ফাঁইসা গেছি মাইনকার চিপায়

দেবোত্তম দাশ এর ছবি
লিখেছেন দেবোত্তম দাশ (তারিখ: বিষ্যুদ, ০৪/০৯/২০০৮ - ৭:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি ফাঁইসা গেছি ... আমি ফাঁইসা গেছি মাইনকার চিপায় ... মাথা আর ঠোঁট দুটোই নড়ছে তাহেরের।
কি সব উল্টাপাল্টা গান বাজাও তাহের ? তোমার কাছে কি আর ভালো কোনো সি-ডি নাই আর ভল্যুমটা একটু কমায়া দেবা ?

জী ভাবী, হাল্কা বকুনি খেয়ে ভল্যুম একটু কমলো বটে, মাথা কিন্তু ঠিকই নড়ে চলেছে।

“তাহেরের কি আইজ শইল খারাপ”, সোহেল ভাই জানেন কেজিএন ইণ্টারন্যাশনালের এক নম্বর ড্রাইভারকে কি করে হুল দিতে হয়।

হাওয়ার সাথে পাল্লা দিয়ে স্পিড বেড়ে চলে।

বেশী জোরে চালাতে হবে না তাহির, আর তোমার ওই ফালতু শস্তা গান বন্ধ করো।

মাইয়া মানুষ তায় আবার মালকিন, কিছু কওনেরও উপায় নাই , হালায় জিন্দেগী !!! কেড়াপোকাগুলো মাথার ভেতর আবার লাফাতে শুরু করেছে তাহেরের ।

মটকা গরম হয়ে যাওয়া তাহের গান বন্ধ করে স্পিড আরো বাড়িয়ে দেয়।

আইজকা সকাল থাইকাই দিনটা খারাপ যাইতাছে তাহেরের । সামান্য কথা কাটাকাটি নিয়ে হারামী বৌ ঘুম থাইকা উইঠাই কয় আমি তোমার লগে আর থাকুম না, আমি আইজকাই সাহিনারে লইয়া বাপের বাড়ী যামুগিয়া।
হুড়াতাড়া ছিল, কথা বাড়ায় নাই তাহের, হালায় বান্দির পুড়ী, আইজকা ওরে মশলা দেওন লাগব। বান্দর আর মাইয়া মানুষ মাথায় তুলবার নাই। ভাবে তাহের।

এইসব ভাবতে ভাবতে কখন যে আনমনা হয়ে পড়েছে খেয়াল নাই, চিৎকারে সামনে তাকায় তাহের ............ ততক্ষনে অনেক দেরী হয়ে গেছে, যা হবার তা হয়ে গেছে।

স্পিড বাড়িয়ে দিল তাহের... ভাবী মুখ ঢেকে ফেলেছে... সোহেল ভায়ের গলা ভুতুড়ে শোনায় ... তাহের একটু দেখবা না?

স্যার থামলে আমরা আর জিন্দা ফিরা যামু না, জোরে জোরে শ্বাস ফেলে, এক্সিডেণ্ট কোনো দিন করে নাই তাহের।

গাড়ী চালাচ্ছে তাহের, লাল রঙের জামা তার উপর সবুজ ফোঁটা ফোঁটা, সাহিনাও তো আইজ ওই রহম এট্টা জামা পরছিল!!! ধুর হালায় এইডারে মারলাম কই আর আমার বাড়ী কই, ভাবে তাহের।

আরে ওইটা তো সাহিনার ফুফার বাড়ীর রাস্তা !!! সাহিনার আম্ম কি তাহলে রাগ করে !!!

