মূলতঃ আমি একটা আকাশের কথা বলছি

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৪/০৭/২০১২ - ১১:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মূলতঃ আমি একটা আকাশের কথা বলছি
--------------------------------------------

চকচকে মেঝেতে চৌকোনা রোদ্দুর;
মূলতঃ আমি একটা আকাশের কথা বলছি
যেটা জানালাপ্রসূত,

তার পাশে বাসি সর জমা চায়ের কাপে
কিছু মৃত পিঁপড়ে;

একটু দূরে বইয়ের তাক, কিছু গোছানো বই; আর
ধুলো জমা বিষাদমনস্ক শোপিসের কলোনী;

মূলতঃ আমি তোমর জন্মদিনের কথা বলছি;

অথবা তোমর ফিরে আসার সম্ভাবনার কথা ভেবে
গোলাপের টবের নীচে চাবির দাগ -

মূলতঃ আমি তোমাকে আমার অনুপস্থিতির কথা বলছি;

অথবা

তোমার ফিরে আসার সমূহ সম্ভাবনার কথা;

মূলতঃ আমি ফেরা ও না-ফেরার মাঝে একটুকরো স্বপ্নের কথা বলছি -
তোমার পথের কথা বলছি -

যেখানে সবুজ পিষ্টঘাস শুধুই
ধরে রাখে সবার বাড়ি ফেরার গল্প;

অথবা

হারিয়ে যাবার।


মন্তব্য

ত্রিমাত্রিক কবি এর ছবি

ভাল লেগেছে

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনাকে।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

বন্দনা এর ছবি

যেখানে সবুজ পিষ্টঘাস শুধুই
ধরে রাখে সবার বাড়ি ফেরার গল্প

খুব সুন্দর লাইঙ্গুলা।
কবিতা ভালো লেগেছে ক্রসিডা।

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনাকে। অলমোস্ট ২ বছর পর নতুন কিছু লিখলাম। "বাড়ি ফেরার গল্প" এর গল্প টা আসলে চিহ্ন হবে। কোন এক অসতর্ক মূহুর্তে হয়তো গল্প লিখে ফেলেছি। যদিও গল্প শব্দটাও এখন খারাপ লাগছে না।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

কড়িকাঠুরে এর ছবি

[iযেখানে সবুজ পিষ্টঘাস শুধুই
ধরে রাখে সবার বাড়ি ফেরার গল্প;][/i]

সুন্দর...

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অনিন্দ্য রহমান এর ছবি

'১' জন পাঠক হিসাবে আমার মনে হইল, কবিতাটা দরকারের চেয়ে বেশি টানা হইছে। 'গোলাপের টবের নীচে চাবির দাগ -' এর পরে থাইমা গেলে একটা শূন্যতাবোধ স্থায়ী হইত। 'গোলাপের টবের নীচে চাবির দাগ -' এর পরে আর কথা থাকে না। খুব দারুণ চিত্রকল্প ছিল ঐটা। ঐটা এতই স্ট্রং যে তারপরে বাকিসব বেকার লাগছে।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ অনিন্দ্য ভাই। আসলে লেখাটা খুব রাফ বা র .. এখানে লিখেই পোস্ট দিয়ে একটা ট্রাই দিলাম যে অনেকদিন পর একটু নিজের ভাবনা গুলোকে একটা প্লেসে জড়ো করা..

গোলাপের টবের নীচে চাবর দাগ কে একটা সময় মনে হয়েছিল "গোলাপের টব" কে না টেনে কার্পেটের নীচে লিখি.. কি জানি তাতে হয়তো একটা মধ‌্যাবিত্ত বোধ ঠেলে অন্য কোন বোধ সামিল হতো কিনা। .. ভেবে দেখবো অপনার কথা.. তবে আমি একমত আপনার ভাবনার সাথে যে... ঐ লাইনের পর হয়তো এতো কিছু না লিখে ছোট করা যেত.. সেটাই সুন্দর হতো.. বা একদম ওখানে শেষ না করে অল্প কিছু লাইনে শেষ পানা যেত। সেক্ষেত্রে সবুজ পিস্টঘাস এর লাইগুলো নিয়ে আলাদা একটা কবিতা হয়ে যেত হয়তো অনায়াসে..

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অমি_বন্যা এর ছবি

এক কথায় অসাধারণ । অজস্র তারকা দিলাম। অনেক দিন পর আপনার কবিতা দেখলাম।

ধুলো জমানো বিষাদমনস্ক শোপিসের কলোনি । দারুন লাগলো । উত্তম জাঝা!

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ অমি ভাই। অনেকদিন...অনেকদিন পর আমি কিছু লিখলাম। আমার ঘন ঘন পোস্ট হয়তো একটা ব্যাপার প্রকাশ করতো যে প্রতিদিন লেখা। মূলতঃ আগের লেখা গুলো প্রতিটাই ২০০০-২০০৭ পর্যন্ত হয়তো বা তারো বেশি কিছু সময় ধরে। যাই হোক.. আপনাকে ধন্যবাদ আপনার ভালো লাগা এভাবে জানাবার জন্যে।

ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

সুমাদ্রী এর ছবি

সুন্দর কবিতা। চিত্রকল্পগুলো মুগ্ধ করে।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

ক্রেসিডা এর ছবি

হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

সাবিহ ওমর এর ছবি

ভাল কবিতা হাসি

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

কাজি মামুন   এর ছবি

অসাধারণ সব চিত্রকল্পের জন্য আপনার কবিতা আমার বরাবর প্রিয়! আর অনিন্দ্যদার সাথে একমত, 'গোলাপের টবের নীচে চাবির দাগ' - এখানেই শেষ হতে পারতো এই তীব্র অনুভূতি মাখা কবিতাটি!

