হাসি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।