এই বার তাহেরের সত্যি সত্যি শইল খারাপ করতে লাগল, গা গুলাচ্ছে, বমি বমি ভাব করছে তাহেরের, গলা ঠেলে কিছু একটা পাকিয়ে উঠছে ।


মন্তব্য

পলাশ দত্ত এর ছবি

পাঠককে আচমকা আক্রমণ আছে লেখাটায়।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

দেবোত্তম দাশ এর ছবি

ধন্যবাদ পলাশদা,

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

কঠিন চিন্তা!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

দেবোত্তম দাশ এর ছবি

আপনি অনেক বড় মাপের লেখক, আপনার লেখার মুগ্ধ পাঠক আমি। আপনি কঠিন বললে যে ভয় পাই।
আপনাকে আমার নমস্কার আর অনেক শুভেচ্ছা।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

তানভীর এর ছবি

গল্প ভালো লেগেছে চলুক শিরোনামটা একটু অন্যরকম হলে আরো ভালো লাগত।

= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।

দেবোত্তম দাশ এর ছবি

দাদা এখন আমারো তাই মনে হছে। ভবিষ্যতে মাথায় রাখার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আপনাকে

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

দেবোত্তম দাশ এর ছবি

ধূ গো ভাই, মনে বল বাড়ছে । আপনাকে অশেষ ধন্যবাদ
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

জাহিদ হোসেন এর ছবি

শেষের চমকট‌ি এমন আলতো করে দেয়া হয়েছে যে প্রথমে বুঝতেই পারিনি। বারদুয়েক পড়ে তারপর বুঝেছি।
চমত্কার!

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

দেবোত্তম দাশ এর ছবি

পোষ্টটা দেবার পরে আমি নিজে বার কয়েক পড়লাম, মনে হলো আরো একটু গুছিয়ে লেখা যেতো।
ধন্যবাদ আপনাকে।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

মুশফিকা মুমু এর ছবি

ওমা অসাধারণ লিখেছেন! পড়ে আমারি কেমন জানি লাগছে ইয়ে, মানে...
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

দেবোত্তম দাশ এর ছবি

ধন্যবাদ মুমু । তবে মনে হয় অসাধারন হয় নি । চেষ্টা করবো আরো একটু ভালো করার।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ, শেষে এমন এক চমক দিয়েছেন! বেশ ভালো লাগল, দাদা।
যদি কিছু মনে না করেন, একটা কথা, তাহের এক জায়গায় 'তাহির' হয়ে গেছে, আরো দু'এক জায়গায় বানান ভুল আছে, যতিচিহ্ন ব্যবহারেও আরেকটু সতর্কতা অবলম্বন করা যেত হাসি
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

দেবোত্তম দাশ এর ছবি

ভাইয়া আমার সম্পাদনা করার অধিকার নেই। পোষ্ট করার পর অনেক জায়গায় অনেক ভুল ধরা পড়ে, কিন্ত কিছু করার নেই। আমার মনে হয় পোষ্ট করার আগেই আমাকে আরো একটু সতর্ক হতে হবে।
আপনার ভালো লাগায় খুশী হয়েছি।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

দেবোত্তম দাশ এর ছবি

ভাইয়া আমার সম্পাদনা করার অধিকার নেই। পোষ্ট করার পর অনেক জায়গায় অনেক ভুল ধরা পড়ে, কিন্ত কিছু করার নেই। আমার মনে হয় পোষ্ট করার আগেই আমাকে আরো একটু সতর্ক হতে হবে।
আপনার ভালো লাগায় খুশী হয়েছি। ধন্যবাদ
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

দেবোত্তম দাশ এর ছবি

ভাইয়া আমার সম্পাদনা করার অধিকার নেই। পোষ্ট করার পর অনেক জায়গায় অনেক ভুল ধরা পড়ে, কিন্ত কিছু করার নেই। আমার মনে হয় পোষ্ট করার আগেই আমাকে আরো একটু সতর্ক হতে হবে।
আপনার ভালো লাগায় খুশী হয়েছি। ধন্যবাদ
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভালো লাগলো। গল্পের শেষের মোচড়টা দারুণ !
যদিও বুঝতে দুইবার পড়তে হলো।
তবে শিরোনামটা গল্পের সাথে ঠিক বোধহয় যায় না।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

দেবোত্তম দাশ এর ছবি

নাঃ এখন মনে হছে একদম যায় না।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।