দিনবদলের স্বপ্ন

দেবোত্তম দাশ এর ছবি
লিখেছেন দেবোত্তম দাশ (তারিখ: শুক্র, ০৫/০৯/২০০৮ - ৯:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

কৈশরে দেখতাম দিনবদলের স্বপ্ন, যৌবনে দিনবদলাবার স্বপ্ন দেখতাম, প্রৌড় হবার দোরগোড়ায় এসে ভাবি কি বোকাচোদাই না ছিলাম? দুদিন পর পরই এমন সব বিচিত্র খবর পাই যে বিচি মাথায় ওঠা ছাড়া কোনো উপায় থাকে না। তবে বলতে কি, আজকাল আর বিচিই খুঁজে পাই না, বোধহয় শুকিয়ে কাঠ হয়ে গেছে।

ভোর বেলা এসে শ্যামল খবর দিলো বোঝাপড়া হয়ে গেছে, রফা করে নিয়েছে ওরা। আমাদের আর প্রয়োজন নাই, সবাই যে যার ফায়দা তুলে নিয়েছে। ব্যাপারটা যে আমি আগে আন্দাজ করি নাই সেটা বলা ভুল হবে।

পুঁটকিও মারি না বাল’, আমার কি, মারাক গা !!! নিজের অজান্তে খারাপ কথা গুলো বেরিয়ে এলো। জানি এগুলো আমার ব্যার্থতারই বহিঃপ্রকাশ। কিন্তু আমার একার কি করার ছিল ?

কিন্তু ফয়দা তো আর আসল জনের হয় নাই, ফয়দা তুলছে থার্ড পার্টি, শ্যামল বলে উঠল।
কি কইবার চাস তুই , জানতে চাই ?

“চোর-পুলিশে গলাগলি করে আর
যার জিনিষ চুরি গেছে হে কাইন্দা মরে”

চুপ কর ...... ধমক খেয়ে চুপসে গেল শ্যামল, তবুও আমতা আমতা করে বলল, এইটা কি আমরা আগে থাইকা ধরতে পারি নাই ?

কিসসু হবে না শালা এই দ্যাশের, কেউ কিসসু করতে পারবে না, এই দ্যাশেরে আমি ক্যান আমার চৌদ্দগুষ্টি মিল্লাও কিসসু করতে পারব না। সব চুড়ি পইরা পেছন দিয়া বইসা আছে, যাও আর গিয়া মাইরা আসো, হালায় সবগুলান বান্দির পুত, ওগো গুষ্টির গুয়া মারি।

কিন্তু মানসদা, একটা লোক এতোগুলান বছর ধইরে হের কামের মাইয়াডার সাথে কি সব করেছে। বাড়ীর মানুষে কেউ কিছু কইতারে না। আবার দেহ, ধরা পড়নের পর মহিলা সমিতি কি লাফান লাফাইলো। মাইয়া মানুষ হইয়া মাইয়া মানুষের দুঃখটা বুঝলো না, এইটাই খারাপ লাগে। ইশ’ মাইয়াডার জিন্দেগী বরবাদ কইরা দিল।

ধুর হালায়, তুই দেখি আরেকটা চুদিরভাইর মত কথা কস। এইটা হেগো বিজনেস, চান্সে ড্যান্স মাইরা দিল আরকি ।
খোঁজ লগা, দেখ কত টাহায় রফা হইছে । মাইয়াডারে তো এক টাহাও দিব না এইটা গ্যারাণ্টি।


মন্তব্য

সচলায়তন এর ছবি

প্রিয় দেবোত্তম দাশ,

সচলে সব পোস্ট প্রথম পাতায় প্রকাশিত হয় না, কিছু কিছু পোস্ট লেখকের নিজের ব্লগে প্রকাশিত হয়। মডারেটররা মনোযোগ দিয়ে সব পোস্ট পড়েই প্রকাশ বা অপ্রকাশ করেন। আপনি অভিযোগ করেছেন বিশেষ কিছু শব্দপ্রয়োগের কারণে আপনার পোস্টটি প্রথম পাতায় আসেনি। ব্যাপারটি শব্দপ্রয়োগের কারণে নয়, লেখার সামষ্টিক গুণ সচলের গড় পোস্টের তুলনায় কিছুটা ন্যূন বলে।

ভবিষ্যতে আপনার সুলিখিত সব পোস্টের প্রত্যাশা করছি। শুভেচ্ছা জানবেন।

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

দেবোত্তম দাশ এর ছবি

প্রিয় সচলায়তন কর্তৃপক্ষ,

আশাকরি এটা আপনাদের নজরে আসবে
অভিযোগ নয়, উত্তরে আমি শুধু রণদীপম বসুর মতো বলবো হুঁম!
নাঃ এটা না বুঝে নয়, বুঝে বলা হুঁম!

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

দেবোত্তম দাশ এর ছবি

আবারো ধন্যবাদ, আমি এই মন্ত্যবের আশায় ছিলাম, আপনাদের অনেক ধন্যবাদ আমাকে জানানোর জন্য।
শুভেছা নেবেন

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

রণদীপম বসু এর ছবি

হুঁম!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দেবোত্তম দাশ এর ছবি

নন্ধুবর,
হুঁম!, সাধারণতঃ দুই প্রকার ব্যক্তি করিয়া থাকেন, যাঁহারা না বুঝিয়া বোঝার ভান করেন আর যাঁহারা বুঝিয়াও না বোঝার ভান করেন।
বুঝিয়া লইবো আপনার হুঁম এর মানে।

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

তাপস শর্মা এর ছবি

ভালো ভাবে বুঝিনি। হয়তো প্রেক্ষাপটটা ধরতে পারিনি। তবে একটা জিঘাংসা আছে লেখায়, যা ভাবায়...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।