ক্রেসিডা এর ছবি

আপনার মন্তব্য ও সবসময় আমার জন্যে অনেক উদ্দীপনা নিয়ে আসে। পাঠক হিসেবে যেটুকু ভালো লাগে.. সেটুকুই শুধু কবিতা হয়ে থাক। সেটুকু পড়াই শ্রেয়। পাঠকের পঠনেও তো একটা নতুন কবিতা জন্ম নেয়। হাসি

ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

প্রৌঢ় ভাবনা এর ছবি

দারুণ হয়েছে। ভাল লেগেছে।

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ হাসি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

মৃত্যুময় ঈষৎ এর ছবি

নতুন কবিতা লেখার জন্য ধন্যবাদ।

আরো ভালো হতে পারত মনে হয়।


_____________________
Give Her Freedom!

ক্রেসিডা এর ছবি

সহমত। লেখাটাকে আরো মেদহীন করা যেত.. বহুদিন পর নতুন কিছু লেখা.. এক রকম অনভ্যস্ততা ছিল। সেহেতু খুব একটা আমি এডিট ও করি নি; এখানে খুলে লেখা... সাথে সাথে পোস্ট করা। চেষ্টা থাকবে সা্মনে আরো ভালো কিছু লেখার।

ধন্যবাদ আপনাকে পড়ার জন্যে।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

পথিক পরাণ এর ছবি

ভালো লেগেছে চলুক

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ইশতিয়াক এর ছবি

অসাধারন চিত্রকল্প ভাই। আপনার জীবন দর্শন সেই সাথে দেখা আর অনুভুতির চোখের প্রশংসা না করে পারছি না।

ক্রেসিডা এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ ইশতিয়াক ভাই। আপনার খোলামেলা ও আন্তরিক প্রশংসা নেবার তৃপ্তির ঢেকুর তুল্লাম সেহেরী এর সময় শেষের আগে।

ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

প্রদীপ্তময় সাহা এর ছবি

প্রথমেই ধন্যবাদ নতুন কবিতার জন্যে।

আর দারুণ লাগল আপনার এই কবিতাটি।
সেজন্যেও ধন্যবাদ।

ক্রেসিডা এর ছবি

আপনাকেও ধন্যবাদ সাহা ভাই। ভালো থাকবেন।

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তারেক অণু এর ছবি

অন্য ধরনের। চলুক

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

আইলসা এর ছবি

চলুক ভালো লাগছে।

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতন্দ্র প্রহরী এর ছবি

ভালো লেগেছে বেশ। চলুক

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ অপ্র ভাই।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

খুব ভালো লাগলো।

সৌরভ কবীর

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনাকে হাসি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

রোমেল চৌধুরী এর ছবি

বাহ, টুকরো টুকরো সিরামিকে আঁকা মিউর‍্যাল!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তানিম এহসান এর ছবি

যেখানে সবুজ পিষ্টঘাস শুধুই
ধরে রাখে সবার বাড়ি ফেরার গল্প

ক্রেসিডা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

খুব অন্যরকম, খুব ভালো
সারাজীবন

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনাকে - সারাজীবন হাসি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

মুজিব মেহদী এর ছবি

কবিতাটায় বেশ কয়েকটি উজ্জ্বল চিত্রকল্প আছে, ওতেই এটি উতরে যেতে পারত; কিন্তু একটা খুব বিখ্যাত কবিতার (আবু জাফর ওবায়দুল্লাহ'র 'আমি কিংবদন্তীর কথা বলছি') স্বর কবিতাটাকে অনেকাংশে গ্রাস করে ফেলেছে!

ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকলে আপনার কবিতার জন্য ভালো হবে।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ক্রেসিডা এর ছবি

মুজিব ভাইকে অনেক ধন্যবাদ। লেখাটায় "কথা বলছি" এর অনুপ্রাসটা হয়তো সেই বিখ্যাত কবিতা "আমি কিংবদন্তীর কথা বলছি" এর সাথে সল্প মিলটুকু গ্রাস করাটার বোধটাকে একটু উজ্জীবিত করে। মূলতঃ থিম বা বাকি সব কিম্বাং ধরন আলাদা। ভবিষ্যতে লক্ষ রাখবো এসব যাতে কোথাও কারো ওই গ্রাস করে নেয়ার বোধটুকু না জন্মে।

ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

স্বয়ম এর ছবি

ভালো লেগেছে। চিত্রকল্প ও এর ক্রম সঞ্চারণ।তবে যুক্তির খড়্গ কবিতাকে কিছু ক্লান্ত করেছে মনে হলো। একান্ত ব্যাক্তিগত মতামত। ভালো লেগেছে যা কবির অন্য লেখাও খুঁজতে উদ্বুদ্ধ করেছে।

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনাকে। "যুক্তির খড়্গ" কথাটার সাথে আমিও সহমত। কিন্তু অধিক গ্যাপ আবার পাঠককে কিছুটা বিচলিত করে, তাই এভাবে লিখে তার ফলাফল দেখার ইচ্ছে থেকে এভাবে লেখা। লেখাটা থেকে অনায়াসে কিছু লাইন ছেঁটে ফেলা যায় বৈকি।

ধন্যবাদ আপনাকে।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো কবিতাটা পড়ে।

রাশেদুল ইসলাম ফরহাদ

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ আপনাকে।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।