প্রিয় হুমায়ূন আহমেদ,
আপনাকে নিয়ে এরকম ভাবে লিখতে হবে কখনো ভাবিনি। মৃত্যু তো খুবই একটা স্বভাবিক ব্যাপার, এমনি করে সবাই যাবে। তবুও কেউ চলে যাবে একদিন জেনেও আমরা প্রস্তুত থাকি না। অথবা আমরা এটা সচেতন ভাবে ভাবতে চাই না। তাই খুব অপ্রস্তুত অবস্থায় আপনাকে স্মরন করা যাদুকর।
একটা যাদুকর তার শূন্য ঝুলি থেকে বের করে রুমাল। রুমালের ভাঁজে ভাঁজে ঘ্রান থাকে কিনা আমি খুব কাছ খেকে দেখিনি। তবে মুগ্ধতা থাকে; সে মুগ্ধতা অজস্র মানুষের মনে। যাদুকর তার শূন্য রুমাল থেকে বের করে আনে অনেক গোলাপ। গোলাপ হয়ে যায় কবুতর। কবুতর উড়ে যায়। তারপর ক্রমশ সেই যাদুকর ঢুকে যায় অচেনা এক যাদুর ভিতরে। যে যাদুর জগৎ থেকে বের হওয়া যায় না আর কখনো।
আমি সেরকম একজন, একরাশ মুগ্ধতা নিয়ে আজ আপনার মৃত্যুতে আমি শোক জানাতে এসেছি।
আপনি না ফেরার দেশে ভালো থাকুন।
"দিতে পারো একশ ফানুস এনে, আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই।"
ইতি,
আপনার একজন পাঠক
মন্তব্য
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
তার আত্মা শান্তিতে থাক , চিরনিদ্রায় ।
তার আত্মা শান্তিতে থাক , চিরনিদ্রায় ।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন!
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
আজ্কের প্রতিটি ব্লগের পাতা ভরে থাকুক প্রিয় হুমায়ুনকে নিয়ে আমাদের স্মৃতিচারণে।
হু.. আমাদের ক্ষমতা শুধু এটুকুই
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
হুমায়ুন আহমেদের প্রতি
আপনার প্রতি কৃতজ্ঞতা।
হুমায়ুন আহমেদের প্রতি
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
হাত ভর্তি চান্দের আলো, ধরতে গেলেই নাই।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
ছোট কিন্তু খুব মন খারাপ করা সুন্দর পোষ্ট।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
নতুন মন্তব্য করুন